ঈদের আড্ডা ,আপনারা কোথায় ঈদ করেছেন।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ৩০ জুলাই, ২০১৪, ০৫:২১:৩০ বিকাল
রোজার শেষে আনন্দের বার্তা নিয়ে মুসললিম জাতির দারে দারে উপস্থিত হয়েছে ঈদ। ধনি-গরিব এক কাতারে ঈদের জামাত শেষে কোলাকুলি যেন স্বর্গীয় দৃশ্য। আনন্দ প্রকাশের এক দৃষ্টি নন্দন ছবি। ক্ষনিকের তরে হলেও সব ভেদাভেদ ভুলিয়ে দিতে সক্ষম এই ঈদ। কিন্তু এই আনন্দের মাঝেও কিছু কিছু মানুষ আছে যাদের গায়ে ঈদে আনন্দের কোন ছোয়া লাগে না।
এদের মধ্যে এক প্রকার হচ্ছে গরিব দুঃখি মানুষ যারা অর্থের অভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না, আরেক প্রকার মানুষ হচ্ছে যারা প্রবাসী। তাদের কাছে টাকা পয়সা থাকলেও আপনজনেরা কাছে না থাকার কারণে ঈদ তাদের জীবনে কোন প্রকার প্রভাব বিস্তা করতে পারে না।
আর ফিলিস্তিনের গাজার রক্তে চাঁদটা ও যেন লাল ছিলো।তাই শিশুদের জন্য হৃদয়ের বেদনা বিধুর হয়ে বিউগলের করুণ সুর বাঝছে।
সেই দিনটাতো আর দূরে নয়,জালিমদের সব চুর মার হবেই হবে ইনশা আল্লাহ।
চলেন সবে খুশি হই আনন্দে ভরে রই মুছে সব শোক সব ব্যাথা শেয়ার করি মনের কথা।
ভরে উঠুক চারিদিক চারপাশ আনন্দে পাখিরা গেয়ে উঠুক নতুন ছন্দে।
আমরা আজকের আড্ডায় কে কোথায় কিভাবে ঈদ করেছি তা শেয়ার করি চলুন।
বিষয়: বিবিধ
৪০১১ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আপনিতো আনন্দ করেছেন, ঠিক বলছিনা?
আর আমি দোয়া করি , আপনার জীবনে প্রতিটি দিন আনন্দ অক্ষুন্ন থাকুক প্রতিটি ক্ষেত্রে। আমীন।
তাই ঈদের দিন ঈদের পরের দিনও বাসা থেকে বের হয়নাই।
এবার আসেন কোলা কোলিটা হয়ে যাক।
আর আপনার জন্য দোয়া থাকলো, জীবনে প্রতিটি দিন আনন্দ অক্ষুন্ন থাকুক প্রতিটি ক্ষেত্রে। আমীন।
সকালবেলা মেঘলা কিন্তু খুব চমতকার একটা ওয়েদার ছিল - সুব'হান আল্লাহ !
তবে দিন বাড়ার সাথে সাথে মেঘলা ভাব কেটে গেলেও গরমটা ছিল সহনীয়।
আপনি আপনজনদের সাথে ঈদ করেছেন যেনে খুব ভালো লাগলো।
আসলে দেশের ঈদের মজাই আলাদা।
তার সাথে আনজনদের সাথে।
পরি শেষে বলি আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দময়।
আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দময়।
এবার বলেন কি কি খেয়েছেন? >- >- >-
এখন ডিউটি আরম্ব হইছেকিনা ভাইজান।
আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দময়।
আর আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দময়।
ঈদ মুবারক!
মন্তব্য করতে লগইন করুন