[b]সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি সাহেবের প্রতি আমার কিছু জিজ্ঞাসা[/b]
লিখেছেন লিখেছেন মুিনর ১২ এপ্রিল, ২০১৩, ০৬:৪৭:২১ সন্ধ্যা
রনি ভাই আমি আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো। অনেকদিন থেকে চিন্তা করতেছি। কিন্তু সময় সুযোগ এর অভাবে করতে পারতেছি না। এখন আমি ফেসবুকে মন্তব্যের মাধ্যমে কিছু প্রশ্ন করব।
১. আপনি নিজেকে একজন প্রকৃত মুসলমান মনে করেন কি?
২. একজন প্রকৃত মুসলমানের জাতীর পিতা ইব্রাহীম (আঃ) আপনার
জাতীর পিতা কে? হযরত ইব্রাহীম (আঃ) না শেখ মুজিবুর রহমান?
৩. আপনি জামায়াত শিবির সম্পর্কে অনেক ভুল তথ্য দেন, এটা কি জেনে
শুনে দেন, নাকি না বুঝে এমনিতে মুখস্ত বলে দেন?
৪. আপনি ইসলামের অনেক গল্প অনেক ইতিহাস বলে থাকেন, আপনি কি
কোথাও পেয়েছেন আপনি যে রাজনীতি করেন সেটা ইসলামের বিধান
অনুসারে করতেছেন?
৫. টকশোতে আপনার বক্তিতা দেখলে মনে হয় আপনি অনেক লেখা পড়া
করে আসেন। কিন্তু যখন কোনআন ও হাদিসের কথা বলেন তখন
মনে হয় আপনি কোরআন হাদিছ ভালভাবে দেখে আসেন না। বরন
যেভাবে সেভাবে কোরআন হাদিসের ব্যাখা করেন। কোরআনের শুধু অর্থ
বললেই তা বলা শেষ হয়। কোরআনে অনেক তাফশীর আছে সেগুলো
দেখেন কিনা?
আপনার প্রতি আমার পরামর্শ কোরআনের আয়াত বললে একটু সহীহ শুদ্ধভাবে বলার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াতে আপনার অনেক ভূল হয়। আপনাকে আমি অনেক পচন্দ করি তাই কথাগুলো লেখলাম।
বিষয়: বিবিধ
১৪৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন