মক্কা-মদিনার : স্মৃতি পর্ব-(৩)
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ৩০ এপ্রিল, ২০১৬, ০৮:৫৫:৩৮ রাত
কবে থেকে মানব ভ্রমণের সূচনা! এর জবাব কেউ দিতে পারবে কি না আমার জানা নেই।তবে আমার মনে হয় আদম ও হাওয়া (আ: ) এ ধরাতে নেমে আসার পরই একে অন্যকে খোঁজে পেতে ভ্রমন শুরু করেছিলেন। এর পরের ইতিহাস কেবল ভ্রমনের আর ভ্রমনের। মানুষ যুৎসই আবাসের আশায় দলে বলে ভ্রমন করেছে এক দেশ থেকে আরেক দেশে।
ভ্রমণ পিপাসু মানুষ পৃথিবীর নানা কোন থেকে দেখতে আসে সুন্দরবন আর বাংলার সাগরের বেলাভূমি।কক্সবাজার সমুদ্রসৈকত কাপ্তাই সিলেট সহ ছুটে যায় তারা পৃথিবী বিখ্যাত প্রাকৃতিক বিস্ময়গুলি দেখতে।
অপেক্ষার দোলাচলে থাকতে থাকতে জানতে পারলাম আমাদের বহুল প্রতিক্ষিত ওমরাহ ভিসা হয়েছে।এই শুভ সংবাদ শুনে শুরু হল নজরুল ভাইয়ের ফর্মুলা অনুযায়ী আমাদের কেনাকাটা । একটি লাগেজ যেটা ছিল ট্রলি সিসটেম, এহরামের কাপড়, বেল্ট, প্লাস্টিকের সেন্ডেল, সাবান, টুথ পেষ্ট, ব্রাশ, ওয়ান টাইম রেজার, নেইল কাটার, আতর, সেফটি পিন, কাগজ, কলম, চিরুনী, ক্রিম, ভ্যাসলিন।পরিধানের জন্য প্রয়োজনীয় জামা কাপড়। কাপড় ধৌত করার ঝামেলা থেকে বাঁচার জন্য বেশী করে কাপড়। খাওয়ার জন্য প্রয়োজনীয় শুকনো খাবার, টিস্যু পেপার, এক বোতল পানি।বমির অভ্যাস নেই আলহামদুলিল্লাহ্, থাকলে ২/৪টি পলিথিনের ব্যাগ নিয়ে নিতাম।আর মোবাইল সেট এবং মোবাইল চার্জার। আমাদের দুইজনের প্রয়োজনীয় সৌদী রিয়াল।
সাথে রাখার জন্য মানি ব্যাগে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নিকটাত্মীয়ের নাম ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত একটি চিরকুট। কুরআন হাদীস ও ইসলামী বই এবং ওমরাহ্ হজ্জের মাসলা মাসায়েল সংক্রান্ত একটি বই এবং একটি নোট। আর ওমরা পালনের জন্য পড়ালেখা ও চলছে। এক কথায় উমরাহ যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিশপত্র কিনে ২১ মে'র ১১:৩০ মিনিট এর অপেক্ষার প্রহর গুনছিলাম।
ইতোমধ্যে যোগাযোগ হচ্ছিল অনেক আত্মার আত্মীয় প্রায় সকল ভাইদের সাথেই। বিশেষ করে কাতারে সফল ব্যবসায়ী আব্দুর রশিদ ভাই, ব্যবসায়ী কন্ট্রাক্টর মামুন ভাই, ব্যবসায়ী আব্দুস সালাম ভাই, মিজান ভাই, সাইফুল ভাই ফেইসবুকের বন্ধুরা সহ অনেকে। সবাইর নাম লিখা সম্ভব না......
দেখা যায় কাতার থেকে কেউ যদি মক্কা ও মদিনা যাওয়ার নিয়্যত করে এবং সে ওমরাহ কিংবা হজ্জ যেটিই হোক না কেন, যখনই অন্য ভায়েরা শুনতে পায়, সকলেই সেই ওমরা বা হজ্জে গমনকারীর নিকট খালেছ নিয়্যতে দোয়া কামনা করে। যে সব ব্যক্তিরা নতুন করে হজ্জ বা ওমরায় গমনকারীর নিকট দোয়া চায়, দেখা যায় সে সব ব্যক্তিরা জীবনে বহুবার হজ্জ বা ওমরায় গিয়েছে। কিন্তু নতুন করে আবার যারাই আল্লাহর ঘর মক্কাতে কিংবা নবী করিম (সাঃ) এর ঘর মদিনাতে যায়, সে সব হাজীরা কি যে আবেগতাড়িত হয়ে আল্লাহর ঘরের এ মেহমানের নিকট দোয়া চায়, তা দেখে অবাকই হতে হয়েছে।
চলবে........ পর্ব -২
প্রথম পর্ব
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
প্রিয় ভাইজানকে আল্লাহ্ সুস্থতা দান করুক। সেই দোয়া অবিরত ..।
মন্তব্য করতে লগইন করুন