কবিতাতেই জাগি

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৬ নভেম্বর, ২০১৪, ১১:৩০:৪২ রাত

কবিতাতেই জ্বালাও আগুণ

কবিতাতেই গুলি,

কবিতাতেই হটাও শকুন

উফড়াও তার খুলি।

কবিতাতেই মানুষরূপী

হায়েনাদের মারো,

কবিতাতেই ধর্ষকদের

জানটা আজি কাড়ো।

কবিতাতেই ঘুষখোরদের

ছিদ্র করো ভুরি,

মুখোশধারী শয়তানদের

নাও কেড়ে নাও ঝুড়ি।

কবিতাতেই সন্ত্রাসীদের

আস্তানায় দাও হানা,

ঘৃণায় ছিটাও থু থু তারে

অন্ধ যে দল কানা।

কবিতাতেই নকলবাজি

দখলবাজির ঘাড়ে,

আঘাত হানো নজরুল হই

বুঝবে হাড়ে হাড়ে।

কবিতাতেই চাঁদাবাজ আর

খুনী কে দাও তাড়া,

হয় না যেন মাতা পিতা

কিংবা স্বজন হারা।

কবিতাতেই কথা বলার

স্বাধীনতা আনো,

কন্ঠ রোধের ষড়যন্ত্রের

মূলে আঘাত হানো।

কবিতাতেই কাঁপাও আবার

স্বৈরাচারীর ভীতে,

গুলি বোমা জল কামানের

মুখেই আসুন জিতে।

কবিতাতেই জাগাও স্বদেশ

গণতন্ত্রের লাগি,

কবিতাতেই জাগি আসুন

কবিতাতেই জাগি।

বিষয়: সাহিত্য

৮২৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284987
১৬ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৪
ফেরারী মন লিখেছেন : জাজাকআল্লাহ... অনেক সুন্দর হয়েছে । অনেক ভালো লাগলো পড়ে ... চালিয়ে যান।
১৭ নভেম্বর ২০১৪ রাত ১২:১৩
228302
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
284993
১৭ নভেম্বর ২০১৪ রাত ১২:১২
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো ভাইয়া।
১৭ নভেম্বর ২০১৪ রাত ১২:১৫
228303
বিদ্রোহী কবি লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকেও,আপনারাই আমার প্রেরণার উৎস
285019
১৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৪০
আফরা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ ।
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
228540
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
285022
১৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৫
বড়মামা লিখেছেন : ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
285045
১৭ নভেম্বর ২০১৪ রাত ০২:২০
আব্দুল গাফফার লিখেছেন :
এমন কবিতা আরো চাই
Good Luck Good Luck Good Luck Rose Rose

সময় এসেছে গর্জে উঠার
আম জনতা জাগছে এবার
ভাদা পাদা কাঁপছে ভয়ে
পথ যে নেই পালাবার !

১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
228541
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
285168
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। Excellent Excellent Thumbs Up Thumbs Up
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
228542
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File