সুন্দর এই পৃথিবী প্রভু তোমার দান
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৭ আগস্ট, ২০১৫, ০৯:৫৩:৫৫ রাত
সুন্দর এই পৃথিবী প্রভু তোমার দান
সবুজ শ্যামলে সাজিয়েছ অপূর্ব মাঠ।
ঝলমলে আলো ছড়াও সূর্যের কিরণে
বৃষ্টি দিয়ে ঠান্ডা কর সূর্যের উত্তাপ কে।
-
চোখ জুড়িয়ে মন মাতিয়ে হ্নদয় ভাসিয়ে
প্রকৃতি উজ্জিবীত কর বৃষ্টির পানিতে।
রঙ-বেরঙের পাখপাখালি উড়ে আকাশে
শিষ দিয়ে গান গায় মনের আনন্দে।
-
কত বিচিত্র এই পৃথিবী যে দেখবে স্বচক্ষে
তাঁর সৃষ্টির মাঝেই খুঁজে পাবে তাঁকে।
যিনি বানিয়েছে মহাবিশ্ব নিখুঁতভাবে
আমরা অধম ভুলে থাকি তাঁর নেয়ামতকে।
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
ধন্যবাদনিন নাবিক ভাই।
আর কি দিব খানার কিছুই নেই
তাই দিলাম না।
আপনাকেও অসং্খ ধন্যবাদ।
গ্রামের ছোট কালের কথা মনে পড়ে গেল।
মন্তব্য করতে লগইন করুন