★ছোটদের ছড়া★ _ মামার বাড়ী _
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৯ মে, ২০১৫, ০৯:০০:৩৩ রাত
আসবে আমার মামা
আনবে নতুন জামা
নতুন জামা পরে আমি
যাব মামার বাড়ী ।
----------------------------------
খেলব আমি মহা সুখে
বন্দুরা সবাই মিলে
মনের সুখে গাইব গান
খাটের উপর শুইয়ে।
----------------------------------
মামার বাড়ি বেড়াতে
কিযে মধুর লাগে
করতে হয়না পড়ালেখা
শুধু দুস্টামি চলে।
১৯/০৫/২০১৫ইং
বিষয়: বিবিধ
১৩৫৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন খুব মনেপড়ে ?
আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন...।
ধন্যবাদ আপনাকে ও
কিযে মধুর লাগে
করতে হয়না পড়ালেখা
শুধু দুস্টামি চলে।
এই বয়সে মামার বাড়ীর কথা মনে পড়ার কারণ কি?
আসলে কবিদের কত ভীমরতি থাকে। ধন্যবাদ
আসলে কবিদের কত ভীমরতি থাকে। ধন্যবাদ আপানাকেও
আমিও ছিলামনা তাই মজা ছিল ।
ধন্যবাদ আপানাকেও
ধন্যবাদ আপানাকেও
মন্তব্য করতে লগইন করুন