Thumbs Up Beeবনভোজনে কাতার প্রবাসী ব্লগারেরা কি কান্ড না করলেন। Thumbs Up Bee

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৯ এপ্রিল, ২০১৫, ১২:৩৮:২৭ দুপুর



কি সুন্দর এই পৃথিবী! চোখ জুড়ানো বিস্তীর্ণ শ্যামল শস্য ক্ষেত। গাছের ডালে ডালে রঙ-বেরঙের ফল ফুল, তারই মাঝে রঙ-বেরঙের পাখ-পাখালি প্রজাপতির মনভোলানো খেলা। মন জুড়িয়ে যায় বিরাট আকাশটার দিকে তাকিয়ে থেকে।

মেঘের কোলে ভেসে বেড়াচ্ছে স্বাধীন ডানা মেলা পাখিরা, রোদ হাসছে ঝিকমিক। কি সুন্দর! কি সুন্দর এই সৃষ্টি! কি বিরাট বিষ্ময়কর এই সৃষ্টি! সৃষ্টির এই সৌন্দর্য উপভোগ করে শেষ করা যায় না। এর সীমা-সংখ্যা গুণে শেষ করা যায় না। বিশ্বের প্রতিটি অণু-পরমাণু মেনে চলছে আল্লাহর আইন। এই শৃংখলার কোন ব্যতিক্রম নেই।



কাতার আল শামাল

দিনটি ছিল জুম্মাবার।হঠাৎ আমাদের প্রিয় ব্লগার জামাল ভাইয়ের ফোন আসলো। আমি সালাম দিলাম উনি হাসতে হাসতে বললেন, আমরা আগামি ২৭তারিখ বনভোজনে যাব। আমি এ কথায় স্বাগত জানালাম। অনুমানিক তিন-চারদিন পরে ব্লগার বাক প্রবাস ভাই আর সাইফুল ভাইকে ফোন দিলাম। উনারাও যাবেন শুনতে পেয়ে আনন্দিত হলাম।

পিকনিকে যাবার আগের দিন মামুন ভাই এসে খাওয়ার কুপন আর সাথে একটা পেপার দিয়ে বললেন, আপনি একটা বাসের দায়িত্ব নিবেন। আর সেই বাসে আপনাকে এই পেপারটি পড়ে শুনাতে হবে।পরের দিন পিকনিক রাতে নিদ্রাহীন স্বপ্নজাল বুনানো চলছে। ঘড়ির চেইন জেনো ঘুরছেনা কিছুক্ষণ ঘুম আসলে অনেক সময় ঘুম আসছেনা। এরই মাঝে মাসজিদে ফজর এর আজান শুনতে ফেলাম। গোসল শেরে নামাজ শেষ করা অবস্থায় মামুন ভাইয়ের ফোন। আমরা রেডি কিনা।জানিয়ে দিলাম জি আমরা রেডি। এদিকে বাহিরে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে মহা চিন্তায় পড়ে গেলাম। কি হবে পিকনিকে গিয়ে। শরীরে ভীষণ জ্বর ছিল তারপরেও থেমে নেই মনের আগ্রহ আর সাহস নিয়ে নেমে পড়লাম পিকনিকের উদ্দেশ্য।

বাসের মধ্যে বসার পরেই আরো ঝুমুর বৃষ্টি শুরু হলো। কিছুক্ষনের মধ্যে আস্তে আস্তে বৃষ্টি পড়া বন্ধ হল। কিছু ডেলিগেট উঠিয়ে সামনে এগিয়ে ষাটজন পুরন করে কিছুটা সামনে গেলেই জাফর ভাই জানালেন ওখানে বৃষ্টি নেই আলহামদুলিল্লাহ্‌।

ওআচ্ছা বাসে বসেই মোবাইলে একটা ছবিতোলে ফেসবুকে দিয়ে লিখেছিলাম, পিকনিকে জাচ্ছি তবে বৃষ্টি হচ্ছে। এই লিখাটি দিয়েই নেট বন্দ করেছি। কোন, সময় আমাদের প্রিয় কবি বাক প্রবাস ভাই লিখেছিল, তাহলে গিয়ে লাভ কি! এরই মাঝে চলে গেলাম পিকনিকস্থল গার্ডেনে।



