★__সুখ__★
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৯ মে, ২০১৫, ০৭:৩৭:২৪ সন্ধ্যা
সংসারে সুখ নাই!
সুখ আছে কই?
খুঁজে পেতে সুখ সবাই
বৈরাগী হয়! ইসলামে-
প্রবেস হয়ে
নত কর মাথা
এবার বল প্রভূর কাছে! জীবনটা -
সাজাবো আমি
কোথায় পাব পথ।
কুরআনে পাবে সুখগাঁথা! প্রভূ -
হবে খুশি
দেখাবেন পথ
নিজেদের অবস্থানে
শুখি হয়ে থাক।
০৯/০৫/২০১৫
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কবিতা লিখার প্রচেষ্টা দেখে আমি আপ্লুত! আমার নিজেরো ট্রাই করতে ইচ্ছে হচ্ছে!
শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন