যাই হারিয়ে স্মৃতির মাঝে
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০১ এপ্রিল, ২০১৬, ১২:১৪:১৭ রাত
						 
						 
চারটে ছেলে দলবেঁধেছে 
ঘুরতে যাবে দূরে
শুনবেনা আর কোণ বাধা
থাকবেনা আজ ঘরে।।
-
দিন পেরিয়ে হারিয়ে গেল 
কৃষ্ণচূড়ার ডালে
মন মাতিয়ে ঘুরেফিরে 
নামলো বিলের জলে।।
-
ভাবনা গুলি উকি মারে
সেই ছোটদের ভীড়ে
যাই হারিয়ে স্মৃতির মাঝে
আসবে কি আর ফিরে।।						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আসবে না আসবে না
হারিয়ে গেছে যা,
কৈশোর ছেড়ে যৌবনেতে
রাখছি যখন পা৷
আমারও ত ইচ্ছে করে
পেছেন যেতে ফেরে।
মন্তব্য করতে লগইন করুন