এই লিখাটি চিল ,জি ভাইজানেরা পিকনিকে যাচ্ছি,দোয়া করবেন।তবে বৃষ্টি হচ্ছে থেমে থেমে।

এবার আসি পেপারে, জেই কথা সেই কাজ। রাতেই পেপারটিতে একবার চোখ বুলিয়ে নিয়েছিলাম।

এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে এ পেপারটিতে কি লিখা ছিল। তাই ঢেলে দিলাম আপনাদের সামনে।এবার পড়ে নিন আপনারাও।

বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদ দোহা কাতার এর উদ্যেগে আয়োজিত বনভোজন -২০১৫ ইং আমার সাথে সফররত সন্মানিত ডেলিগাট ভাইয়েরা আচ্ছালামু আলাইকুম, প্রথমেই আমরা সকলে মিলে ভ্রমনের দোয়া পড়ে নিচ্ছি :

এবং মাবুদের শাহী দরবারে শুকুর গুজার হচ্ছি,শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ প্রবাসী জীবনের নানামূখী ব্যস্ততা আর একগুয়েমী জীবনের কষাঘাত থেকে সামান্য সময়ের জন্য হলেও একটু আনন্দ উপভোগ করার অর্থাৎ এই বনভোজনের ব্যাবস্থা করে দিলেন। সাথে সাথে আমি আরো শুকরীয়া জ্ঞাপন করছি এবং অন্তরের অন্তস্থল থেকে দোয়া করছি সেই প্রানপ্রিয় সংগঠনের জন্য যে সংগঠন আমাদের আখেরাতের কঠিন আজাব থেকে বাঁচার লক্ষে আল্লাহ্‌ সুবহানআল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করে জান্নাতের চিরস্থায়ী সুখ সুবিধা হাসিল করার,নির্ভুল, নিখুঁত, সহজ সরল অত্যন্ত বাস্তবমুখী এমন কিছু পদক্ষেপ গ্রহন করেছে যা আমরা আমাদের ডিউটি সহ অতী প্রিয়জনীয় কাজ কাম সেরে দীনি দায়িত্ব পালন করতে পারি। সার্থক করতে পারি আমাদের সৃষ্টির উদ্দ্যেশ্যকে।কারন আমাদের কিন্তু তাঁর কাছেই ফিরে জেতে হবে।এবং তাঁর দেয়া যাবতীয় নিয়ামতের হিসাব দিতে হবে।

যে সংগঠন আমাদেরকে একজন অভিবকের মত অনেক আপনজনের চেয়েও সযত্নে কুরআন সুন্নাহ জ্ঞানের আলো দান করে জাহেলিয়াতের অন্ধকার থেকে শিরক বেদআত নামক কঠিন গুনাহ থেকে বাঁচার জন্য অত্যন্ত বিজ্ঞান সম্মত পন্থায় ২দফা দাওয়াত এবং তিন দফা কর্মসূচি সহ নানামুখী কর্মসূচীর ব্যাবস্থা করেছে।তারই ধারাবাহিকতার অন্যতম কর্মসূচী হচ্ছে আজকের এই বনভোজন। আসলে এটাকে বনভোজন বা পিকনিক বলাটা সঠিক হবে না বরং এটাকে মূলত শিক্ষা সফর বলাটাই যথার্থ হবে।



সন্মানিত উপস্থিতি!

