আড্ডা ,আপনারা কোথায় ঈদ করেছেন

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৯ জুলাই, ২০১৫, ০২:৩৩:৪৯ দুপুর

রোজার শেষে আনন্দের বার্তা নিয়ে মুসললিম জাতির দারে দারে উপস্থিত হয়েছে ঈদ। ধনি-গরিব এক কাতারে ঈদের জামাত শেষে কোলাকুলি যেন স্বর্গীয় দৃশ্য। আনন্দ প্রকাশের এক দৃষ্টি নন্দন ছবি। ক্ষনিকের তরে হলেও সব ভেদাভেদ ভুলিয়ে দিতে সক্ষম এই ঈদ। কিন্তু এই আনন্দের মাঝেও কিছু কিছু মানুষ আছে যাদের গায়ে ঈদে আনন্দের কোন ছোয়া লাগে না।



এদের মধ্যে এক প্রকার হচ্ছে গরিব দুঃখি মানুষ যারা অর্থের অভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না, আরেক প্রকার মানুষ হচ্ছে যারা প্রবাসী। তাদের কাছে টাকা পয়সা থাকলেও আপনজনেরা কাছে না থাকার কারণে ঈদ তাদের জীবনে কোন প্রকার প্রভাব বিস্তা করতে পারে না।

চলেন সবে খুশি হই আনন্দে ভরে রই মুছে সব শোক সব ব্যাথা শেয়ার করি মনের কথা।

ভরে উঠুক চারিদিক চারপাশ আনন্দে পাখিরা গেয়ে উঠুক নতুন ছন্দে।

আমরা আজকের আড্ডায় কে কোথায় কিভাবে ঈদ করেছি তা শেয়ার করি চলুন,,,,



বিষয়: বিবিধ

২৩৬৫ বার পঠিত, ৬৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330627
১৯ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৩
চোথাবাজ লিখেছেন : আমরা আজকের আড্ডায় কে কোথায় কিভাবে ঈদ করেছি তা শেয়ার করি চলুন,,,,
১৯ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৬
272871
আফরা লিখেছেন : কেন গো ভাইয়া আপনি কো\ঠায় কিভাবে ঈদ করেছেন বল্লেন নাতো !
২০ জুলাই ২০১৫ রাত ০২:০৬
272939
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঈদ মোবারক আপনাকে।
আর আপনার ঈদ কিভাবে কাটলো আমাদের সাথে শেয়ারিং করলেন কোথায়, Good Luck
330629
১৯ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৬
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া । আমি ডানমার্ক জ্বর আর সর্দি কাশি নিয়ে বিছানায় শুয়ে শুয়ে বিছুক্ষন ব্লগিং করে ঈদ দিন পার করেছি । তবে নতুন ড্রেস ঠিকই পড়েছি ।

সবাইকে ঈদ মোবারক ।

১৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:২১
272877
চোথাবাজ লিখেছেন : বে নতুন ড্রেস ঠিকই পড়েছি ।Rolling on the Floor Rolling on the Floor
১৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩২
272878
আফরা লিখেছেন : আমি নতুন ড্রেস না পড়লে তো আমাদের বাসায় ঈদ হবে না ভাইয়া ।
২০ জুলাই ২০১৫ রাত ০২:১৩
272940
আবু তাহের মিয়াজী লিখেছেন : মহান মা'বুদ, আপনাকে অসুস্থ থেকে সুস্থ করুক

আর আমার ঈদ,মরু পর্বতের মতো হাহাকার বেদনা হূদয়ে চাপা দিয়ে, রক্তের বন্ধনে আবদ্ধ আত্মীয়স্বজনকে দেশে রেখে একটু শান্তির আশায় বিভিন্ন বিনোদনের পোগ্রামে হাজির হয়ে কিছুটা হলেও আনন্দে ছিলাম।
330630
১৯ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৯
হতভাগা লিখেছেন : আমি ঢাকাতে আমার ভাড়া করা বাড়িতে ঈদ করেছি । আম্মা সাথে ছিলেন , ছিল ছোট ভাইয়ের ফ্যামিলি । অন্য ভাইয়েরাও এসেছিল আমাদের বাসায় ।

ভাইয়েরা ঢাকায় থাকি । যে যার যার এলাকায় নামাজ পড়ে রওয়ানা হয়েছিল ।

বিকেলে খাওয়া দাওয়ার পর যে যার যার শশুড় শাশুড়ির সাথে দেখা করতে চলে যাই ।

সারাদিন আকাশ মেঘলা ছিল এবং সাথে হালকা হালকা বৃষ্টি । আমার কিন্তু এরকম আবহওয়ায় ঈদ ভালই লাগে । প্রচন্ড রোদ থাকলে সহজে ক্লান্তি চলে আসতো এবং বের হওয়া মুশকিল হত ।

