সোমবার মধ্যপ্রাচ্যে ঈদ
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৭ জুলাই, ২০১৪, ১০:০৫:৪২ রাত
রমজানের ঐ রোযার শেষে এলো খুশির ঈদ । ২৯ রমজান শেষে আগামী ২৮ জুলাই সোমবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন হবে।
ইসলামী প্রকল্পের আওতাধীন চাঁদ পর্যবেক্ষক জ্যোর্তিবিজ্ঞানীরা পর্যালোচনা করে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ২৭ জুলাই রবিবার রমজান মাসের শেষ দিন।
তাই ২৮ জুলাই সোমবার শাওয়াল মাসের প্রথম দিন। সৌদি আরবের ইসলামী চাঁদ পর্যবেক্ষন প্রকল্পের চেয়ারম্যান মোহাম্মদ শওকত ওদাহ দৈনিক আল মদিনাকেও একই তথ্য জানান ।
এখানের খবর।
ঈদের দিন যত নিকটে আসছিল মন ততো খারাপ হচ্ছিল, কারন বিদেশ বাড়িতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া ঈদ,খারাপ লাগারই কথা, কিন্তু দেখতে দেখতে ঈদের দিণ চলে আসলো আগামি কাল ঈদ, আমাদের এখানে (দোহা,কাতার) আগামি কাল ঈদ ।
তাইত একা একা বসে কাজী নজরুল ইসলামের গানটা শুনছেলিম। আপনাদের সাথে ও শেয়ার করলাম।
ও মন রমজানের ঐ রোজার শেষে
এল খুশীর ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে
শোন আসমানি তাকিদ।।
তোর সোনাদানা বালাখানা
সব রাহে লিল্লাহ
দে জাকাত মুর্দা মুসলিমের আজ
ভাঙ্গাইতে নিঁদ।।
তুই পড়বি ঈদের নামাজ বে মন
সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম
হয়েছে শহীদ।।
আজ ভুলে গিয়ে দোস্ত- দুশমন
হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল
ইসলামে মুরিদ।।
যারা জীবন ভরে রাখছে রোজা
নিত- উপবাশী
সেই গরীব এতিম মিসকিনে দে
যা কিছু মফিদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে
শিরণী তৌহিদের,
তোর দাওত কবুল করবেন হজরত,
হয় মনে উমীদ।।
তোরে মারল ছুঁড়ে জীবন জুড়ে
ইঁট পাথর যারা
সেই পাথর দিয়ে তোল রে গ'ড়ে
প্রেমেরি মসজিদ।।
দেশে কিংবা প্রাবসে, যে যেখানেই আছেন সবার ঈদ হোক আনন্দময় ।
ঈদের গান
বিষয়: বিবিধ
২৮০১ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবার আমিও আপনার মতো একা একা ঈদ করবো...
ঈদ বয়ে আনুক আপনার জীবনে সুখ শান্তি প্রীতি আর ভালবাসা। আপনার জন্য শুভ কামনা।
ঈদ বয়ে আনুক আপনার জীবনে সুখ শান্তি প্রীতি আর ভালবাসা। আপনার জন্য শুভ কামনা।
সেমাই রান্না করব চলে আসেন।
আসেন আসেন বুকে আসেন ....... প্রবাসের ঈদ মোবারক টা হয়ে জাক।
ঈদ বয়ে আনুক আপনার জীবনে সুখ শান্তি প্রীতি আর ভালবাসা। আপনার জন্য শুভ কামনা।
সেমাই রান্না করব চলে আসেন।
আসেন আসেন বুকে আসেন ....... প্রবাসের ঈদ মোবারক টা হয়ে জাক।
ঈদ বয়ে আনুক আপনার জীবনে সুখ শান্তি প্রীতি আর ভালবাসা। আপনার জন্য শুভ কামনা।
রবিবার দিনগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার সারা পৃথিবীতে ঈদ হবে ইনশাআল্লাহ। রবিবার দিনগত সন্ধ্যায় চাঁদ না দেখা গেলে সোমবার ৩০ রোজা পূর্ণ করে মঙ্গলবার ঈদ হবে ইনশাআল্লাহ। ঢাকায় ঈদের জামাত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর সামনে সামারাই কনভেনশন সেন্টারে অনু্ঠিত হবে ইনশাআল্লাহ।
তারিখঃ
০১/১০/১৪৩৫ হিজরী (- -/০৭/২০১৪)
সময়ঃ
সকাল ৭:৩০ (প্রথম জামাত)
সকাল ৮:৪৫ (দ্বিতীয় জামাত)
স্থানঃ
সামারাই কনভেনশন সেন্টার
২৩/জি/৭, পান্থপথ, ঢাকা-১২০৫
(বসুন্ধরা সিটি মার্কেটের বিপরীত পাশে)
তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম…
আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দ। এই খুশির ঈদের দিনে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ও দীর্ঘ জীবন দান করুক-আমীন
রবিবার দিনগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার সারা পৃথিবীতে ঈদ হবে ইনশাআল্লাহ। রবিবার দিনগত সন্ধ্যায় চাঁদ না দেখা গেলে সোমবার ৩০ রোজা পূর্ণ করে মঙ্গলবার ঈদ হবে ইনশাআল্লাহ। ঢাকায় ঈদের জামাত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর সামনে সামারাই কনভেনশন সেন্টারে অনু্ঠিত হবে ইনশাআল্লাহ।
তারিখঃ
০১/১০/১৪৩৫ হিজরী (- -/০৭/২০১৪)
সময়ঃ
সকাল ৭:৩০ (প্রথম জামাত)
সকাল ৮:৪৫ (দ্বিতীয় জামাত)
স্থানঃ
সামারাই কনভেনশন সেন্টার
২৩/জি/৭, পান্থপথ, ঢাকা-১২০৫
(বসুন্ধরা সিটি মার্কেটের বিপরীত পাশে)
তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম…
আলহামদুলিল্লাহ শাওয়াল মাসের চাঁদ দেখা খবর নিশ্চিত করা গেছে। সোমবার (জুলাই ২৮, ২০১৪) সারা পৃথিবীতে ঈদুল ফিতর। তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম…
ঢাকায় ঈদের জামাত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর সামনে সামারাই কনভেনশন সেন্টারে অনু্ঠিত হবে ইনশাআল্লাহ।
তারিখঃ
০১/১০/১৪৩৫ হিজরী (২৮/০৭/২০১৪) সোমবার
সময়ঃ
সকাল ৭:৩০ (প্রথম জামাত)
সকাল ৮:৪৫ (দ্বিতীয় জামাত)
স্থানঃ
সামারাই কনভেনশন সেন্টার
২৩/জি/৭, পান্থপথ, ঢাকা-১২০৫
(বসুন্ধরা সিটি মার্কেটের বিপরীত পাশে)
তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম…
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
সব্বাইকে ঈদ মুবারক।
আপনার বাড়িতে আমার ঈদের দাওয়াত রইলো।
আমার ঈদ বোনাস যেনো ঠিকঠিক পাই হামমম এটা যেনো মনে থাকে।
আপনকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক । এই খুশির ঈদের দিনে আমার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন,হৃদয় নিংড়ানো ভালবাসা, প্রাণঢালা শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আর শুভ কামনা রইল।
আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দ। এই খুশির ঈদের দিনে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ও দীর্ঘ জীবন দান করুক-আমীন
মন্তব্য করতে লগইন করুন