কবিতাতেই জাগি
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৬ নভেম্বর, ২০১৪, ১১:৩০:৪২ রাত
কবিতাতেই জ্বালাও আগুণ
কবিতাতেই গুলি,
কবিতাতেই হটাও শকুন
উফড়াও তার খুলি।
কবিতাতেই মানুষরূপী
হায়েনাদের মারো,
কবিতাতেই ধর্ষকদের
জানটা আজি কাড়ো।
কবিতাতেই ঘুষখোরদের
ছিদ্র করো ভুরি,
মুখোশধারী শয়তানদের
নাও কেড়ে নাও ঝুড়ি।
কবিতাতেই সন্ত্রাসীদের
আস্তানায় দাও হানা,
ঘৃণায় ছিটাও থু থু তারে
অন্ধ যে দল কানা।
কবিতাতেই নকলবাজি
দখলবাজির ঘাড়ে,
আঘাত হানো নজরুল হই
বুঝবে হাড়ে হাড়ে।
কবিতাতেই চাঁদাবাজ আর
খুনী কে দাও তাড়া,
হয় না যেন মাতা পিতা
কিংবা স্বজন হারা।
কবিতাতেই কথা বলার
স্বাধীনতা আনো,
কন্ঠ রোধের ষড়যন্ত্রের
মূলে আঘাত হানো।
কবিতাতেই কাঁপাও আবার
স্বৈরাচারীর ভীতে,
গুলি বোমা জল কামানের
মুখেই আসুন জিতে।
কবিতাতেই জাগাও স্বদেশ
গণতন্ত্রের লাগি,
কবিতাতেই জাগি আসুন
কবিতাতেই জাগি।
বিষয়: সাহিত্য
৮২৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন কবিতা আরো চাই
সময় এসেছে গর্জে উঠার
আম জনতা জাগছে এবার
ভাদা পাদা কাঁপছে ভয়ে
পথ যে নেই পালাবার !
মন্তব্য করতে লগইন করুন