[b]প্রথম দিন থেকে আমি কেন শাহবাগ চত্বরের বিরুধী? পর্ব ১ [/b]
লিখেছেন লিখেছেন মুিনর ২২ মার্চ, ২০১৩, ০১:২৫:২৬ দুপুর
বর্তমান সময়ে পৃথিবীর যেদিকে তাকাই দেখি তারুণ্যের জয়জয়কার।শুনি তারুণ্যের জয়গান। দেশে বিদেশে সাম্প্রতিক সময়ের একটি বহুল আলোচিত ইস্যু হল তারুণ্য। ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচারবিরোধী এ আন্দোলন গ্রহণযোগ্যতা পেয়েছে বিশ্বব্যাপী।আমাদের দেশের তরুণরা ও এর থেকে পিচিয়ে নেই।
আর প্রতিটি আন্দোলনে অধিনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তরুণরাই। তারুণ্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক, অসত্যের বিরুদ্ধে সত্যের প্রতীক। অন্যায়ের বিরোধিতাই তারুণ্যের ধর্ম। অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না, দিতে পারে না। তারুণ্যের হুংকার দেশ ও স্বাধীনতাবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। তারুণ্য কোন বাধা মানে না। মানে না কোনো দলের গন্ডি। এর ব্যত্যয় ঘটলে সেটাকে আর যাই বলুক তারুণ্য বলা চলে না।
ইতিহাস তাই সাক্ষ্য দেয়। তাইতো ৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর স্বাধীনতা আন্দোলন আর ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তরুণরা ছিল সোচ্চার। এসব ক’টি আন্দোলনে অন্যায়কে পদদলিত করেছে এ তরুণরাই। জয় হয়েছে সত্যের। ভেসে গেছে অন্যায় রক্তের বন্যায়। আমাদের দেশে বিদেশ হইতে কোটি কোটি টাকা রিমিটেন্স পাঠাইয়ে আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছে অধিকাংশ তরুণরাই।
শাহবাগ চত্বর। বাংলাদেশের একটি অতি গরুত্বপূর্ণ স্থান। এর রয়েছে গৌরবময় ইতিহাস-ঐতিহ্য। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এর গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। বেশ ক’দিন ধরে শাহবাগ চত্বর থেকে কানে ভেসে আসছে তরুণ্যের গর্জনের কথা। তারুণ্য মানুষের অহংকার। আমি নিজে একজন তরুণ। প্রথম খেকে আমি শাহবাগের তরুন প্রজম্মের এ আন্দোলনকে সমর্থন করতে পারি নাই।
প্রথম দিন থেকে আমার কেন জানি মনে হল শাহবাগ চত্বর বর্তমান ফ্যাসিবাদ সরকারের একটা ষড়যন্ত্র। বিশেষ করে মঞ্চে যাদেরকে দেখলাম এরা অনেকে আমরা যারা ব্লগে লেখাখেলি করি তাদের সবারই পরিচিত। এরা আমাদের পরিচিত নাস্তিক তরুন হিসাবে দেশপ্রেমিক হিসাবে নয়। এদের অধিকাংশ লেখা ইসলাম বিদ্বেষী বা ধর্ম বিদ্বেষী অনেক ক্ষেত্রে মানবতা বিদ্বেষী। "চলবে"
বিষয়: বিবিধ
১৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন