ঈদের আড্ডা ,আপনারা কোথায় ঈদ করেছেন।

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ৩০ জুলাই, ২০১৪, ০৫:২১:৩০ বিকাল



রোজার শেষে আনন্দের বার্তা নিয়ে মুসললিম জাতির দারে দারে উপস্থিত হয়েছে ঈদ। ধনি-গরিব এক কাতারে ঈদের জামাত শেষে কোলাকুলি যেন স্বর্গীয় দৃশ্য। আনন্দ প্রকাশের এক দৃষ্টি নন্দন ছবি। ক্ষনিকের তরে হলেও সব ভেদাভেদ ভুলিয়ে দিতে সক্ষম এই ঈদ। কিন্তু এই আনন্দের মাঝেও কিছু কিছু মানুষ আছে যাদের গায়ে ঈদে আনন্দের কোন ছোয়া লাগে না।



এদের মধ্যে এক প্রকার হচ্ছে গরিব দুঃখি মানুষ যারা অর্থের অভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না, আরেক প্রকার মানুষ হচ্ছে যারা প্রবাসী। তাদের কাছে টাকা পয়সা থাকলেও আপনজনেরা কাছে না থাকার কারণে ঈদ তাদের জীবনে কোন প্রকার প্রভাব বিস্তা করতে পারে না।



আর ফিলিস্তিনের গাজার রক্তে চাঁদটা ও যেন লাল ছিলো।তাই শিশুদের জন্য হৃদয়ের বেদনা বিধুর হয়ে বিউগলের করুণ সুর বাঝছে।

সেই দিনটাতো আর দূরে নয়,জালিমদের সব চুর মার হবেই হবে ইনশা আল্লাহ।

চলেন সবে খুশি হই আনন্দে ভরে রই মুছে সব শোক সব ব্যাথা শেয়ার করি মনের কথা।

ভরে উঠুক চারিদিক চারপাশ আনন্দে পাখিরা গেয়ে উঠুক নতুন ছন্দে।

আমরা আজকের আড্ডায় কে কোথায় কিভাবে ঈদ করেছি তা শেয়ার করি চলুন।



বিষয়: বিবিধ

৪০১১ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249530
৩০ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈদ সবার জন্য কিন্তু আনন্দ সবার করা হয়ে উঠে না
০১ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৮
194155
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঈদ তো সবার জন্য! কেন সবার আনন্দ হয়না ভাইজান?
আর আপনিতো আনন্দ করেছেন, ঠিক বলছিনা?
আর আমি দোয়া করি , আপনার জীবনে প্রতিটি দিন আনন্দ অক্ষুন্ন থাকুক প্রতিটি ক্ষেত্রে। আমীন।Good Luck Good Luck
249537
৩০ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫১
সান বাংলা লিখেছেন : আবুধাবী ঈদ ক্রলাম রুমের মধ্যে তিন বেলা খেয়ে আর ঘুমিয়ে!প্রবাসিদের আবার ঈদ! তার উপ্রে যা গরম পড়ছে বাহিরে যওয়ার উপায় নেই।মেহমান এসে নিজেই পাক করে খাইলো হা হা হা .........
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:০৩
194156
আবু তাহের মিয়াজী লিখেছেন : তাহলে তো মেহমান কে মোবারক বাদ দেয়া যায়। আর মেজবান আমার মত অলসTongue
তাই ঈদের দিন ঈদের পরের দিনও বাসা থেকে বের হয়নাই।
এবার আসেন কোলা কোলিটা হয়ে যাক।
আর আপনার জন্য দোয়া থাকলো, জীবনে প্রতিটি দিন আনন্দ অক্ষুন্ন থাকুক প্রতিটি ক্ষেত্রে। আমীন।Praying
249539
৩০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০২
হতভাগা লিখেছেন : আসসালামু'আলাইকুম । ঈদ মোবারক মিয়াজী ভাই । আল'হামদুলিল্লাহ ঈদ বরাবরের মত ঢাকাতেই করেছি এবং আপনজনদের সাথে করেছি ।

সকালবেলা মেঘলা কিন্তু খুব চমতকার একটা ওয়েদার ছিল - সুব'হান আল্লাহ !
তবে দিন বাড়ার সাথে সাথে মেঘলা ভাব কেটে গেলেও গরমটা ছিল সহনীয়।
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:১১
194157
আবু তাহের মিয়াজী লিখেছেন : ওআলাইকুম আচ্ছালাম,আপনাকে ও ঈদ মোবারক ভাইজান,
আপনি আপনজনদের সাথে ঈদ করেছেন যেনে খুব ভালো লাগলো।
আসলে দেশের ঈদের মজাই আলাদা।
তার সাথে আনজনদের সাথে।

পরি শেষে বলি আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দময়। Good Luck Good Luck
249542
৩০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : ঈদ মোবারক।
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:১৩
194158
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঈদ মোবারক পেলামা । এবার বলেন কোথায় কোথয় ঘুরা-ঘুরি করছেন। আর বাসায় বসে কি কি থেলেন,,,,,,,,,,,,,,,,Tongue Tongue Love Struck Good Luck
249544
৩০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
বেআক্কেল লিখেছেন : আমি আমার বাসার পাশের মসিজিদে ইদ মোবারক সাড়ছি।
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:১৪
194159
আবু তাহের মিয়াজী লিখেছেন : আর কোথায় ও যান্নাই?Tongue Good Luck
249556
৩০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
সন্ধাতারা লিখেছেন : Eid mubarak
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:১৫
194160
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকেও ঈদ মোবারক ।
আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দময়।Praying
249560
৩০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
ফখরুল লিখেছেন : ভাই আমি খালি ঘুমাইছি।
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:১৮
194161
আবু তাহের মিয়াজী লিখেছেন : একথা আমি মানি না! কারন বাসায় অনেক লোক আছেTongue আপনাকে ভাল মন্দ বানিয়ে সামনে দিয়েছে, তাইনা?
এবার বলেন কি কি খেয়েছেন?Crying Crying Happy>- Happy>- Happy>-
০২ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৫
194368
ফখরুল লিখেছেন : MOney Eyes ;Winking ;Winking Winking
249627
৩১ জুলাই ২০১৪ সকাল ০৭:০০
বাজলবী লিখেছেন : জেদ্দায় ঈদ কাটালাম তাও অাবার ঘুমিয়ে।
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:২১
194162
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনিত ঘুমিয়েছেন! আমার ঘুমই আসেনা...........
এখন ডিউটি আরম্ব হইছেকিনা ভাইজান।
আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দময়।Praying Praying Praying Praying
249767
৩১ জুলাই ২০১৪ রাত ১১:৩০
আফরা লিখেছেন : বাসায়ই কোথাও যাওয়া হয়নি ।
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:২৪
194163
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঠিক বলেছেন, কি করে যাবেন! ঈদের দিনের খাবারের ছবি ব্লগে যা দেখলাম, এতো একদিনের কাজনা:Thinking :Thinking

আর আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দময়।Praying Praying
১০
249824
০১ আগস্ট ২০১৪ সকাল ০৫:১৫
ভিশু লিখেছেন : দারুণ ঈদ-পোস্ট! ভাল্লাগ্লো ভাইয়া!
ঈদ মুবারক!
১১
250177
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
শেখের পোলা লিখেছেন : টরোন্টয়, ফ্যামিলী, বন্ধু ও প্রতিবেশী দেশীদের সাথে৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File