আহারে এখন আর আগের মতো আড্ডা পোষ্ট হয়না।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৩ মার্চ, ২০১৫, ০১:৪৩:৩৭ দুপুর
একটা সময় ছিল আমরা সবাই সোনার বাংলাদেশ ব্লগে, পরে বিডিটুডে ব্লগে চুঠিয়ে আড্ডা মারিতাম, আমরা কিছু আড্ডাবাজ ব্লগার ছিলাম আডাপোষ্ট দিলেই ঝাপিয়ে পরতাম আজকাল উনাদেরকেও দেখিনা নিজেও কেমন যেন হয়ে গেছি আড্ডা পোষ্টে ঝাপিয়ে পড়ার সময় পাইনা,
সেইসব আড্ডাকে খুব মিস করি।
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতে ব্লগ জমবে ভালো।
তাহলেতো আর দেরিকেন?
যারযার অবস্থান থেকে চেষ্টাকরি,,,,
আর কেমন আছেন ভাইজান?
তাহলেতো আর দেরিকেন?
যারযার অবস্থান থেকে আমরা চেষ্টাকরি,,,,
আর কেমন আছেন ভাইজান?
পাঠক কিন্তু অনেকেই ভুলতে পারেনাই sb কে।
আপনাকে চিনতে পারিনি বলে,,,,,,
ভালো থাকবেন অবিরত,,,
আপনার মন্তব্যর উত্তর দিবেন।
আর এ ও আসাকরি বিডিটুডের মুডুরা আড্ডাবাজদের আড্ডা পোষ্টগুলি স্টিকি করে রাখার জন্য। এতে সত ব্যস্ততার মাজেও একবার এসে ডু মারবে।
ফেসবুকে দেখেছি বাহার ভাইও সকলকে বিষয়টি জানিয়েছেন।
আপনাকে অসং্খ ধন্যবাদ। অতি চমতকার মন্তব্য করার জন্য।
ভালো থাকবেন অবিরত,,,,,,
শুভ কামনা থাকলো।
কিছু দিনের মধ্যে শুরু হবে,,,,
আপনি ও থাকবেন
ইনশা আল্লাহ্ শুরুকরেছি কিছুদিনের মধ্যে।
ভালো থাবেন অনির,,,,,,
ভালো থাবেন অনির,,,,,,<:-P <:-P <:-P <:-P
মন্তব্য করতে লগইন করুন