আল'হামদুলিল্লাহ ! ঈদ ভালই কেটেছে ।
২০ জুলাই ২০১৫ রাত ০২:১৬
272943
আবু তাহের মিয়াজী লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌ আপনার ঈদ ভাল কেটেছে জেনে আমারও ভালো লাগলো।আপনকে ও বাসার সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক । এই খুশির ঈদের দিনে আমার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন,হৃদয় নিংড়ানো ভালবাসা, প্রাণঢালা শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আর শুভ কামনা রইল।

আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দ। এই খুশির ঈদের দিনে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ও দীর্ঘ জীবন দান করুক-আমীন
330637
১৯ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আড্ডাাজরা আর ব্লগে আসেনা তাদেরকে তাড়িয়ে দেয়া হয়েছে!!!



ঈদ মানে নিদ
রুম আর ঘুম,
ক্ষণে ক্ষণে মনে
বেদনার ধুম।

বেদনার ছায়া আছে
প্রবাসী বলে...
স্বজন থেকেও নাই
জ্বলিছে মন অনলে।

তবুও ঈদ আসে
দুঃখ যায়না,
দুঃখ গুলো মাথায়
করে থাকি ভুলোমনা।

ঈদ চাইনি এমন
চেয়েছিলাম ভিন্ন ঈদ..!
ঈদের ছোঁয়া লেগে
ভেঙে যাবে অহংকারের ভিত।



২০ জুলাই ২০১৫ রাত ০২:১৯
272944
আবু তাহের মিয়াজী লিখেছেন : চাইনি এমন
চেয়েছিলাম ভিন্ন ঈদ..!
ঈদের ছোঁয়া লেগে
ভেঙে যাবে অহংকারের ভিত।

আর আমার ঈদ,মরু পর্বতের মতো হাহাকার বেদনা হূদয়ে চাপা দিয়ে, রক্তের বন্ধনে আবদ্ধ আত্মীয়স্বজনকে দেশে রেখে একটু শান্তির আশায় বিভিন্ন বিনোদনের পোগ্রামে হাজির হয়ে কিছুটা হলেও আনন্দে ছিলাম।

ঈদ মোবারক আপনাকে।ভাল থাকবেন,,,,
330667
১৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
শেখের পোলা লিখেছেন : আমি কানাডা প্রবাসী৷বউ ছেলে মেয়ে ছেলের বউ, দুই জামাই, তিন নাতি নাতনী সবাই কাছাকাছি থাকে, ছেলে ও ছেলের বউএর সংসারে আমরা বুড়োবুড়ি থাকি৷ এখানে দুদিন ঈদ হল৷ আমরা প্রথম দিনে ছিলাম৷ প্রয়োজন নেই তবুও নতুন কাপড় সবারই এসেছে৷ অনেক পদের রান্না সব সময়ই হয়, এবারও হয়েছে৷ প্রতি ঈদেরমত এবারও অন্ততঃ ৩৫/৪০ জনের মত মেহমান এসেছে, যদিও ঐদিন প্রায় সারাদিন হাল্কা বৃষ্টি ছিল৷ এক কথায় আপন আত্মীয়ের অভাব অনুভব ছাড়া আমার ঈদ সর্বাঙ্গীন সুন্দর হয়েছে৷ আল্লাহকে অশেষ ধন্যবাদ৷
১৯ জুলাই ২০১৫ রাত ১০:৪০
272911
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি দেখি একান্নবতি পরিবার নিয়ে কানাডা প্রবাসি।
সেখানে দুদিন ঈদের নামাজ হল কেন?
২০ জুলাই ২০১৫ রাত ০২:২৪
272945
আবু তাহের মিয়াজী লিখেছেন : আচ্ছালামু আলাইকুম দাদা হুজুর। আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো। আপনি কানাডায় এত বড় ফ্যামিলি নিয়ে আছেন আল্লাহ্‌ দরবারে শুকরিয়া জানাচ্ছি।

দাদা ভাই,আপনকে ও বাসার সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক । এই খুশির ঈদের দিনে আমার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন,হৃদয় নিংড়ানো ভালবাসা, প্রাণঢালা শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আর শুভ কামনা রইল।

আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দ। এই খুশির ঈদের দিনে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ও দীর্ঘ জীবন দান করুক-আমীন
২০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১০
273053
শেখের পোলা লিখেছেন : মিয়াজী ভাই ও বাহার ভাইকে ধন্যবাদ৷ আমার দুই মেয়ে স্বামীী বাচ্চা নিয়ে সামান্য দূরেই যার যার মত থাকে আমার এক ছেলে তার ওয়াইফ,ও এক ভাইপো, ছাত্র ও আমরা দুজন এক সাথে থাকি৷ আমি অবসরে৷তাই সংসার ছেলে ও বৌমা'র৷একান্নবর্তী নয় তবে সবাই মিলে মিশে তারা থাকে৷ আমি এটাই পছন্দ করি৷
কিছু কিছু হুজুর বা মসজিদের মাতবর আছেন যারা বেশ বড় ধরণের বলে নিজেদের মনে করেন তারা অন্যের মতে চলতে পছন্দ করেন না৷ এ ছাড়া অনেকের শনি বারে ছুটি থাকে,তাই তারাও সুবিধা মত ঈদ করেন ফলে দু দিন ঈদ হয়৷ এ বিষয়ে এখানে সরকারের কোন নিয়ন্ত্রন নাই তাই হতেই পারে;কিন্তু বাংলাদেশ যেখানে সরকার নিয়ন্ত্রন করতে পারে সেখানেও দুদিন ঈদ লজ্জাজনক মনে করি৷ ধন্যবাদ৷
330673
১৯ জুলাই ২০১৫ রাত ০৮:১৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রবাসে ঈদের আমেজ নেই, ফজরের নামাজের ঘন্টাখানিক পর ঈদের জামাত একই জাগায় মসজিদের ভিতরেই আদায় করেছি, অতপর ঘুম জুম'আর আযান শুনে ঘুম থেকে আবার মসজিদ পানে। এই যা....
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
২০ জুলাই ২০১৫ রাত ০৩:০০
272950
আবু তাহের মিয়াজী লিখেছেন : হুজুরের কাছে একটা কথা জানতে চাই।তাহল শুক্রবারে ঈদের নামাজ পড়লে জুম্মার নামাজ পড়া লাগবে কি?

আমার কিছু চাচাতো ভাই খটকায় ফেলেছে আমাকে।
২০ জুলাই ২০১৫ সকাল ১১:২৬
272999
আবু জান্নাত লিখেছেন : এই ভাইয়া, হুজুর কই পাইলেন?
জ্ঞানী গুনী আলেমদের কাছে এই প্রশ্ন করলে সঠিক উত্তর পাবেন।
আমার কিঞ্চিত জ্ঞানে যতটুকু জানি, পড়তেই হবে।
শুকরিয়া।
২০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
273051
শেখের পোলা লিখেছেন : মিয়াজি ভাইকে বলি৷ শুক্রবারে ঈদ হলে জুমআর নামাজ পড়া নিয়ে, আপনাদের জানা আছে যে অজ পাড়া গাঁয়ে জুমআর নামাজ হয়না,হয় তারা কোন উন্নত গ্রামে, যেখানে প্রয়োজনের অনেক কিছুই সহজে মেলে এমন গ্রামে অথবা গঞ্জে বা নিকটবর্তী শহরে যায় জুম্মা পড়তে৷ রসুল সঃ এর আমলে একেতো মসজিদ কম ছিল এবং যথেষ্ট দূরে ছিল সাথে অজ পাড়াগাঁ ও ছিল৷ এমতাবস্থায় যারা শুক্রবার ঈদে কষট করে ঈদে আসতেন রসুল সঃ তাদের জুম্মায় পুনরায় কষ্ট করে না এসে আঞ্চলিক মসজিদে জোহর পড়তে বলে ছিলেন৷সদালাপে এ নিয়ে একবার বেশ লেখা লিখি হয়ে ছিল৷জনাব আহমেদ কুট্টী (আমেরিকা)তাঁর কাছে এ ঘঠনা জেনে ছিলাম৷৷ আমার কাছে কোন রেফারেন্স নাই তবে এ ফতোয়া আমার কাছে গ্রহণযোগ্য৷
আমি যৌথ পরিবার পছন্দ করি৷ দেশে প্রথমে তিন ভাই ও পরে দুই ভাই আবব্বা মা নিয়ে ছিল আমাদেের সংসার৷ আমি ফ্যামিলী সহ কানাডায় আসার পর হাঁড়ি আলাদা হলেও আর সা এখনও যৌথই আছে৷ বড় ভাই অন্যত্র বাড়ি করলেও আমরা এক অর্থে যৌথই আছি,যদিও আব্বা মা চলে গেছেন৷আমার জন্য দোওয়া করবেনন৷
330674
১৯ জুলাই ২০১৫ রাত ০৮:৩০
আবু জারীর লিখেছেন : হাইল সৌদি'আরবে
ব্লগিং আর ফেবুতে আড্ডা দিয়ে।
২০ জুলাই ২০১৫ রাত ০৩:০৩
272951
আবু তাহের মিয়াজী লিখেছেন : : হুজুরের কাছে একটা কথা জানতে চাই।তাহল শুক্রবারে ঈদের নামাজ পড়লে জুম্মার নামাজ পড়া লাগবে কি?

