ইসলামের দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার

লিখেছেন লিখেছেন সালাম আজাদী ০৯ এপ্রিল, ২০১৪, ০১:৩৬:১৫ দুপুর



প্রথমতঃ আল্লাহর পক্ষ থেকে আসা সুসংবাদ। এর লক্ষণ হল এতে কিছু না কিছু দিক নির্দেশনা থাকে। এই স্বপ্ন দেখার পার মন ভাল লাগে।

দ্বিতীয় প্রকার স্বপ্ন হলোঃ মানুষের মনে আবর্তিত বিষয় স্বপ্ন হয়ে ফুটে ওঠে। এর কোন মূল্য বা গুরুত্ব নেই।

তৃতীয় এক ধরণের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে। যা সব সময় বিশ্বাসীদের মনে ভয় ধরিয়ে দেয়ার জন্য দেখানো হয়।

এই ধরণের স্বপ্ন দেখার পরে ৪টি কাজ করতে পারেনঃ বাম পাশে থুথু ফেলানোর শব্দ করবেন, আউযু বিল্লাহ পড়বেন, এই স্বপ্ন সম্পর্কে কাওকে বলবেন না, এবং খুব ভীতিকর হলে উঠে দুই রাকাত নামাজ পড়ে নেবেন

বিষয়: বিবিধ

১৬৮৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205027
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪১
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
205032
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫১
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : পড়ে ভালো লাগলো। শুকরিয়া।
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৮
154414
সালাম আজাদী লিখেছেন : জাযাকিল্লাহু খায়রান
205037
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হাবিজাবি ঘোড়ারডিম মার্কা যে স্বপ্নগুলো দেখি, তা কি ২য় ক্যাটাগরিতে পড়ে? Oh go On
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৪
153977
ইমরান ভাই লিখেছেন : ঘোড়ারডিম!!!! এটা কেমনে পইলা?? Thinking Thinking এজন্যই তোমার স্বপ্ন হাবিজাবি Waiting Waiting তোমার স্বপ্নর ঘোড়ারডিম ক্যাটাগরীর Tongue Tongue
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৭
153982
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তাহলেতো আরও এক ভাগ করা যাবে, ইমরান দাদা Tongue Tongue
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৮
154415
সালাম আজাদী লিখেছেন : হুমম
205076
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৯
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : পিলাচ
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৮
154416
সালাম আজাদী লিখেছেন : Happy
205088
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সারা রাত স্বপ্ন দেখি,
মাগার
সকালে ঘুম থেকে উঠার আগেই মন থেইক্যা ধুয়ে মুইচ্ছা ভুইলা যায়।
এক্কান স্বপ্নও মনে রাইখবার পারি ন।
ওস্তাদ! স্বপ্নগুলানরে মনে রাইখবার জন্য কুনো স্বপ্ন দেখন যায় না?
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৮
154417
সালাম আজাদী লিখেছেন : যাবেনা কেন?
205089
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২১
রুপালী নদী লিখেছেন : ভালো লাগলো
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৯
154418
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান
205163
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৪
শিশির ভেজা ভোর লিখেছেন : ধন্যবাদ ভালো পরামর্শের জন্য।
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৯
154419
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান
205440
১০ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৮
কেলিফোরনিয়া লিখেছেন : পিলাচ Love Struck Love Struck ^Happy^
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০০
154420
সালাম আজাদী লিখেছেন : Good Luck Happy
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০০
154421
সালাম আজাদী লিখেছেন : Good Luck Happy
205441
১০ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৯
কেলিফোরনিয়া লিখেছেন : ভালো লাগলো।
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০০
154422
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান
১০
205521
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৪
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০০
154423
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান
১১
205522
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৫
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম স্যার।
আপনার ব্লগে এটা আমার প্রথম মন্তব্য।
আপনার লেখার একজন পাঠক আমি, কিন্তু মন্তব্য করার সাহস করতে পারিনা।
আলহামদুলিল্লাহ আজকে এ পোষ্টটি দেখে সাহস করলাম।
আমার স্বপ্ন নিয়ে কিছু অভিজ্ঞতা বলিঃ
১, স্বপ্ন বাস্তব হয়ে যায় অনেক সময়।
২, স্বপ্নে আমি শয়তানের সাথে লড়াই করি।
৩, কিছু ঘটনা বাস্তব জীবনে ঘটে তখন মনে পড়ে এটা আমি স্বপ্নে দেখেছি।
৪, স্বপ্নে যদি কোন খারাপ কিছু করে ফেলি তখন স্বপ্নেই তওবা করি আর ঘুম থেকে উঠে দেখি আমার তওবার কান্নায় আমার বালিশ ভিজে গেছে।
৫, আমি আগে নুরানি সুরত অবলোকন করতাম স্বপ্নে....একজন মানুষকে একবার দেখেছিলাম তার নাম বলা হয়েছিলো আব্দুল্লাহ বিন মাসউদ (রা.)
৬, এমনকি স্বপ্ন থেকে আমি আমালো পেয়েছি....
যেটি কুরআন এবং হাদীস এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
Good Luck এখন স্যার আমার করনীয় কি?
সুন্দর পোষ্টটির জন্য আন্তরিক ধন্যবাদ স্যার।
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০১
154424
সালাম আজাদী লিখেছেন : ভালো স্বপ্ন দেখলে শুকরিয়া আদায় করতে হয়, আর ঐ স্বপ্নের কথা টা কাওকে বলতে হয়না
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৭
154437
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : রাহ'বার, তুমিতো, মাশা-আল্লাহ, মুত্তাক্বীনদের একজন। দু'য়া করি আল্লাহ্ তোমার উপর সন্তুষ্ঠ হোন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File