যাই হারিয়ে স্মৃতির মাঝে

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০১ এপ্রিল, ২০১৬, ১২:১৪:১৭ রাত



চারটে ছেলে দলবেঁধেছে

ঘুরতে যাবে দূরে

শুনবেনা আর কোণ বাধা

থাকবেনা আজ ঘরে।।

-

দিন পেরিয়ে হারিয়ে গেল

কৃষ্ণচূড়ার ডালে

মন মাতিয়ে ঘুরেফিরে

নামলো বিলের জলে।।

-

ভাবনা গুলি উকি মারে

সেই ছোটদের ভীড়ে

যাই হারিয়ে স্মৃতির মাঝে

আসবে কি আর ফিরে।।

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364295
০১ এপ্রিল ২০১৬ রাত ১২:৪৩
শেখের পোলা লিখেছেন : সুন্দর৷ ধন্যবাদ৷
আসবে না আসবে না
হারিয়ে গেছে যা,
কৈশোর ছেড়ে যৌবনেতে
রাখছি যখন পা৷
364301
০১ এপ্রিল ২০১৬ রাত ০১:০২
ধ্রুব নীল লিখেছেন : অন্নেক সুন্দর হয়েছে। মাশা আল্লাহ।
364306
০১ এপ্রিল ২০১৬ রাত ০১:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : পাবোনা জানি কখনো তবুও পাওয়ার আকুলত ....
364313
০১ এপ্রিল ২০১৬ রাত ০৪:০৭
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আজকে বেশ কয়েকটি কবিতা পড়লাম সব কয়টি কবিতাই পড়ে খুব ভালো লেগেছে । আপনার কবিতাটিও অনেক সুন্দর হয়েছে । ভালো থাকুন । আল্লাহ আপনাকে ভালো রাখুন ।
364354
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
প্যারিস থেকে আমি লিখেছেন :
আমারও ত ইচ্ছে করে
পেছেন যেতে ফেরে।
364444
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সেই সে আমার দিনগুলো সোনার ফ্রেমে নেই বাঁধা। দুরন্ত শৈশব মনে পড়ে গেল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File