আমার কিছু চাচাতো ভাই খটকায় ফেলেছে আমাকে। তাঁহারা সৌদিআরব থাকেন।
আমি ঘুরাঘুরি কিরে অসুস্থ।
২০ জুলাই ২০১৫ সকাল ০৮:২২
272989
আবু জারীর লিখেছেন : এখনকার আলেমদের মতে না পড়লেও হবে তবে পড়া উত্তম।

বিস্তারিত জানার জন্য কোন শায়খের দারস্ত হতে পারেন।

আপনাদের কাতারে আমার এক বড় ভাই আছেন শায়খ শহীদুজ্জামান শাহিন। তার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি হয়ত তাকে চিনেন, আধা শিক্ষিত নজরুল ভাই তাকে চিনেন।
ধন্যবাদ।
330684
১৯ জুলাই ২০১৫ রাত ০৯:১৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এবারের বৃষ্টিবিঘ্নিত ঈদেও গ্রামে মজা করেছি বেশ। ১৪ তারিখেই গ্রামে চলে এসেছিলাম সপরিবারে। কয়দিন ধরেই চলছিল মুষলধারে বৃষ্টি। ছেলেকে নিয়ে বৃষ্টিতে মজা করে ভিজেছি, গাঁয়ের কাদা পিচ্ছিল মাটিতে খালি পায়ে হেটেছি। ভাতিজা, ভাতিজী আর বেড়াতে আসা কাজিনদের নিয়েও অনেক মজা, হৈ চৈ হয়েছে। তাজা তাজা মাছ খেয়েছি- বড় বড় পুঁটি, গুলশা, মাগুর, শোল।
ঈদের দিনও ছিল তুমুল বৃষ্টি। আগের দিন হতেই বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন ছিল খুঁটি উপড়ে যাওয়ার কারণে। মোবাইল, ল্যাপটপ সব চার্জশূণ্য। তবু আনন্দের কমতি ছিল না। সকালে ঈদের জামাকাপড় পড়ে যেই ঘর হতে বের হলাম তখনি উঠোনের পিচ্ছিল মাটিতে আছাড় খেয়ে চিত্‍পটাং। হাহাহা। এখন চলছি ঢাকার পথে। আগামীকাল দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ।
১৯ জুলাই ২০১৫ রাত ১০:৩৮
272910
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার জন্য শুভ কামনা।
আপনার ভ্রমন আনন্দের হোক। Good Luck
২০ জুলাই ২০১৫ দুপুর ০২:০৮
273009
আবু তাহের মিয়াজী লিখেছেন : সকালে ঈদের জামাকাপড় পড়ে যেই ঘর হতে বের হলাম তখনি উঠোনের পিচ্ছিল মাটিতে আছাড় খেয়ে চিত্‍পটাং।
Crying Crying :Thinking :Thinking
ঈদ মোবারাক, তাক্বাব্বালল্লাহুম্মা মিন্না সালেহা আ'মালিনা।
আপনার জন্য শুভ কামনা।
আপনার ভ্রমন আনন্দের হোক।Good Luck Good Luck Good Luck Good Luck Praying Praying Praying
330691
১৯ জুলাই ২০১৫ রাত ১০:৩৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি শহরেই ঈদ করেছি। প্যারেড মাঠে ঈদের নামাজ পড়ার ইচ্ছা থাকলেও বৃষ্টির কারণে মসজিদেই পড়তে হয়েছে।
দুপুরের পর ছোট বোনের বাসায় যেতে গিয়ে জোয়ারের পানিতে হাটু পানি অতিক্রম করতে হয়েছে।
২০ জুলাই ২০১৫ দুপুর ০২:১০
273010
আবু তাহের মিয়াজী লিখেছেন : ছোট বোনের বাসায় যেতে গিয়ে জোয়ারের পানিতে হাটু পানি অতিক্রম করতে হয়েছে।
দেশে সরকার নেই ?
ঈদ মোবারাক, তাক্বাব্বালল্লাহুম্মা মিন্না সালেহা আ'মালিনা।
আপনার জন্য শুভ কামনা।Happy>- Happy>- Happy>- Praying Praying Praying Praying Praying
১০
330693
১৯ জুলাই ২০১৫ রাত ১০:৩৯
ফখরুল লিখেছেন : সৌদিআরবের রিয়াদে ঈদ করেছি।
মিস করেছি বাবা মা ভাই বোনদের।
২০ জুলাই ২০১৫ দুপুর ০২:১২
273011
আবু তাহের মিয়াজী লিখেছেন : আর আমার ঈদ,মরু পর্বতের মতো হাহাকার বেদনা হূদয়ে চাপা দিয়ে, রক্তের বন্ধনে আবদ্ধ আত্মীয়স্বজনকে দেশে রেখে একটু শান্তির আশায় বিভিন্ন বিনোদনের পোগ্রামে হাজির হয়ে কিছুটা হলেও আনন্দে ছিলাম।

