আওয়ামী লীগের আরেকজন মানুষ সাবেক সিটি মেয়র হিরন আর নেই।

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ০৯ এপ্রিল, ২০১৪, ০২:০১:৩৯ দুপুর

অনেকেই প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগে কি কোন মানুষ নেই। আসলে দুষ্টু লোকেরা বলে " তুই মানুষ না আওয়ামীলীগ"

এলাকায় হিরন একজন সজ্জন ভদ্রলোক হিসেবে পরিচিত। বরিশাল ছাড়া বাকী সিটি কর্পরেশনে আওয়ামী লীগ গো হারা হারলেও বরিশালে ্মাত্র কয়েকশ ভোটে হেরেছে। এটা শুধুমাত্র হিরনের মানবিক গুনাবলীর কারনে। যাদের মধ্যে মানবিক গুনাবলী ও ব্যাক্তিত্ববোধ আছে তারা শেখ হাসিনার আওয়ামী লীগ করে না। তাদের মধ্যে জীবিতদের মধ্যে অন্যতম হলেন-

ডঃ কামাল হোসেন

বংগবীর কাদের সিদ্দিকী

অধ্যাপক আবু সাইয়িদ

মাহমুদুর রহমান মান্না

সুলতান মনসুর আহমেদ

ফেরদোস আহমেদ কোরেশী

নুরে আলম সিদ্দিকি

শফিউল আলম প্রধান প্রমুখ

কারন তারা জানেন মনুষ্যত্ববোধ ও ব্যাক্তিত্ববোধ থাকলে আওয়ামীলীগ করা যাবে না। তাই তারা নিরবে সরে গেছেন অথবা যাচ্ছেন। যারা যেতে পারছেন না তারা অকালে মারা যাচ্ছেন, যাদের একজন হিরন।

যারা আওয়ামী লীগ করে তাদের মনুষ্যত্ব যে প্রশ্নবিদ্ধ তা পত্রিকা,টিভি খুললেই ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লিগের কর্মকান্ডে পরিলক্ষিত হয়।

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205066
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১২
205071
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৭
শের খান লিখেছেন : কোন টা নিষিদ্ধ করা হবে।একটা ভারতের তাবেদার,আর একটা পাকিস্তানের তাবেদার।মাঝখানে আমরা সাধারন জনগণ এদের চাপা চাপিতে অস্থির।
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩১
153987
মাজহার১৩ লিখেছেন : লাইন পাইছেন।
205161
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৪
শিশির ভেজা ভোর লিখেছেন : ইন্নালিল্লাহে অনইন্নাএলাইহে রাজিউন
205198
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
শেখের পোলা লিখেছেন : "অন্যায় যে করে, অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণসম দহে"৷
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
154137
মাজহার১৩ লিখেছেন : অনেকেই তো অন্যায় সহ্য করতে না পেরে বের হয়ে যাচ্ছে।
206039
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫১
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আল্লাহ তায়ালা যেন তার অতীতের অপরাধ সমূহ মার্জনা করে জান্নাত নসিব করেন। আমীন
১২ এপ্রিল ২০১৪ সকাল ১০:২২
155062
মাজহার১৩ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File