আজকে ফেসবুকে দেখিলাম জন্মদিন আমার।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৬ এপ্রিল, ২০১৫, ০২:৫৫:১০ দুপুর
প্রিয় পাঠক/ পাঠিকা আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত বিডিটুডে ব্লগে ফেসবুকে পাঠক এবংসামান্য কিছু লিখে আসছি। জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছি।গতরাত্র থেকেই অনেকেই ফেসবুকে মেসেজ করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। আপনাদের এই ভালোবাসার মূল্যায়ন আমি অধম দিতে পারবনা এই কর্ম ব্যস্ততার কারণে প্রত্যাশা অনুযায়ী আমি প্রাণ খুলে এখানে লিখতে পারিনি।
এই"মাইল ফলক জন্মদিন দেখে আমি আসলে এখন আর খুশি হতে পারি না! অথচ দিন যত যাচ্ছে, এই জন্মদিন নিয়ে মাতামাতি আরো বেশি হচ্ছে! সবাই খবর পেয়েই যাচ্ছে! ফেসবুক এর মাধ্যমে।
জম্ম ব্যাপারটাকে যত খুশির বলে মনে করা হয়ে আসলে তা তেমন খুশির নয়। জম্ম হওয়া মানে মৃত্যু ফলে বিজ বোনা। আর মৃত্যুর কথা স্মরন হলেই মন খারপ হয়ে যায়। এই বুঝি আজরাইল (আ ) হাজির হইল। খালি ভয়। গত দু 'দিন আগেও হসপিটাল গিয়ে আসলাম।
অবশ্য আল্লাহ ও তার রাসুল (সা) মৃতুকে স্মরন করতে বলেছেন বেশী বেশী। এতে মন নরম হয়। জগতের প্রতি মোহ থাকেনা।
পছন্দ অপছন্দ যাই করি না কেন এটা চির সত্য প্রত্যেকটি আত্মাকেই মৃত্যুর স্বাধ পেতে হবে। বর্তমান মানব সম্প্রদায় এই চির সত্যকে ভুলে থাকতে চেষ্টা করছে। এর জন্য তারা গা ডুবিয়ে দিচ্ছে নান ধরনে বিলাস ব্যসনে। কিন্তু মৃত্যুকে ভুলে থাকলেই কি সব সমস্যার সামাধান হয়ে যাবে। জম্ম দিনের এতো আনন্দ কেক কাটা হই হুল্লোরের মাঝে ভুলে যাই আমার জীবন থেকে খসে পড়ল আরো একটি বছর। ঝড়ে যাচ্ছে বছরগুলো এক এক করে। হায়াত কমছে।
পবিত্র আলকোরআনে জম্মানো কারন হিসাবে বলা হয়েছে ইবাদতে কথা। অর্থাত আল্লাহর ইবাদত করার জন্যই প্রানের সৃষ্টি। প্রতিটি প্রানীই তার নিজস্ব ঢংগে ইবাদত করে। কিন্তু মানব সম্পদায় তার ইবাদত এর দায়িত্ব ঠিক ভাবে পালন করেনা। সে ভুলে থাকতে চায় মুত্যর মত তার জম্মের উদ্দেশ্যকেও। জম্ম –মৃত্যু যতই ভাল বা খারাপ হোক না কেন, মনে রাখতে হবে জম্মের মাধ্যাম বান্দার পরিক্ষার হলে প্রবেশ। মৃত্যর মাধ্যমে পরিক্ষার সমাপ্তী। পরীক্ষার হলে বসে বসে কেউ যদি না লেখে সময় ন্ষ্ট করে সে হবে ক্ষতিগ্রস্থ। তেমনি দুনিয়াতে যতক্ষন থাকা হবে ততক্ষন যদি মানুষ ভোগবিলাসে কাটিয়ে মূল্যবান জীবন নষ্ট করা হয় তাহেলে একইরকম ক্ষতিগ্রস্থ হবে।
আমরা দুনিয়াতে আমলে সলেহ করলে অর্থাত সত কাজ করলে একদিকে আল্লাহর ইবাদত হত অন্যদিকে মানুষের খেদমত হত। হক্কুল ইবাদ অর্থাত মানুষের হক যে আদায় করে সে আল্লাহর খুব পছন্দের। এই মানবিক চেতনা মানুষকে দিতে পারে শান্তির পথ।
ভাল থাকবেন। সঙ্গে থাকবেন দোয়া করবেন সবমসয়। শুভ হউক আপনার জীবন এই কামনায়-শুভেচ্ছান্তে শুভেচ্ছা।
বিষয়: বিবিধ
২৮৭৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই জন্মদিন আমার বাপ দাদা ১৪গুস্টির মধ্যে কেহই ফালন করেনাই।
আর আমার লেখাটি একটু ভালো করে দেখে একটু বলবেন ভাইজান।
ধন্যবাদান্তে শুভেচ্ছা থাকলো।। মোবাইলে মন্তব্য কুরলাম কিছুই দেখছিনা।।
মন্তব্য করতে লগইন করুন