ঈদ মোবারাক, তাক্বাব্বালল্লাহুম্মা মিন্না সালেহা আ'মালিনা।
আপনার জন্য শুভ কামনা।
১১
330694
১৯ জুলাই ২০১৫ রাত ১০:৫০
বাজলবী লিখেছেন : সৌদিঅারবের জেদ্দায় ঈদ করেছি। কিছুক্ষণ ঘুমিয়ে সেমাই রান্না করে খেয়ে অাবার ঘুম। জেগে বিরানী পাক করে খেয়ে অাবার ঘুম।প্রবাসে ঈদ মানে ঘুম অার ঘুম।
২০ জুলাই ২০১৫ দুপুর ০২:১৪
273012
আবু তাহের মিয়াজী লিখেছেন : আর আমার ঈদ,মরু পর্বতের মতো হাহাকার বেদনা হূদয়ে চাপা দিয়ে, রক্তের বন্ধনে আবদ্ধ আত্মীয়স্বজনকে দেশে রেখে একটু শান্তির আশায় বিভিন্ন বিনোদনের পোগ্রামে হাজির হয়ে কিছুটা হলেও আনন্দে ছিলাম।

আপনকে ও বাসার সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক । এই খুশির ঈদের দিনে আমার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন,হৃদয় নিংড়ানো ভালবাসা, প্রাণঢালা শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আর শুভ কামনা রইল।

আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দ। এই খুশির ঈদের দিনে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ও দীর্ঘ জীবন দান করুক-আমীনPraying Praying Praying
১২
330696
১৯ জুলাই ২০১৫ রাত ১০:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈদ মোবারক !!
আমি আরব আমিরাতের শারজাহ ঈদ করেছি। মোটামোটি ভালো কেটেছে দিন।
২০ জুলাই ২০১৫ দুপুর ০২:১৫
273013
আবু তাহের মিয়াজী লিখেছেন : আর আমার ঈদ,মরু পর্বতের মতো হাহাকার বেদনা হূদয়ে চাপা দিয়ে, রক্তের বন্ধনে আবদ্ধ আত্মীয়স্বজনকে দেশে রেখে একটু শান্তির আশায় বিভিন্ন বিনোদনের পোগ্রামে হাজির হয়ে কিছুটা হলেও আনন্দে ছিলাম।
ঈদ মোবারাক, তাক্বাব্বালল্লাহুম্মা মিন্না সালেহা আ'মালিনা।
আপনার জন্য শুভ কামনা।Good Luck Happy>- Praying
১৩
330699
১৯ জুলাই ২০১৫ রাত ১১:৪২
বাকপ্রবাস লিখেছেন : Cook Cook Cook Cook Cook Cook
২০ জুলাই ২০১৫ দুপুর ০২:১৭
273014
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনি কি সারাদিন ডিম ভেজেছেন !
আর আমার ঈদ,মরু পর্বতের মতো হাহাকার বেদনা হূদয়ে চাপা দিয়ে, রক্তের বন্ধনে আবদ্ধ আত্মীয়স্বজনকে দেশে রেখে একটু শান্তির আশায় বিভিন্ন বিনোদনের পোগ্রামে হাজির হয়ে কিছুটা হলেও আনন্দে ছিলাম।
ঈদ মোবারাক, তাক্বাব্বালল্লাহুম্মা মিন্না সালেহা আ'মালিনা।
আপনার জন্য শুভ কামনা।Good Luck
১৪
330700
১৯ জুলাই ২০১৫ রাত ১১:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি ভাই প্যারিসে বউ বাচ্চা সহ আনন্দে ঈদ কাটিয়েছি,আলহামদুলিল্লাহ।
২০ জুলাই ২০১৫ দুপুর ০২:১৮
273015
আবু তাহের মিয়াজী লিখেছেন : আর আমার ঈদ,মরু পর্বতের মতো হাহাকার বেদনা হূদয়ে চাপা দিয়ে, রক্তের বন্ধনে আবদ্ধ আত্মীয়স্বজনকে দেশে রেখে একটু শান্তির আশায় বিভিন্ন বিনোদনের পোগ্রামে হাজির হয়ে কিছুটা হলেও আনন্দে ছিলাম।
ঈদ মোবারাক, তাক্বাব্বালল্লাহুম্মা মিন্না সালেহা আ'মালিনা।
আপনার জন্য শুভ কামনা।
১৫
330722
২০ জুলাই ২০১৫ রাত ০১:৪৩
কথার_খই লিখেছেন : এটা কি ভাবে আড্ডা হলো বুঝলাম নাহ্। আড্ডা মানে আসলে কি তা পোস্টদাতা মনে হয় বুঝেনাহ্!!!

