মক্কা-মদিনার স্মৃতি : পর্ব-(১৪) ব্লগারদের ভালোবাসা

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৬ মে, ২০১৬, ০৮:৪৮:৩০ রাত



হাবিব ভাইকে আর নিয়ে আসতে পারিনি। শ্বশুরপক্ষ আসতে দেয়নি। আমি চলে আসলাম তিনি আসলেন পরের দিন। এদিকে নেট জগতের অনেকেই যোগাযোগ রেখেছিলেন। আব্দুল গাফ্ফার ভাই এর কথা আর কি বলব, উনি ও বার বার ফোন করে খবর নিচ্ছেলেন। আমরা কোথায় আছি, কি খাচ্ছি , কি অবস্হা আমাদের , উনি মক্কা থেকে বহু দুরে থাকেন চেষ্টা ও করেছেন ছুটি নিতে কিছু সময় আড্ডা দিতে। শেষ র্পযন্ত আসতে না পেরে ফোনে আবেগাপ্লুত হয়ে বললেন, ভাই আসাতে পারছিনা, মনে কিছু না নিলে আপনার মোবাইলে সামান্য রিচার্জ পাঠিয়ে দেই , আমি ও বলেছিলাম আচ্ছা ঠিক আছে! একটু সামনে এগুতেই আমার টনক নড়ে উঠল আমি কি বললাম ঠিক আছে! ঠিক আছে আমি একারনে বলেছি না বুঝে। ঐ সময় গাফ্ফার ভাইএর সাথে বলে ছিলাম আমার মোবাইল সিমে নেট আসেনা কেন? কি করলে নেট আসবে। একথার মাঝেই উনি রিচার্জ এর কথাটি বলে ছিলেন । কল ব্যাক করেই হাসলাম কিছু সময়। বললাম ভাই আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ কিছুই লাগবেনা। দোয়া করবেন আমাদের জন্য।

রিয়াদ থেকে ফখরুল ইসলাম ভাই ও আসার জন্য ১০০% ইচ্ছা থাকা সত্যে ও আসতে পারেন নাই । কারন উনি থাকেন রিয়াদে। মক্কা থেকে রিয়াদ ১৫/১৬ ঘন্টার পথ। তার পরও আসতে চেয়ছেন। অনেক বার ফোন করেছেন আমাদের খোঁজ খবর নিচ্ছেন। কি করবেন উনার ডিউটি সকাল ৮টা থেকে রাতের ১১ টা পর্যন্ত অফিস করতে হয়। সাপ্তাহের ২ ছুটির দিনেও অফিসে যেতে হয়। এত ব্যাস্ততা প্রবাসীদের কর্মজীবনে এমনটাই হয়ে থাকে। তা আমরা ভাল করে জানি । এতে ফখরুল ভাই দু:খ পাবার কিছু নেই। ভাইজান যে আসতে চেয়েছে, তার ফলে যে আন্তরিকতা আর ভালবাসা পেলাম তা ভুলতে পারবোনা।

আরো একজন লোকমান ভাই, সেতো ফোন করেই ঝাড়ি উপরে ঝাড়ি তবে ঝাড়ি খারাপনা ভাল , কারন উনার নাম্বার দিয়েছিলেন আমাকে উমরা যাবার আগেই ফেইসবুকে। আমি ফোন দেই নাই।আমি যে নেটওয়ার্ক এর বাহিরে ছিলাম তাই ফেইসবুক ওপেন করতে পারিনি।  যাহোক উনি ও প্রবাসের ব্যাস্ত সময়েও কয়েক বার ফোন করে খবর নিয়েছিলেন।আন্তরিকতার সাথে। একারনে আমার এই প্রান প্রিয় অবিবাহিত লোকমান ভাই এর জন্য ও শুভকামনা।

সব শেষে বলতে চাই, যিনি অনেকের সাথে এই যোগাযোগের শিকড় গজিয়ে দিয়েছিলেন উনি আর কেহু নয়। তিনি হচ্ছেন আমাদের অনেকের প্রাণপ্রিয় স্বনামধন্য, র্কমঠ, পরিশ্রমী, শিক্ষানুরাগী, লেখক, গবেষক, সমাজসেবক, সংস্কৃতিকর্মি, পর-উপকারী শ্রদ্ধেয় বীর বাহাদুর বাহার ভাই। অসংখ্য সালাম এবং দোয়া অন্তরের অন্তস্থল থেকে।

আর যে সকল ব্লগারেরা দোয়া চেয়েছিলেন সকলের জন্য কাবার গীলাফ দরে দোয়া করেছি।:- egypt12 ভাই♥দুষ্টু পোলা ভাই ♥সুর্যের পাশে হারিকেন ভাই ♥নেহায়েৎ ভাই ♥ভিশু ভাই♥ঞ্জাম খানের খোলা চিঠি ভাই ♥জাকির হোসাইন আজামী ভাই ♥আবু আশফাক ভাই ♥চাটিগাঁ থেকে বাহার ভাই ♥বিদ্রোহী নজরুল ভাই♥নোমান২৯ ভাই♥মোবারক ভাই♥মাটিরলাঠি ভাই ♥ইশতিয়াক আহমেদ ভাই ♥আজব মানুষ ভাই ♥আইল্যান্ড স্কাই ভাই ♥ পুস্পিতা অাপু, ♥ইমরান ভাই,  ♥হতভাগা , ♥হারিয়ে যাবো তোমার মাঝে ,♥বাকপ্রবাস , ভাই♥গ্যাঞ্জাম খানের খোলা চিঠি, ♥ প্রিয় রিদওয়ান কবির সবুজ ভাই♥বাজলবী , ভাই♥প্যারিস থেকে আমি ভাই♥ সহ অনেকের জন্য..। 

চলবে........

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369326
১৬ মে ২০১৬ রাত ১০:৩৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমার জন্যও দোয়া কইরেন ভাই। Praying Praying
369328
১৬ মে ২০১৬ রাত ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। হাবিব ভাই তবে মক্কায় ও জামাই অাদর পেয়ে...
369333
১৬ মে ২০১৬ রাত ১১:২৬
আবু জান্নাত লিখেছেন : বুঝা গেল ওমরার সাথে সাথে মজেছেন দারুন। অনেক অনেক ধন্যবাদ
369415
১৭ মে ২০১৬ বিকাল ০৪:৪৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ভাই। ওমরা পালনকালে শ্রদ্ধেয় ব্লগারগণকে আপনার দোয়ায় শামিল রেখেছেন জেনে অনেক ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File