মক্কা-মদিনার : স্মৃতি

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৭ এপ্রিল, ২০১৬, ১১:১৪:৪৯ রাত

এই প্রবাস জীবনের হিসেবের খাতাটা বড্ড এলোমেলো,তবু থেমে থাকবার নয়। হিসেব মিলিয়ে দেখি পেয়েছি অনেক বৃথা যায়নি প্রবাস জীবন। একে একে পেরিয়ে এলাম বাকের পর বাক। ইসলামের মূল গ্রন্থ পবিত্র কুরআন বা রাসুলের (সা) হাদিস যদিও ছোটবেলা থেকে কিছু পড়েছি তবে এই পবিত্র কুরআন যেখানে নাজিল হয়েছিল পবিত্র নগরী মক্কা-মদিনায় সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি।

কিন্তু অনেক দিনের আশা পবিত্র মক্কা মদিনা নিজের চোখে দেখবো। পবিত্র কাবা শরীফে সালাত আদায় করব। রাসুল (স)-এর রওজা জেয়ারত করব। এ আকাঙ্ক্ষা সবসময় আমার দিলকে ব্যাকুল-বেকারার করে রাখে যে, হায়, একবার, শুধু একবার যদি হাজির হতে পারতাম সোনার মদীনায়! একবার যদি সৌভাগ্য হতো নবীজীর রওযায়, তোমার ঘরের দীদার লাভের আশায়, তোমার হাবীবের রওযা শরীফের যিয়ারাতের তামান্নায় প্রতীক্ষার দিন গুণেই যাবো ! আল্লাহ তা’য়ালা এই গুনাহগারের দোয়া কবুল করেছেন। গত ২১ মে ২০১৪ সালে। আলহামদুলিল্লাহ ।

তাই আমাকে আর আমার আত্মার আত্মীয় হাবিব ভাইকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। পাপমুক্ত হতে কাছে ডেকেছেন। পাপ-পূণ্যের দিকে না তাকিয়ে তিনি তার দয়ার চাদরে ঢেকে রেখেছেন। এত অফুরন্ত আনন্দ আমরা রাখি কোথায়! আমরা যে যাচ্ছি কাবায়। পরম দয়াময় আমাদেরকে ডেকেছেন। আয়! কাছে আয়! কি তোমাদের চাওয়া! আমায় বলে যা! কি তোমাদের দুঃখ বেদনা! আয়! কেঁদে যা আমার আঙিনায়!

পরম দয়াময়ের পবিত্র গৃহের ক্ষুদ্র অতিথির তালিকায় এ অভাজনদের নাম! রাসূলের পবিত্র রওজায় হাজির হওয়ার সৌভাগ্যবানদের মধ্যে আমরাও কি একজন! এ বিস্ময় যদি বোঝানো যেত- এ অনুভূতি হৃদয় খুলে যদি দেখানো যেত....

চলবে.....

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367331
২৭ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চলতে থাকুক। ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ এপ্রিল ২০১৬ রাত ০৩:০১
304792
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রিয় ভাইজান,আসা করি সাথেই থাকবেন। এবং দোয়ার দরখাস্ত থাকলো। জাজাকাল্লাহ,
367334
২৮ এপ্রিল ২০১৬ রাত ১২:৪৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ ধন্যবাদ
২৮ এপ্রিল ২০১৬ রাত ০৩:০২
304793
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগায় আপনাকে ও অনেক ধন্যবাদ ।
367339
২৮ এপ্রিল ২০১৬ রাত ০৪:১৮
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : বাকীটাও শোনতে চাই এবং আগামীতেও মদীনায় আসবেন সেই দাওঢাত ও দোয়া রইল প্রিয় মিয়াজী ভাই।
২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:২৩
304838
আবু তাহের মিয়াজী লিখেছেন : জ্বি ভাইজান, দ্বিতীয় পরব পোষ্ট করেছি। আর ইন শা আল্লাহ্‌ ২০১৭ সালে আসার আসা আছে। ধন্যবাদ জানবেন ভাইজান
367344
২৮ এপ্রিল ২০১৬ সকাল ০৫:০৪
শেখের পোলা লিখেছেন : চলুক! বড় জানতে ইচ্ছে করে। ইচ্ছে আছে যাবার। আল্লাহ সহায় হোক।
২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:৩০
304841
আবু তাহের মিয়াজী লিখেছেন : জ্বি মুরুব্বী ভাইজান। আপনাদের নেক দোয়ায় চলবে ইন শা আল্লাহ্‌। আল্লাহ্‌ আপনার নেক ইচ্ছা পুরন করুক।
জাজাকাল্লাহ
367368
২৮ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৪
নকীব কম্পিউটার লিখেছেন : আমাদের আশা কি আল্লাহ পূর্ণ করবেন?
কবে আসবে মদীনার তরে আমাদের ডাক?
২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:২৪
304839
আবু তাহের মিয়াজী লিখেছেন : ইন শা আল্লাহ্‌। আল্লাহ্‌ আসা পুরোন করবেন। জাযাকাল্লাহ
367380
২৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা-শা আল্লাহ। আল্লাহ তায়ালার বিশেষ রহমত এটি।

আমিরাত থেকে বাংলাদেশিদের জন্য গত মাস থেকে ওমরা ভিসা বন্ধ করে দিয়েছে Crying Crying Crying Crying Crying Crying

অনেক বাঙ্গালী ওমরায় গিয়ে আর ফিরে আসে না, ওখানে কাজ করতে শুরু করে।

আমরা কয়েকজন যাওয়ার ইচ্ছা করেও বিফল হলাম, তবে চেষ্টায় আছি। দোয়া কামনা করছি, আপনার দোয়ায় হয়তো আল্লাহ তায়ালা ব্যবস্থা করে দিবে।

জাযাকাল্লাহ খাইর

২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:২৭
304840
আবু তাহের মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আমার পরের লেখাটি পড়ে বুঝবেন, কেন বাংলাদেশীদের ভিসা বন্ধ হয়।
আর দোয়া সব সময় আছে। আপনিও দোয়ায় শামিল রাখার দরখাস্ত থাকলো। বারাকাল্লাহ,ফীহ,
367417
২৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৭
আফরা লিখেছেন : ভাইয়া আমার জন্য দুয়া করবেন ২০১৭ তে আসার নিয়ত করেছি আল্লাহ যেন কবুল করেন ।


ধন্যবাদ ভাইয়া ।
২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:৩২
304842
আবু তাহের মিয়াজী লিখেছেন : আল্লাহ্‌ আপনার নেক ইচ্ছা পুরন করুন। আমার ও আগামী বছর যাবার ইচ্ছা আছে।
আপনাকে ও অগণিত ধন্যবাদ
367418
২৮ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৮
দ্য স্লেভ লিখেছেন : আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করেছেন। বিয়ের পর আমি বৌকে নিয়ে যাব হজ্জ করতে। ইনশাআল্লাহ। ...দোয়া করেন। সেই কথা মনে হলেও আনন্দ লাগে....
২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:৪৪
304843
আবু তাহের মিয়াজী লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌ । যাঁদের আর্থসার্মথ আছে ,বিভিন্ন দেশে ভ্রমন নাকরে পবিত্র মক্কা মদিনায় যাওয়া উচিৎ। আল্লাহ্‌ আপনার নেক আশা পুরুন করুক।
368057
০৫ মে ২০১৬ দুপুর ০১:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্লাহ! চলতে থাকুক, সাথে আছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File