আড্ডা হলো মন্তব্য প্রতি মন্তব্য এভাবেই চলে....! এখানে দেখি লেখক ঘুমিয়ে পড়েছে। আড্ডার ডাক দিয়ে...।
২০ জুলাই ২০১৫ রাত ০২:১৪
272941
আফরা লিখেছেন : এক্কেবারে আমার কথাটাই বলে দিলেন ভাইয়া ।
২০ জুলাই ২০১৫ রাত ০২:৫৪
272949
আবু তাহের মিয়াজী লিখেছেন : আচ্ছালামু আলাইকুম। বুঝিনা এমন না
পরের ডিউটি করি আর মোবাইল থেকে মন্তব্যের জবাব দেয়া কস্টকর। সোনার বাংলা ব্লগে আমাদের আড্ডার শুনাম এখন আলোচনা হয়।
আপনি কোথায় ঈদ করলেন বইলা যান।
আপনি প্রবাসী না দেশি।
কেমন আছেন,
আপনাকে ঈদ মোবারক।
১৬
330745
২০ জুলাই ২০১৫ রাত ০৪:১৩
কাহাফ লিখেছেন :
একটু দেরীতে হলেও সবাই কে ঈদ মোবারক!
অনিচ্ছায়ই হোক বা পরিস্হিতির যাতাকলে পড়েই হোক অনেক দিন হয় ঈদ কাটানোর ফুরসৎ মিলে না!
এবার ব্যতিক্রম নয়!
প্রবাসে ডিউটি থাকায় ঈদ কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না! ১২ঘন্টা ডিউটি করে ঈদের খবর নেয়ার টাইম পাইনি!
ঈদের দিনও সৌদি আরব রিয়াদে ছিলাম আমি!
২১ জুলাই ২০১৫ দুপুর ০১:১৮
273169
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকেও ঈদ মোবারক!ভাইজান এর নামই পরবাস।আপনি ১২ঘন্টা ডিউটি করেছেন শুনে খারাপ লাগলো।
দেরিতে হলেও ঈদ মোবারাক, তাক্বাব্বালল্লাহুম্মা মিন্না সালেহা আ'মালিনা।
আপনার জন্য শুভ কামনা।
১৭
330749
২০ জুলাই ২০১৫ রাত ০৪:৩০
১৮
330762
২০ জুলাই ২০১৫ সকাল ১০:৩৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অনেক ধন্যবাদ। আমার অসুস্থতার কারণে জীবনে প্রথমবারের মত ঈদের নামাজেও শরীক হতে পারিনি। প্রবাস জীবনের এই বাঁধা-পড়া জীবনে স্ত্রী-পুত্র নিয়ে একাকী ঘরেই বসেছিলাম।

আমার অসুস্থতার খবর শুনে দুপুর থেকে বাসায় মেহমান আসা শুরু করল। কন্টিনিউ দুই দিন মেহমান আসা অব্যাহত ছিল। অসুস্থ না থাকলে হয়ত আমার বাসা এত মেহমানের পদচারনায় ধন্য হতো না। ঘটনাক্রমে আবুধাবীর বেশ কয়েকজন ব্লগার আমাকে দেখতে এসেছিল, তাঁদের সাথে দেখা হল, যাদের সাথে পরিচয় ছিলনা।

ফাইনালী এবারের ঈদের আনন্দ ও কোলাহল আমি কোনদিন ভুলতে পারবনা, কারন প্রবাস জীবনে এত পরিমনা মেহমানকে মেহমানদারী করার সুযোগ এই প্রথম বার পেয়েছিলাম।

পরিশেষে আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর পোষ্ট দিয়ে ব্লগারদের একত্রিক করতে পারার জন্য।
২০ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৫
273029
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : টিপু ভাই আপনাকে ধন্যবাদ। উপস্থিতি জানিয়ে দেবার জন্য। আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক।

