কতস্মৃতি পড়েছে মনে।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৪৭:৪১ রাত
আসব কখন বাজার থেকে
অপেক্ষায় থাকত দুজনে।
ঘুমাতনা বসে থাকত
কিছু একটা আনে।।
অবুঝ মনের ভাষা বুঝতে
লুকয়ে রাখতাম হাতে।
এমনি করে সময়মত
দিয়েই দিতাম হাতে।।
এমন একজন বাবা আমি
পারছিনা সংগ দিতে।
পারছিনা আমি বুকে জড়িয়ে
আদর সোহাগ দিতে।।
পারছিনা আমি কুলে নিয়ে
বাড়ীর আঈিনা ঘুরতে।
পারছিনা আমি তাদের সাথে
হাসি খেলা করতে।।
পারছিনা আমি তাদেরকে
আদর করে খাওয়াতে।
পারছিনা আমি হাতটি ধরে
সুন্দর করে সুসিক্ষা দিতে।
চাঁদ তারার মতো সত্য ছিলো
হতে ছেয়েছিলাম বাবা।
আমার সন্তানেরা ভুগছে কেনো
বাবা শুন্যতায়।
( আজ অর্থ নামক নরপিশাচ আমাদের ভালোবাসার দেয়াল হয়ে দাড়াবে ভাবতেই গাঁ শিউরে উঠে।)
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করুন । আমীন ।
আর আল্লাহ্র অশেষ শুকরিয়া, আমাকে দু,টো সন্তান দান করেছেন।
যদিও প্রবাসেবসে তাদের জন্য কস্টহয়।মাজমাজে ফোনে কথাবলে কিছুটা দুরকরি।
আর আপনার দোয়াতে আমারজন্য, আমার সন্তানদের জন্য দোয়া করতে ভুলবেন না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন অবিরত।
মন্তব্য করতে লগইন করুন