Rose Roseআব্বু থাকে ছবির আসায় Rose Rose

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৩ আগস্ট, ২০১৫, ১২:৩৯:২৮ দুপুর



আব্বু থাকে ছবির আসায়

থাকে প্রবাসে,

মন ভরেনা টেলিফোনে

এত ভালবাসে।

-

আম্মু বলেন কথাবল

ছবির কি দরকার,

আব্বু বলেন ছবি দেখে

সময় করি পার।

-

এমনি করে হেসে খেলে

আম্মু দিলেন সেজে,

চাচ্চু মোদের নিয়ে গেলেন

ডাকাতিয়া হ্নদে।

-

বৃষ্টি ভেজা ঝড়ের মাঝে

বাইরে যেতে মানা,

তবুও আব্বুর অনুরুদে

ছবি তুলতে আসা।

-

আমরা সবাই দ্বীনের পথে

সর্বদা থাকতে চাই,

সালাম জানাই সকলের তরে

দুআ করবেন সবাই।

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337759
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মাশাল্লাহ, থ্রী এঞ্জেলস।
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫২
279401
আবু তাহের মিয়াজী লিখেছেন : মধ্য খানে বসা আমার ভাগ্নি।
দুআ করবেন ভাইজান।
আপনার সকলের জন্য শুভ কামনা থাকলো।।
337761
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫০
আফরা লিখেছেন : মাশাআল্লাহ ! তালহা বড় হয়ে গিয়েছে । সবার জন্য দুয়া ও আদর Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৮
279406
আবু তাহের মিয়াজী লিখেছেন : তালহা বড় হয়েছে সাথে ফাঁকিবাজি ও শিখেছে। দিনে কথা বলবেনা রাতে পড়ার সময় কথা বলে।
আপনার দুয়া আল্লাহ্‌ কবুল করুন।
সাথে আপনাদের সকলের প্রতিও দুয়া থাকলো অবিরত।
337762
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫০
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Rose Good Luck Rose
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৯
279407
আবু তাহের মিয়াজী লিখেছেন : কবি ভাইকেও শুভেচ্ছা।
337770
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : কবিতা অনেক সুন্দর হয়েছে। তবে আমি আপনার প্রিয়তে নাই দেখলাম !
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০২:০০
279415
আবু তাহের মিয়াজী লিখেছেন : এমন কথা জাতি মানার মত না,
তাই দুঃখীত।
আর আপনি প্রিয়তে গিয়ে খুঁজান কেনো ওখানে কত কিছুই থাকতে পারে! হাহাহা
আর কবিতা ভালো লাগায় শুকরিয়াজানুন প্রিয় ভাইজান।
337771
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সোনামনিদের জন্য দোয়া রহিলো, ধন্যবাদ।
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০২:০১
279416
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার দোয়ার সাথে আমীন।
আর আপনাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ।
337800
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট্।
337884
২৬ আগস্ট ২০১৫ সকাল ০৬:৫৬
মাজহারুল ইসলাম লিখেছেন : মা-শা-আল্লাহ দুই জনের জন্য দোয়া রইল।
340046
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মাশ আল্লাহ, খুব সুন্দর হইছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File