পোস্ট নিয়ে কবে ফিরেছেন ব্লগে!?
২০ জুলাই ২০১৫ বিকাল ০৪:১১
273030
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার কথা দিল মোহাম্মদ মামুন ভাই বলেছিল, একদিন দেখা হবে ইনশায়াল্লাহ।
২১ জুলাই ২০১৫ দুপুর ০১:২০
273170
আবু তাহের মিয়াজী লিখেছেন : ফাইনালী এবারের ঈদের আনন্দ ও কোলাহল আমি কোনদিন ভুলতে পারবনা, কারন প্রবাস জীবনে এত পরিমনা মেহমানকে মেহমানদারী করার সুযোগ এই প্রথম বার পেয়েছিলাম।
জেনে ভালো লাগলো।
উপস্থিতি জানিয়ে দেবার জন্য। আপনাকে জানাচ্ছি ঈদ মোবারকGood Luck
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৪
274926
ইবনে হাসেম লিখেছেন : টিপু ভাই সালাম নিবেন। আপনার ঈদ এর বর্ণনা শুনে মনে মনে ঈর্ষান্বিত হলাম।
যদিও দেশে ঈদ করেছি তিন বছর পর, তবু কোথায় যেন আনন্দের ঘাটতি ছিল। ঢাকার বাসা নুতন স্থানে হওয়ায়, অতিথি এবার তেমন ছিলনা বললেই চলে। তবে বড় সান্ত্বনা যেটা সেটা হলো, অনেকদিন পর মাকে নিয়ে বেড়ানো হয়েছে।
আপনার অসুস্থতা কি রকম? ঈদের সময় আমাদের বাসায়ও জ্বর আর কাশির প্রকোপে মোটামোটি সবাই কাতর ছিল। ভাবীকে সালাম দিবেন।
১৯
330780
২০ জুলাই ২০১৫ সকাল ১১:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চট্টগামে প্রথমেই নামাজ পড়তে গিয়ে ধরা!!!
তারপর কাতালগঞ্জ এ ফুফুর বাসায় গিয়ে পানিতে আটকা! রাত্রে নানাবাড়িতে আবার আটকে গুরুত্বপুর্ন শশুড়বাড়ি মিস। তবে পরের দিন দুপুরে শশুড়বাড়ি তে সুস্বাদু খিচুড়ি ও গরু ভুনা সহযোগে মধ্যান্য ভোজন। ভেজা ঈদ তবে অানন্দেই কাটল!!
২১ জুলাই ২০১৫ দুপুর ০১:২২
273171
আবু তাহের মিয়াজী লিখেছেন : গুরুত্বপুর্ন শশুড়বাড়ি মিস।Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck তবে পরের দিন দুপুরে শশুড়বাড়ি তে সুস্বাদু খিচুড়ি ও গরু ভুনা সহযোগে মধ্যান্য ভোজন। ভেজা ঈদ তবে অানন্দেই কাটল!Talk to the hand Talk to the hand Happy>- Happy>- Happy>- Happy>-
Happy>- উপস্থিতি জানিয়ে দেবার জন্য। আপনাকে ও জানাচ্ছি ঈদ মোবারকLove Struck Love Struck Love Struck
২০
330782
২০ জুলাই ২০১৫ দুপুর ১২:৪৬
দ্য স্লেভ লিখেছেন : আলহামদুলিল্লাহ।আমেরিকাতে এটা ৩ নং ঈদ। খেলাম বেশ সুপার ....আমার খাওয়ার মাঝেই আনন্দ বেশী..Happy
২০ জুলাই ২০১৫ বিকাল ০৪:২৪
273031
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমেরিকাতে চাঁদ সৌদিআরবের একদিন আগে দেখা যায় না..?
২০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
273055
আবু তাহের মিয়াজী লিখেছেন : কেনো বাহার ভাই,উনি খাদক ভাই এর জন্যRolling on the Floor Rolling on the Floor
২১ জুলাই ২০১৫ রাত ১০:০৪
273263
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহেে.তোর আমি কি জানি...চাদ যারা দেখেছে তারা জানে। আমি তো আজও চাদ দেখলাম আকাশে আর বাসায় এসে ঈদের চাদ মনে করে ঝাড়লাম HappyRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১
330793
২০ জুলাই ২০১৫ দুপুর ০২:৩৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ,উপরে ১৫ নামবার মনতব্যকারি কেছিলেন আমার নামটা মনেনেই। আপনার মনতব্যের জবাব দিতে গিয়ে মুছে গেছে,তাই আমি দু:খিত। জবাবটি নিছে দিয়েছি।

আল হামদুলিল্লাহ।আমারো আরো একটি ঈদ জীবন থেকে চলে গেল। একজন মানুষ যদি ষাট বছর বয়স পায় তবে তার জীবনে ঈদ আসে একশত বিশটি। তন্মদ্ধ প্রথম বিশটি ঈদ এমনিতে চলে যায় ঈদ কি তা বুঝতে। আর শতাধিক ঈদের মাযে অনেকেই অর্ধ শত ঈদ পারি দেয় জীবনের সংঙ্গা উপলবদ্ধি করার আগেই। আসলে ঈদ যখন আসে তা আনন্দের, আর যখন ঈদ শেষ হয় তখন জীবন বসন্ত হতে একটি ফুল ঝরে পরে। আমিও আমার জীবন থেকে সব মিলে প্রায় চুয়াততরটি ঈদ অতিবাহিত করলাম। তাই দূর অতীত আর অদূর ভবিৎসতের এই সন্ধিক্ষণের মাঝে দাড়িয়ে অনেক কিছুই আত্ব বিশ্লেষন ও আত্ব পর্যালোচনার সুযোগ আছে। সুযোগ আছে আত্বপোলবদ্ধি করার, সুযোগ আছে আত্বন্নোয়ন করার। সুযোগ আছে আল্লাহর কাছে আরো বেশি নিজেকে সঁপে দেওয়ার।ঈদ মোবারাক, তাক্বাব্বালল্লাহুম্মা মিন্না সালেহা আ'মালিনা।
আপনার জন্য শুভ কামনা।
আপনাকেও ধন্যবাদ।
২২
330818
২০ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন :

