=কোরবানি দেয় ডাক==
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৫:৫১ রাত
বনের পশু যেমন তেমন
মনের পশু যাক
বন্দ মনের দুয়ার খুলে
কোরবানি দেয় ডাক।।
।
ধনী গরিব এক সারিতে
পড়বে ঈদের নামাজ
স্নেহপ্রীতি ভালোবাসায়
গড়বে নতুন সমাজ।।
।
সত্যিকারের কোরবানি দাও
মহান আল্লাহর তরে
কুরবানী থেকে শিক্ষা নাও
ত্যাগ-তিতিক্ষা করে।।
।
মনের পশু কোরবানি দাও
অহঙ্কার ও জিদ
সবার ঘরে আসবে তখন
সত্যিকারের ঈদ।।
১৬/০৯/২০১৫ ইং
বিষয়: বিবিধ
৯৬০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অহঙ্কার ও জিদ
সবার ঘরে আসবে তখন
সত্যিকারের ঈদ।
খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
,শুভেচ্ছান্তে শুভেচ্ছা থাকলো,,,
প্রিয় নাবিক ভাই।
তাই ধন্যবাদনিন
কিন্তু ভিতর থাকে আর আসছে না, হা হা হা
ইনশা আল্লাহ্ সামনে লিখার চেস্টা করব।
শুভকামনা থাকলো অবিরত,,
সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছানিন
মন্তব্যের জন্য
শুভকামনা থাকলো।
মন্তব্য করতে লগইন করুন