★__মধুর স্মৃতি__★
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১১ মে, ২০১৫, ০৯:৪৭:২২ রাত
ছোট যখন ছিলাম আমি কেমন ছিল স্বভাব
এমন স্বভাব লিখেদিলাম পড়ে হবেন অবাক।
অবাক কান্ড চলত হামেসা চাচাতো ভাইদের সাথে
মাঝেমাঝে ঘুরতে জেতাম হাজীগঞ্জ বাজারে।
বাজার শেষে জুম্মার নামাজ পড়তাম বড় মাসজিদে
মাসজিদে লোকারন্য পেতাম না যখনি জায়গা।
জায়গা নাপেলে দাড়িয়ে জেতাম সবাই মিলে রাস্তাঘাটে
গাড়িঘোড়া বন্দ থাকত নামাজ চলাকালে।
নামাজ শেষে ছুটে জেতাম বাড়ির পথ পানে
"মা"বিষন খুশি হতেন ভাল কান্ড দেখে।
ফেসবুকে ছবিটি দেখে মনে দিলো দোলা
জানতে পারলেন ছোট্টবেলার অবাক মধুর স্মৃতি।
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন