মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি কান্দাহারে
লিখেছেন লিখেছেন টোকাই বাবু ০৯ এপ্রিল, ২০১৪, ০১:২২:২১ দুপুর
মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি আফগানিস্তানের কান্দাহারের কাছে অবতরণ করেছে এবং বিমানটির যাত্রীরাও সুস্থ রয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার একটি দৈনিক ‘সেকোভোস্কি কমসু মুলিতস’ এর।
এই রুশ দৈনিক নাম প্রকাশ না করেই কয়েকটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সেই বিমানটি এখন কান্দাহারের কাছে রয়েছে এবং বিমানটির একটি ডানা ভেঙে গেলেও সব যাত্রী বেঁচে আছেন।
দৈনিকটি লিখেছে, সৌভাগ্যক্রমে সব যাত্রীই বেঁচে আছেন, তবে তাদের অবস্থা খুব একটা ভালো নয়। যাত্রীরা সাতটি গ্রুপে বিভক্ত হয়েছেন এবং বিমানটির অপহরণকারী সন্ত্রাসীরা সম্ভবত আমেরিকা কিংবা চীন সরকারের সাথে আলোচনা করতে চায়। বিমানটি এক মালয়েশিয়ান ছিনতাই করেছে। তার ডাক নাম ‘হিচ’।
বিমান চালনা বিষয়ক বিশেষজ্ঞ ইয়েফজিনিভ কাজমিনোভ জানিয়েছেন, বোয়িং ৭৭৭ বিমানটি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মাটির রাস্তা বা রানওয়েতে অবতরণ করতে সক্ষম, যদিও এ ধরনের জরুরি অবতরণের ফলে বিমানের কোনো কোনো যন্ত্রাংশ ধ্বংস বা নষ্ট হয়ে যায়।
The Moskovsky Komsomolets
আরেকটি পত্রিকার নিউজ লিংক Click this link
বিষয়: বিবিধ
১২৭৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
:
কনফিযেন্স খুবই ভালা
তাইতো আমি তথ্য দিচি. . .
ভালা কইরা ওয়াচ করছেন তো।
একজন বলে ভারতে একজন বলে চীনে, একজন বলে মালেশিয়ায়,একজন বলে সাগরে সব শেষ
আরেকজন বলে কান্দাহারে,
আমার মাথা তো ঘুরানি দিচ্ছে ভাই , কেউ থাকলে আমারে ধর
তবে দেখা যাক,এর শেষটা কোথায়
:
দু'আর করতে পারেন এ কিউ এম ইব্রাহীম ভাই
মন্তব্য করতে লগইন করুন