অপেরা মিনি দিয়ে মোবাইলে বাংলা দেখুন

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৮ মার্চ, ২০১৩, ০৫:০৯:৫২ বিকাল



আপনার মোবাইলে বাংলা না থাকলেও আপনি মোবাইলে বাংলা পড়তে বা দেখতে পারবেন, এজন্য আপনাকে অবশ্যই মোবাইলে অপেরা মিনি ব্রাউজারটি ব্যাবহার করতে হবে। অপেরা মিনি ব্রাউজার দিয়ে মোবাইলে বাংলা পড়ার জন্য এই স্টেপ গুলা ফলো করুন

মোবাইল থেকে ডাউনলোড করতে যান http://mini.opera.com এ ।

অপেরামিনির সর্বশেষ ভার্সন opera mini next ডাউনলোড করতে যান http://mini.opera.com/next এ ।

তারপর আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

ইন্সটল হয়ে গেলে অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার'এ লিখুন about:config অথবা opera:config (www. ছাড়া লিখতে হবে)

কিছুক্ষন অপেক্ষা করুন কিছু অপশন আসবে । সবার শেষে যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts)

এখানে yes করে দিন। এবার save এ ক্লিক করুন ।

এখন থেকে আপনি মোবাইল থেকে অপেরা মিনি বাউজার দিয়ে বাংলা পড়তে পারবেন।

@ অবশ্যই মনে রাখবেন এভাবে বাংলা আপনার মোবাইলে bitmap image আকারে লোড হবে, এর ফলে আপনার ব্রাউজার স্বাভাবিক ইংরেজি টেক্সট এর চাইতে বাংলা দেখানোর জন্য বেশি ডাটা ইউজ করবে।

বিষয়: বিবিধ

২০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File