আব্বু থাকে ছবির আসায়
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৩ আগস্ট, ২০১৫, ১২:৩৯:২৮ দুপুর
আব্বু থাকে ছবির আসায়
থাকে প্রবাসে,
মন ভরেনা টেলিফোনে
এত ভালবাসে।
-
আম্মু বলেন কথাবল
ছবির কি দরকার,
আব্বু বলেন ছবি দেখে
সময় করি পার।
-
এমনি করে হেসে খেলে
আম্মু দিলেন সেজে,
চাচ্চু মোদের নিয়ে গেলেন
ডাকাতিয়া হ্নদে।
-
বৃষ্টি ভেজা ঝড়ের মাঝে
বাইরে যেতে মানা,
তবুও আব্বুর অনুরুদে
ছবি তুলতে আসা।
-
আমরা সবাই দ্বীনের পথে
সর্বদা থাকতে চাই,
সালাম জানাই সকলের তরে
দুআ করবেন সবাই।
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুআ করবেন ভাইজান।
আপনার সকলের জন্য শুভ কামনা থাকলো।।
আপনার দুয়া আল্লাহ্ কবুল করুন।
সাথে আপনাদের সকলের প্রতিও দুয়া থাকলো অবিরত।
তাই দুঃখীত।
আর আপনি প্রিয়তে গিয়ে খুঁজান কেনো ওখানে কত কিছুই থাকতে পারে! হাহাহা
আর কবিতা ভালো লাগায় শুকরিয়াজানুন প্রিয় ভাইজান।
আর আপনাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন