প্রবাসের খিচুড়ী সমাচার :
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৬ মার্চ, ২০১৫, ১২:২৭:৫২ রাত
আজকে আপনাদের মাঝে একটা ছোট খাট রম্য পোস্ট দিলাম।জানি আপনাদের ভালো লাগবেনা তার পরেও ঢেলে দিলাম, সামান্যতম হাসার জন্য। তাহলে শুরু,,,,
কাতারে বাংলাদেশী প্রবাসীদের অনেকেই জানিয়েছেন উনাদের বৃষ্টি দিনে খিচুরী খুবই পছন্দ, মুরগী বা সবজি দিয়ে। তবে ইলিশ ভাজাটা হলে আরো দারুন হয়।
এই রিপোর্ট লেখা অবস্থায় আরো একজন প্রবাসী জানালেন কাতারে ইলিশ কিনতে অনেকের দু 'দিনের ডিউটিরর টাকা চলে যায়।প্রতি কেজি ইলিশ ৭০/৮০ রিয়েল গুনতে হয়।
এই কথা শুনে রিপোর্টারের হার্ট অনেক শক্ত করে কিছু সময় নিরব থাকতে হয়।তা না হলে হার্ট ফেল করতে পারে!
ওই প্রবাসী আরো বলেন এতো দাম দিয়ে ইলিশ কিনে খিচুড়ি খাবেনা বলে অনেকেই যানিয়ে ছেন। এবং এতো দাম কেনো ইলিশের তাও প্রবাসী অনেকেই আপনাদের মাধ্যমে জানতে চেয়েছেন।
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পিয়াজ ছাড়া যদি ভর্তা খাওয়া যায় তাহলে ইলিশ ছাড়াও খিচুরী খাওয়া যাবে ভাইয়া । ডিম মনে সস্তা আছে ডিম ভেজে খিচুরি দিয়ে খান সেটাও মজা লাগবে ।
ইলিশ মাছ আমাদের এখানে ও অনেক দাম আমি কোন মাছই খাই না বাসার আর সবাই খায় তো তাই শুনি ।
মন্তব্য করতে লগইন করুন