ভূমিকায় কুরআন ও হাদীসের আলোকে অতি সংক্ষেপে সাদা মাটা ভাবে কিছু বিষয় তুলে ধরার চেস্টা করেছি মাত্র।

ইন শা আললাহ,চলবে...................... Thumbs Up Bee Thumbs Up Bee

বিষয়: বিবিধ

১৮৮৫ বার পঠিত, ৩৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315733
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪২
আওণ রাহ'বার লিখেছেন : হামমম সেরাম বনভোজন হলো Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৮
256785
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভাইজান, ফাস্টে মন্তব্য করার জন্য খানার কিছুই দিতে পারলামনা Crying
আর আপনাকে পেয়েছি দেখে আনন্দে Applause
সিক্ত হলাম।
জাযাকাল্লাহ,,,,ভালো থাকেন অবিরত,,,
315742
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সুন্দর মনের সুন্দর মানুষদের সুন্দর আয়োজনের জন্য অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান।
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪০
256786
আবু তাহের মিয়াজী লিখেছেন : সুন্দর মনে সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য।।বারাকাল্লাহু ফীক।
315748
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৮
কাহাফ লিখেছেন :

কারাগার সম প্রবাসে মানষিক প্রফুল্লতায় এমন আয়োজন সাধুবাদ পাবে অবশ্যই!
মহান আল্লাহ সব সময়ই এমন নির্মল আনন্দে রাখুন সবাই কে!আমিন!!
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৬
256787
আবু তাহের মিয়াজী লিখেছেন : কাহাফ ভাই,অসাধারন মন্তব্য করার জন্য আপনাকে অসং্খ মুবারক বাদ।
আপনার মুল্যবান দোয়ার সাথে ছুম্মা আমীন।
জাযাকাল্লাহ ভালো সবসময়,,
315759
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৭
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ পিলাচ অনেক ধন্যবাদ স্বাগতম ভালো লাগলো Good Luck Rose Thumbs Up Cook Applause Music Call Me
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫৫
256790
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।প্রিয় ছড়াকার, কবি ভাই,সাহিত্যিক।কেমন আছেন,
আপনার মুল্যবান মন্তব্য পেয়ে মুডু মামা মামি সবাই আনন্দে সিক্ত। <:-P Tongue
একটু দুস্টামি করলাম। Good Luck
315768
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সুন্দর মনের সুন্দর মানুষদের সুন্দর আয়োজনের জন্য অনেক অনেক মোবাকরবাদ জানাই! জাযাকুমুল্লাহ খাইরান!
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০২
256791
আবু তাহের মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুম আস-সালাম ওয়া রাহতুল্লাহ!সুন্দর মনের সুন্দর মানুষদের সুন্দর মন্ত্যের জন্য আপনাকেও অনেক অনেক মোবাকরবাদ জানাই।
সাথে বারাকাল্লাহু ফীক।Good Luck Good Luck
315776
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৩
খান জুলহাস লিখেছেন : ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৪
256793
আবু তাহের মিয়াজী লিখেছেন : লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
জাযাকাল্লাহ,,,, Good Luck Good Luck
315777
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৪
আফরা লিখেছেন : খুব ভাল লাগল আপনাদের আয়োজন দেখে ।ষহেয়ারের জন্য অনেক ধন্যবাদ ।
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৪
256795
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
জাযাকাল্লা,,,,,,, Good Luck
315779
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। প্রবাস জীবনের বনভোজন নতুন উপভোগ্য বিষয়! ইচ্ছে থাকলেও অভিঙ্গতা এখনো হয়নি.....! আপনার নতুন এ আবিষ্কার শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
256835
আবু তাহের মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুম আস-সালাম ওয়া রাহতুল্লাহ!কাতারে আলহামদুলিল্লাহ্‌ যেকোন সময় যেকোন অনুসঠান করা যায়। আমরা কয়েকজন কয়েকদিন পরপর একত্রিত হয়ে কিছু সময় হাসি আনন্দ করি।
পরিশেষ লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ। Good Luck
315801
১৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : বনভোজন, পুর্মিলনি, ব্লগারদের নিয়ে বৈঠক সব আপ্নারা বিদেশে খুব সাবলীলভাবেই করে যাচ্ছেন, অথচ দেশে আমরা তা কল্পনাও করতে পারি না। দেশে আমরা দুই একজন ছাড়া আর কোন ব্লগারকেই চিনি না যারা কি না বিডি টুডে ব্লগে লেখালেখি করেন!