আমি আরব-আমিরাতের সব চেয়ে বড় মসজিদ শেখ জায়েদ মসজিদেই ঈদের নামায আদায় করেছি। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
২০ জুলাই ২০১৫ রাত ১০:৪০
273088
আবু জান্নাত লিখেছেন : ফটো সেশনের সময় টাইম কত ছিল? মসজিদ খালি কেন?
ঈদ মোবারাক
২১ জুলাই ২০১৫ দুপুর ১২:০০
273152
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আবু জান্নাত ভাই, নামাযের মসজিদ থেকে বের হবার সময় এই ছবি টা তুললাম।
২১ জুলাই ২০১৫ দুপুর ০১:২৩
273173
আবু তাহের মিয়াজী লিখেছেন : আর আমার ঈদ,মরু পর্বতের মতো হাহাকার বেদনা হূদয়ে চাপা দিয়ে, রক্তের বন্ধনে আবদ্ধ আত্মীয়স্বজনকে দেশে রেখে একটু শান্তির আশায় বিভিন্ন বিনোদনের পোগ্রামে হাজির হয়ে কিছুটা হলেও আনন্দে ছিলাম।
ঈদ মোবারাক, তাক্বাব্বালল্লাহুম্মা মিন্না সালেহা আ'মালিনা।
আপনার জন্য শুভ কামনা।Good Luck
২৩
330928
২১ জুলাই ২০১৫ সকাল ০৬:৩২
পাহারা লিখেছেন : আলহামদুলিল্লাহ পেরিসে বাংলাদেশি মসজিদে নামাজ আদায় করে সেচ্চাসেবকের দায়িত্বে ছিলাম ,হিসাব নিকাশ শেষ করে জুমুআ আদায় করে আম্মুর সাথে একটু মিষ্টি ঝগড়া করে ঘুমিয়ে পড়ি ।বিকেলে কাজ ছিল বেশ আডডা দেয়া হয়নাই ।নরমালি আমার আম্মুর সাথে ঈদের নামাজে ঝাওয়ার আগে কথা বলি কিন্তু এই ঈদের সকালে তাড়াহুড়া করে চলে ঝই তাই আম্মু ভিশন রাগে ছিলেন, তার উপর বোনের এবং আব্বুর মলম লাগানুর শিকার ,তোমার এত আদরের ছেলে নামাজের আগে কল করে নাই। তার পর বুজতে পারেন কি হয়েছে ।
২৪
331036
২১ জুলাই ২০১৫ রাত ১০:১৬
নিরবে লিখেছেন : The whole day I was in commuter train and bus traveling like a stupid.



Commenting from phone.
২৫
331089
২২ জুলাই ২০১৫ দুপুর ০১:১২
মু নূরনবী লিখেছেন : ঈদ মুবারক ...সবাইকে।


এবারের ঈদ যথারীতি গ্রামের বাড়ীতে কাটিয়েছি। তবে বৃষ্টির জন্য অনেক কিছুই শর্টকার্ট করতে হয়েছে।

কয়েকটা প্রোগ্রাম বাদ দিতে হয়েছে।

ফজরের পর ঘর ঘুছানোর কাজে আম্মাকে সহযোগীতা করার পর..রেডি হয়ে আগেই ঈদগাহে গিয়েছি। তারপর কাজিনদের সাথে নিয়ে মুর্দাদের রুহের মাগফিরাতের লক্ষ্যে কবর জিয়ারত করেছি।


এরপর দল বেঁধে সকল কাজিনদের বাড়ী গিয়ে আত্নীয়-স্বজনদের সালাম ও কশলাদি বিনিময় করে বাসায় এসে আম্মাকে সালাম করে...আম্মার
সাথে মিষ্টি মুখ।

তারপর তিন ভগ্নিপতির বাড়ী। সন্ধ্যায় গ্রামের বাজারে স্কুল বন্ধুদের সাথে আড্ডা।

পরদিন স্থানীয় ক্লাবের ঈদ পুনর্মিলনী। আমি অাবার ঐ ক্লাবের সেক্রেটারী। প্রধান অতিথি ছিলেন মার্কেন্টালই ব্যাংকের ডিরেক্টর আমাদের গ্রামের কৃতি সন্তান এবং সম্রাট গ্রুপের চেয়ারম্যান এম এ খান বেলাল।


তৃতীয়দিন নানা বাড়ী গিয়ে নানার কবর জিয়ারত, নানীর সাথে খোশ গল্প...এবং জেরা শহরে আমার আরেক প্রিয় নানার বাসায় আড্ডা।

চতুর্থ দিন সকালে ব্যস্ত নগরীর পথে....

এই ছিল ঈদ পঞ্জিকা... Happy
২৬
332671
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৪:১৫
ইবনে হাসেম লিখেছেন : সালাম সবাইকে, এবং লেট ঈদ মোবারক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File