গর্জে উঠো

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৪ মার্চ, ২০১৬, ১১:১৯:৫৭ রাত

হায়রে পাষাণ নিষ্টুর পাষাণ

ধর্ষণ করলি ঝারা

নর পশুর তাণ্ডব লীলায়

হৃদয়ে আনলি খরা।

তনুর অনেক স্বপ্ন ছিল

ছিল অনেক আশা

মানুষ নামের পশু হয়ে

করলি সর্বনাশা।

এইভাবে আর কত তনু

হবে সর্বনাশ

থাকতে সময় গর্জে উঠো

বাঁচাতে বাংলাদেশ।

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363538
২৫ মার্চ ২০১৬ রাত ০২:৩৩
আফরা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
363551
২৫ মার্চ ২০১৬ সকাল ১১:৪৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগল পোস্টটি-গর্জে উঠার এখনই সময়। প্রিয় ভাইকে ধন্যবাদ।
363584
২৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : সবকিছু আমাদের সয়ে গেছে। এখন আর গর্জে উঠতে পারিনা।

363635
২৬ মার্চ ২০১৬ সকাল ০৮:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : স্বাধীনতার ছড়া/কবিতা- আবু তাহের মিয়াজ
লেখাটা আজ দুপুরের আগেই পোস্ট করে দিন প্লিজ
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:৫৭
301620
গাজী সালাউদ্দিন লিখেছেন : ২৭ মার্চ রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টার আয়োজনে সকলের অংশগ্রহন কামনা করি। পরিচালক (গাজী সালাউদ্দিন) পোস্ট দেয়ার সাথে সাথে অন্যরা মন্তব্যের ঘরে অর্পিত দায়িত্ব আন্জাম দেব। পরিচালক তার পোস্টে ব্লগারের নামসহ এগুলো যোগ করে সবগুলোকে এক পোস্টে রুপায়িত করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File