মক্কা-মদিনার : স্মৃতি
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৭ এপ্রিল, ২০১৬, ১১:১৪:৪৯ রাত
এই প্রবাস জীবনের হিসেবের খাতাটা বড্ড এলোমেলো,তবু থেমে থাকবার নয়। হিসেব মিলিয়ে দেখি পেয়েছি অনেক বৃথা যায়নি প্রবাস জীবন। একে একে পেরিয়ে এলাম বাকের পর বাক। ইসলামের মূল গ্রন্থ পবিত্র কুরআন বা রাসুলের (সা) হাদিস যদিও ছোটবেলা থেকে কিছু পড়েছি তবে এই পবিত্র কুরআন যেখানে নাজিল হয়েছিল পবিত্র নগরী মক্কা-মদিনায় সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি।
কিন্তু অনেক দিনের আশা পবিত্র মক্কা মদিনা নিজের চোখে দেখবো। পবিত্র কাবা শরীফে সালাত আদায় করব। রাসুল (স)-এর রওজা জেয়ারত করব। এ আকাঙ্ক্ষা সবসময় আমার দিলকে ব্যাকুল-বেকারার করে রাখে যে, হায়, একবার, শুধু একবার যদি হাজির হতে পারতাম সোনার মদীনায়! একবার যদি সৌভাগ্য হতো নবীজীর রওযায়, তোমার ঘরের দীদার লাভের আশায়, তোমার হাবীবের রওযা শরীফের যিয়ারাতের তামান্নায় প্রতীক্ষার দিন গুণেই যাবো ! আল্লাহ তা’য়ালা এই গুনাহগারের দোয়া কবুল করেছেন। গত ২১ মে ২০১৪ সালে। আলহামদুলিল্লাহ ।
তাই আমাকে আর আমার আত্মার আত্মীয় হাবিব ভাইকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। পাপমুক্ত হতে কাছে ডেকেছেন। পাপ-পূণ্যের দিকে না তাকিয়ে তিনি তার দয়ার চাদরে ঢেকে রেখেছেন। এত অফুরন্ত আনন্দ আমরা রাখি কোথায়! আমরা যে যাচ্ছি কাবায়। পরম দয়াময় আমাদেরকে ডেকেছেন। আয়! কাছে আয়! কি তোমাদের চাওয়া! আমায় বলে যা! কি তোমাদের দুঃখ বেদনা! আয়! কেঁদে যা আমার আঙিনায়!
পরম দয়াময়ের পবিত্র গৃহের ক্ষুদ্র অতিথির তালিকায় এ অভাজনদের নাম! রাসূলের পবিত্র রওজায় হাজির হওয়ার সৌভাগ্যবানদের মধ্যে আমরাও কি একজন! এ বিস্ময় যদি বোঝানো যেত- এ অনুভূতি হৃদয় খুলে যদি দেখানো যেত....
চলবে.....
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ
কবে আসবে মদীনার তরে আমাদের ডাক?
আমিরাত থেকে বাংলাদেশিদের জন্য গত মাস থেকে ওমরা ভিসা বন্ধ করে দিয়েছে ।
অনেক বাঙ্গালী ওমরায় গিয়ে আর ফিরে আসে না, ওখানে কাজ করতে শুরু করে।
আমরা কয়েকজন যাওয়ার ইচ্ছা করেও বিফল হলাম, তবে চেষ্টায় আছি। দোয়া কামনা করছি, আপনার দোয়ায় হয়তো আল্লাহ তায়ালা ব্যবস্থা করে দিবে।
জাযাকাল্লাহ খাইর
আর দোয়া সব সময় আছে। আপনিও দোয়ায় শামিল রাখার দরখাস্ত থাকলো। বারাকাল্লাহ,ফীহ,
ধন্যবাদ ভাইয়া ।
আপনাকে ও অগণিত ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন