=কোরবানি দেয় ডাক==

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৫:৫১ রাত





বনের পশু যেমন তেমন

মনের পশু যাক

বন্দ মনের দুয়ার খুলে

কোরবানি দেয় ডাক।।



ধনী গরিব এক সারিতে

পড়বে ঈদের নামাজ

স্নেহপ্রীতি ভালোবাসায়

গড়বে নতুন সমাজ।।



সত্যিকারের কোরবানি দাও

মহান আল্লাহর তরে

কুরবানী থেকে শিক্ষা নাও

ত্যাগ-তিতিক্ষা করে।।



মনের পশু কোরবানি দাও

অহঙ্কার ও জিদ

সবার ঘরে আসবে তখন

সত্যিকারের ঈদ।।

১৬/০৯/২০১৫ ইং

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342112
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৯
আফরা লিখেছেন : মনের পশু কোরবানি দাও

অহঙ্কার ও জিদ

সবার ঘরে আসবে তখন

সত্যিকারের ঈদ।

খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
১৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
283635
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপুজির নিকট ভালো লাগায়
,শুভেচ্ছান্তে শুভেচ্ছা থাকলো,,,
342115
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৩
নাবিক লিখেছেন : ওয়াও লাগলো ;-)
১৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
283636
আবু তাহের মিয়াজী লিখেছেন : শুভেচ্ছানিন
প্রিয় নাবিক ভাই।
342119
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৯
১৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
283637
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকে ঈদ মোবারক,,,
342121
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
১৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
283638
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার ভালো লাগায় আমার ও ভালো লাগছে।
তাই ধন্যবাদনিন
342123
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৪
প্রক্সিমা লিখেছেন : অনেক ভালো লেগেছে আর একটু বড় হলে তৃপ্ত হতাম !
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০০
283639
আবু তাহের মিয়াজী লিখেছেন : সত্যি! আমার ও আরো লিখালে ভালো লাগত।
কিন্তু ভিতর থাকে আর আসছে না, হা হা হা
ইনশা আল্লাহ্‌ সামনে লিখার চেস্টা করব।
শুভকামনা থাকলো অবিরত,,
342125
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : সুন্দর লিখেছেন। অভিনন্দন।
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৩
283640
আবু তাহের মিয়াজী লিখেছেন : সুন্দর মনের
সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছানিন
342157
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:১৮
শেখের পোলা লিখেছেন : সুন্দর ও তাৎপর্যপূর্ণ৷
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৪
283641
আবু তাহের মিয়াজী লিখেছেন : শ্রদ্ধেয় বড় ভাই,
মন্তব্যের জন্য
শুভকামনা থাকলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File