ইসলামের দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার
লিখেছেন লিখেছেন সালাম আজাদী ০৯ এপ্রিল, ২০১৪, ০১:৩৬:১৫ দুপুর
প্রথমতঃ আল্লাহর পক্ষ থেকে আসা সুসংবাদ। এর লক্ষণ হল এতে কিছু না কিছু দিক নির্দেশনা থাকে। এই স্বপ্ন দেখার পার মন ভাল লাগে।
দ্বিতীয় প্রকার স্বপ্ন হলোঃ মানুষের মনে আবর্তিত বিষয় স্বপ্ন হয়ে ফুটে ওঠে। এর কোন মূল্য বা গুরুত্ব নেই।
তৃতীয় এক ধরণের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে। যা সব সময় বিশ্বাসীদের মনে ভয় ধরিয়ে দেয়ার জন্য দেখানো হয়।
এই ধরণের স্বপ্ন দেখার পরে ৪টি কাজ করতে পারেনঃ বাম পাশে থুথু ফেলানোর শব্দ করবেন, আউযু বিল্লাহ পড়বেন, এই স্বপ্ন সম্পর্কে কাওকে বলবেন না, এবং খুব ভীতিকর হলে উঠে দুই রাকাত নামাজ পড়ে নেবেন
বিষয়: বিবিধ
১৬৮৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাগার
সকালে ঘুম থেকে উঠার আগেই মন থেইক্যা ধুয়ে মুইচ্ছা ভুইলা যায়।
এক্কান স্বপ্নও মনে রাইখবার পারি ন।
ওস্তাদ! স্বপ্নগুলানরে মনে রাইখবার জন্য কুনো স্বপ্ন দেখন যায় না?
আপনার ব্লগে এটা আমার প্রথম মন্তব্য।
আপনার লেখার একজন পাঠক আমি, কিন্তু মন্তব্য করার সাহস করতে পারিনা।
আলহামদুলিল্লাহ আজকে এ পোষ্টটি দেখে সাহস করলাম।
আমার স্বপ্ন নিয়ে কিছু অভিজ্ঞতা বলিঃ
১, স্বপ্ন বাস্তব হয়ে যায় অনেক সময়।
২, স্বপ্নে আমি শয়তানের সাথে লড়াই করি।
৩, কিছু ঘটনা বাস্তব জীবনে ঘটে তখন মনে পড়ে এটা আমি স্বপ্নে দেখেছি।
৪, স্বপ্নে যদি কোন খারাপ কিছু করে ফেলি তখন স্বপ্নেই তওবা করি আর ঘুম থেকে উঠে দেখি আমার তওবার কান্নায় আমার বালিশ ভিজে গেছে।
৫, আমি আগে নুরানি সুরত অবলোকন করতাম স্বপ্নে....একজন মানুষকে একবার দেখেছিলাম তার নাম বলা হয়েছিলো আব্দুল্লাহ বিন মাসউদ (রা.)
৬, এমনকি স্বপ্ন থেকে আমি আমালো পেয়েছি....
যেটি কুরআন এবং হাদীস এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
এখন স্যার আমার করনীয় কি?
সুন্দর পোষ্টটির জন্য আন্তরিক ধন্যবাদ স্যার।
মন্তব্য করতে লগইন করুন