আহারে এখন আর আগের মতো আড্ডা পোষ্ট হয়না।

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৩ মার্চ, ২০১৫, ০১:৪৩:৩৭ দুপুর





একটা সময় ছিল আমরা সবাই সোনার বাংলাদেশ ব্লগে, পরে বিডিটুডে ব্লগে চুঠিয়ে আড্ডা মারিতাম, আমরা কিছু আড্ডাবাজ ব্লগার ছিলাম আডাপোষ্ট দিলেই ঝাপিয়ে পরতাম আজকাল উনাদেরকেও দেখিনা নিজেও কেমন যেন হয়ে গেছি আড্ডা পোষ্টে ঝাপিয়ে পড়ার সময় পাইনা,

সেইসব আড্ডাকে খুব মিস করি।

বিষয়: বিবিধ

১১৬২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310629
২৩ মার্চ ২০১৫ দুপুর ০২:৩২
প্রবাসী আশরাফ লিখেছেন : এসবি ব্লগের সেই আড্ডাটা আজ আর নাই...আজ আর নাই...কোথায় হারিয়ে গেলো সোনালি দিন গুলো সেই...আজ আর নাই...শিয়াল পন্ডিত,স্বপ্নকুটির,লোকমান কত শত বন্ধু কোথায় যে হারিয়ে গেলো আজ আর নাই...আজ আর নাই...
২৩ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৩
251616
আবু তাহের মিয়াজী লিখেছেন : চলেন ভাইজা,, আমরা আগের নেয় আড্ডাবাজ যাহারা আছি সভাইকে নিয়ে শুরু করেদেন।

এতে ব্লগ জমবে ভালো।
310632
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সবাই কেমন যেন ছন্নছাড়া ছন্নছাড়া,, আগের মত আর কেউ নেই। Sad
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫১
251622
আবু তাহের মিয়াজী লিখেছেন : ইনশা আল্লাহ্‌, সবাই চেষ্টা করলে আগের নেয় ব্লগ হয়ে উঠবে জমজমাট।
তাহলেতো আর দেরিকেন?
যারযার অবস্থান থেকে চেষ্টাকরি,,,,

আর কেমন আছেন ভাইজান?
310634
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:২৮
ডক্টর সালেহ মতীন লিখেছেন : মিয়াজি ভাই ঠিকই বলেছেন। তবে এর জন্য অনেক ঘাত-প্রতিঘাত দায়ী। আসুন না এখন থেকে আবার সেই জামানায় ফিরে যাই।
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৭
251626
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকে অনেক মোবারকবাদ ভাইজান।
তাহলেতো আর দেরিকেন?
যারযার অবস্থান থেকে আমরা চেষ্টাকরি,,,,

আর কেমন আছেন ভাইজান?

310636
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! এসবি ব্লগাররা বেশ চমৎকার ছিলেন
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৫:০২
251627
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাই জীবনে প্রথম কিবোর্ড চিনিয়েছে সোনার বাংলাদেশ ব্লগ আমাকে এবং অনেকেই এখন লেখক। আমি সুধু মাত্র
পাঠক কিন্তু অনেকেই ভুলতে পারেনাই sb কে।
আপনাকে চিনতে পারিনি বলে,,,,,,
ভালো থাকবেন অবিরত,,,
310645
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমরা তখন না ব্লগ চিনতাম, আর না ব্লগে লিখেছি, শুনেছি এস বি ব্লগারদের কথা। আবেদন থাকবে, হাজার ব্যস্ততার মাঝেও তারা মাঝে মাঝে আসবেন, আমাদের শিখাবেন, সাথে আড্ডা দেবেন, আরো দেবেন উৎসাহ প্রেরণা। আমরা জানি উনারা চাইলেও সবসময় আমাদের মাঝে সরব থাকতে পারবেন না, উনাদের দায়িত্ব আমাদেরকেই কাধে নিতে হবে, তাই কিভাবে লিখলে পাঠক জনপ্রিয়তা, শুধু পড়ার জন্য নয়, বিনোদন খুঁজে পাবে, এসে ছবক দিয়ে গেলেই পারেন!
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
251640
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমি আসাকরি এস বির বিজ্ঞ ব্লগারেরা
আপনার মন্তব্যর উত্তর দিবেন।
আর এ ও আসাকরি বিডিটুডের মুডুরা আড্ডাবাজদের আড্ডা পোষ্টগুলি স্টিকি করে রাখার জন্য। এতে সত ব্যস্ততার মাজেও একবার এসে ডু মারবে।
ফেসবুকে দেখেছি বাহার ভাইও সকলকে বিষয়টি জানিয়েছেন।
আপনাকে অসং্খ ধন্যবাদ। অতি চমতকার মন্তব্য করার জন্য।
ভালো থাকবেন অবিরত,,,,,,
শুভ কামনা থাকলো।
310699
২৩ মার্চ ২০১৫ রাত ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা সবাই যে গাড্ডায় পড়েছি আড্ডা দেয়া বন্ধ হয়ে গিছেয়ে।
২৪ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৮
251828
আবু তাহের মিয়াজী লিখেছেন : ইন শা আল্লাহ্‌,, সবাই আড্ডায় যোগদানকারী হবে।
কিছু দিনের মধ্যে শুরু হবে,,,,
আপনি ও থাকবেন
310709
২৩ মার্চ ২০১৫ রাত ১১:৫৩
আফরা লিখেছেন : ভাইয়া আবার চালু করেন আড্ডা পোষ্ট আমি আছি আপনাদের সাথে ।
২৪ মার্চ ২০১৫ দুপুর ০১:৫১
251829
আবু তাহের মিয়াজী লিখেছেন : মাশা আল্লাহ্‌, আপুজি থাকতে পারবেন আমাদের কি হয়েছে,,,,,,,
ইনশা আল্লাহ্‌ শুরুকরেছি কিছুদিনের মধ্যে।
ভালো থাবেন অনির,,,,,,
310735
২৪ মার্চ ২০১৫ রাত ০২:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আড্ডা শুরু করতে হবে। আপনারা এগিয়ে আসলে আমি আছি। অনেক ধন্যবাদ
২৪ মার্চ ২০১৫ দুপুর ০২:১০
251831
আবু তাহের মিয়াজী লিখেছেন : ইনশা আল্লাহ্‌ শুরুকরেছি কিছুদিনের মধ্যে।
ভালো থাবেন অনির,,,,,,<:-P <:-P <:-P <:-P Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File