ধূলির মাঝে থাকে পড়ে

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৮ আগস্ট, ২০১৫, ০৯:৪২:৩৯ রাত



ধূলির মাঝে থাকে পড়ে

বেদনার্ত মুখে

টোকাই হয়ে জন্মাইছে

দেখার কেহো নাইযে।

-

ময়লা ঝুড়ি ছুড়ে পেলে

অবলীলায় খুঁজে নিতে

আসেনা কেহো বুকে টেনে

অধীকার টুকু বুঝিয়ে দিতে।

-

সভ্য মানব শিশুর মত

বই কলম হাতে।

নবরুপে পৃথিবী সাজাতে

জাগ্রত হ্নদয় চাইযে।

-

শিক্ষাদীক্ষা ফেলে ওরা

হবে অনেক বড়

হতে পারে এদের হাতে

জগত জুড়ে আলো।

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336739
১৮ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৪
মামুন আব্দুল্লাহ লিখেছেন : এদের আসলেই দেখার কেউ নেই যদি অন্য দশটি শিশুর মতো ওরা ওদের অধিকারটুকু পেতো তাহলে ওরাও সুন্দর করে এদের জীবনকে এগিয়ে নিতে পারতো । সুন্দর কবিতার জন্যে অনেক ধন্যবাদ । ভালো থাকুন । শুভ কামনা রইলো
336740
১৮ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৫
হতভাগা লিখেছেন : পিচ্চিটা কি সুইসাইড করার জন্য বসছে নাকি ?
336817
১৯ আগস্ট ২০১৫ সকাল ১০:১০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File