♠♠কখনো কখনো একটু অনুপ্রেরণা জীবনটাকে একদম বদলে দেয়♥♥
লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ১৬ নভেম্বর, ২০১৪, ১১:৪০:৩০ রাত
দু'জনের জীবন মানেই নিজ নিজ কাজের ভার বয়ে নেয়া। তাই বলে অনেকদিন হয়ে গেছে, দু'জনকে চিনে গেছি বলে সব সাদামাটা হয়ে যাবে? বলুন তো, কাপড় ক'দিন পরার পর একটু নতুন করে ধুয়ে নিই না আমরা? তাতে সুগন্ধি লাগিয়ে নিই না? সম্পর্কটাকেও মাঝে মাঝে একটু ঝালাই করে নিতে হয়।
আপনার বর তো প্রতিদিন কতকিছুই করেন, কেনাকাটাও করেন। তার আনা যে জিনিসটা ভালো লেগেছে, একটু প্রশংসা করলে কী এমন হয়ে যাবে? আপনার স্ত্রী তো প্রতিদিন রেঁধেই চলেছেন আপনার জন্য। তরকারিটা ভালো লাগলো, স্বাদ করে খেতে খেতে একটু বলুনই না আপনার ভালো লাগার কথাটা...
কখনো কখনো সুন্দর একটু প্রশংসা, একটু অনুপ্রেরণা জীবনটাকে একদম বদলে দেয়, মোড় ঘুরিয়ে দেয় চিন্তার, ভালোলাগা আর ভালোবাসার বন্যা এনে দেয়। দেখবেন, হয়ত আনন্দে তার চোখে পানি এসে যাবে। মুছে দিতে গিয়ে বুঝবেন -- অল্প কিছুর মাঝেই কত আনন্দ মিশে থাকতে পারে...
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চিন্তা নাড়িয়ে গেলো সুন্দর সাবলীল এই উপস্হাপনা!ঐক্যমত পোষণ করছি! অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে!!
মন্তব্য করতে লগইন করুন