★__ছড়া__★
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৭ মে, ২০১৫, ০৯:৫১:০৮ রাত
এইযে মামার বাড়ী
ঐযে আমার মামী
ঘুমায় আর খায় দায়
মাস্টার নামী।
গেলে খালি দুস্টামি
চলে মারা মারি
পড়ার কথা শুনলে
পেটের ব্যাথায় মরি।
এমনিই করে চলে
কাটে কয়দিন
মামার বাড়ী গেলে
আসে সুদিন।।।
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ছেলেটাকে দেখে তো অনেক ভদ্র আর নম্র মনে হচ্ছে ।
আল্লাহ তার জীবনকে সত্য ও সন্দর পথে পরিচালিত করুন । আমীন ।
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদনিন।আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর
আমার মেয়ের ও মামা আছে!
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন