জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ। জয় পেয়েও ট্রফি স্পর্শ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৬ নভেম্বর, ২০১৪, ১১:২৮:১৭ রাত



এই প্রথম এমন কান্ড। লজ্জিত হইনি। লজ্জা পাচ্ছি না।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষটিতে ১৮৬ রানের জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে দেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে তিন ম্যাচ সিরিজে প্রতিপক্ষকে প্রথম বারের মতো হোয়াইটওয়াশ করার অনন্য এক কৃর্তি অর্জন করলো বাংলাদেশ ক্রিকেট টিম

খেলা করলো বাংলাদেশ ক্রিকেট টিম। তাদের জয়ের স্বাদ নিমিষেই শেষ। হতাশ।

বাংলাদেশ ক্রিকেট টিমের ইতিহাস, জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ। কিন্তু জয় পেয়েও ট্রফি স্পর্শ করতে দেয়া হয়নি।

টেস্ট খেলা শেষ। সিরিজ জিতল বাংলাদেশ। তারপরও বিজয়ী বাংলাদেশ দলের সদস্যরা আজ বিজয়ের ট্রফি স্পর্শ করতে পারেনি। আজ শুধু ‘উইনার’ লেখা বোর্ড সামনে রেখে ঠিকই ছবি তুলল বাংলাদেশ দল। কিন্তু সেই ছবিটায় থেকে গেল সবচেয়ে বড় শূন্যতা। বাংলাদেশের ছবিতে ‘উইনার ট্রফি’টাই যে নেই। কারণটা বিসিবি ও শেখ হাসিনা।

২০০৫ সালে চট্টগ্রামেই জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছিলেন বাংলাদেশ। এরপর তুমুল করতালির বৃষ্টিতে ভিজতে ভিজতে উপচে পড়া গ্যালারি অভিবাদন বাংলাদেশ দল গ্রহণ করেছিল পুরো মাঠে চক্কর দিয়। হাতে ছিল প্রাণের লাল-সবুজ জাতীয় পতাকা। আনন্দের বন্যায় ট্রফি হাতে সারা মাট চক্কর।



এই প্রথম যে টেস্টে কোনো দলকে ৩-০ ব্যবধানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে ম্যাচ-সেরার পুরস্কার দেওয়া হলো মুমিনুলকে, বাংলাদেশের সবচেয়ে ‘ভ্যালুয়েবল’ খেলোয়াড় হিসেবে পুরস্কার পেলেন তাইজুল ইসলাম, সিরিজ সেরার পুরস্কারও দেওয়া হলো সাকিবকে। কিন্তু ব্যক্তিগত পুরস্কারেই সীমাবদ্ধ থাকল সব আয়োজন। আসল ট্রফিটাই দেওয়া হলো না ! সিরিজ জিতেও মুশফিকুর রহিমের হাতে উঠল না সিরিজের ট্রফি! বাংলাদেশ ক্রিকেট টিম বিজয়ের পর ও ট্রফি ছাড়া ফিরে এলো।

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284985
১৬ নভেম্বর ২০১৪ রাত ১১:৪০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : খেলার মাঠেও জামাতী রাজনীতি?
284994
১৭ নভেম্বর ২০১৪ রাত ১২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সিরিজ হেরেও জিম্বাবুয়ের খেলোয়াড়রা হাসার ভাল কারন পেল!!
হেরেছি তো কি হয়েছে ট্রফি তো ওরা পায়নি!!!
285027
১৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৪
বড়মামা লিখেছেন : এখনে শিবিরের হাত আছে।
285084
১৭ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৫৪
মামুন লিখেছেন : কেন দেয়া হল না ট্রফিটা? সে ব্যাপারে আলকপাত করতে পারতেন।
১৭ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১৫
228374
হতভাগা লিখেছেন : http://epaper.prothom-alo.com/view/dhaka/2014-11-17/1
285087
১৭ নভেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
হতভাগা লিখেছেন : বাংলাদেশ খুবই ভাল খেলেছে এই সিরিজে । কি বোলিংয়ে , কি ব্যাটিংয়ে । টপ অর্ডারের ব্যাটস্‌ম্যানরা ভাল রান করেছে নিয়মিত । ইনিংসে ৫ বা ততোধিক উইকেট পাওয়া হয়েছে ৪ বার । শেষ টেস্টে জিম্বাবুয়ের শেষ ইনিংসে সাকিবকে লাগে নি । রুবেল , শফিউল, জুবায়ের আর তাইজুলরাই কাজ সেরে দিয়েছে ।

১ম টেস্টের ২য় ইনিংসে তাইজুলের ৮ উইকেট এ বছরের ২য় সেরা বোলিং ।

আর সাকিব তো ইমরান , ইয়ান বোথামের লেভেলে চলে এসেছে !

আল'হামদুলিল্লাহ যে বাংলাদেশ টেস্টে ভাল করেছে , কারণ এ নিয়ে বাংলাদেশকে কুলিন সমাজের অনেক নাক সিঁটকানি সইতে হয়েছে ।
এখন এই সাফল্য ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে ।

আশা করি ইন শা আল্লাহ ওয়ান ডে ও টি২০তেও ভাল করবে বাংলাদেশ।
285169
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৪

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File