তা
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
256831
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবাইকে চিনবেন যদি ফেসবুকের ব্লাগর পরিচিতি গ্রুপে এই বিষয়ে একটা পোস্ট দেন
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
256837
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।

আর,শাহিন ভাইয়ের মন্তব্য আপনি পড়লেই হবে। ভালো থাকবেন অবিরত,,,
১০
315822
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য ,,তবে আপনাগো ছবি নাই কেন ???
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
256839
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রিয় ব্লগার,কলামিস্ট,সাহিত্যিক, কবি,সম্পাদক,, অবিবাহিত ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
আর ইন শা আল্লাহ্‌ আগামী পোষ্টে অনুমতি ফেলে Tongue
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
256841
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অবিবাহিত ভাই Crying Crying Crying Crying
১৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৬
256850
আবু তাহের মিয়াজী লিখেছেন : কান্দেন ক্যা,সত্যিকরে বলছিত,,,, Love Struck
১৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:১০
256851
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার ইচ্ছে কি আমি জীবিত থাকব না ??
২০ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৪
256909
আবু তাহের মিয়াজী লিখেছেন : এখন আপনি জীবিত নাWinking , বিবাহের পরে আপনি জীবিত ।Love Struck Love Struck Love Struck Love Struck
২০ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৯
256910
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখনো জীবিত আছি :D/ :D/ Happy>- Happy>-
২০ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৪
256911
আবু তাহের মিয়াজী লিখেছেন : জামাল ভাইকে দিয়ে কোন কাজ হয়না।এত অবিবাহিত কেন থাকবেন।Winking Love Struck
জাতি জানতে চায়...........।Good Luck
১১
315829
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গেলেন পার্কে বললেন বনে!!
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
256846
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।

ভাই,সবাই বলে বিয়ে খেতে যায় কিন্তু খায় বিরানি। Love Struck
তদ্রূপ বনভোজনে গিয়ে আমরা ওখানের কিছুই খাইনি। Tongue
আর আপনাকে মাত্র একটা প্রশ্ন করি,আপনিকি আমার নেয় নোয়াখালী?:Thinking
১৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৮
256865
বাকপ্রবাস লিখেছেন : বিয়ে খেতে যায় কিন্তু খায় বিরানি। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৫
256867
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আঁই চিটাইঙ্গা!!!
১২
315852
১৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৬
দ্য স্লেভ লিখেছেন : বনভোজন বেশ ভাল লাগে। প্রিয় মানুষরা থাকলে অনেক মজা হয়। যদিও কোনো পিকনিকেই আমি মজা করিনি... Happy
২০ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৭
256906
আবু তাহের মিয়াজী লিখেছেন : আগে এত মজা হতনা,যে সময় থেকে ব্লগারদের সাথে এবং সংগঠনের ভাইদের সাথে পরিচয় হয়। সেই সময় থেকেই পরবাসে মজা করে ঘুরাঘুরির মধ্যে আলাদা মজা পেতে থাকলাম। Love Struck
আর আপনার ভহু লেখা পড়েছি পিকনিক নিয়ে...........
লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।Good Luck Good Luck Good Luck
১৩
315856
১৯ এপ্রিল ২০১৫ রাত ১০:২৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
২০ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৭
256907
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
১৪
315864
১৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৭
শেখের পোলা লিখেছেন : আপনাদের বনভোজন শুনলাম, ভাল লাগল, ভাল থাকেন৷
২০ এপ্রিল ২০১৫ রাত ১২:৪২
256908
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুন্দর মনের সুন্দর মানুষদের সুন্দর মন্ত্যের জন্য এবংআমার বাড়িতে বেড়াতে আসার জন্য জাযাকাললাহ,
আসাকরি সাথেই থাকবেন।Love Struck Good Luck Good Luck Good Luck
১৫
316379
২২ এপ্রিল ২০১৫ রাত ১১:০৭
বৃত্তের বাইরে লিখেছেন : আমরা আবুধাবিতে থাকতে মরুভূমিতে প্রথম বৃষ্টি দেখাটা স্থানীয়দের কাছে অবাক করার মত আনন্দের ছিল। এখন বৃষ্টি হয়, ফুলও ফোটে। ভালো লাগলো আপনাদের বনভোজনের আয়োজন। Rose Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File