Rose Big Hugসোমবার মধ্যপ্রাচ্যে ঈদ Rose Big Hug

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৭ জুলাই, ২০১৪, ১০:০৫:৪২ রাত



রমজানের ঐ রোযার শেষে এলো খুশির ঈদ । ২৯ রমজান শেষে আগামী ২৮ জুলাই সোমবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন হবে।

ইসলামী প্রকল্পের আওতাধীন চাঁদ পর্যবেক্ষক জ্যোর্তিবিজ্ঞানীরা পর্যালোচনা করে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ২৭ জুলাই রবিবার রমজান মাসের শেষ দিন।

তাই ২৮ জুলাই সোমবার শাওয়াল মাসের প্রথম দিন। সৌদি আরবের ইসলামী চাঁদ পর্যবেক্ষন প্রকল্পের চেয়ারম্যান মোহাম্মদ শওকত ওদাহ দৈনিক আল মদিনাকেও একই তথ্য জানান ।

এখানের খবর।

ঈদের দিন যত নিকটে আসছিল মন ততো খারাপ হচ্ছিল, কারন বিদেশ বাড়িতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া ঈদ,খারাপ লাগারই কথা, কিন্তু দেখতে দেখতে ঈদের দিণ চলে আসলো আগামি কাল ঈদ, আমাদের এখানে (দোহা,কাতার) আগামি কাল ঈদ ।

তাইত একা একা বসে কাজী নজরুল ইসলামের গানটা শুনছেলিম। আপনাদের সাথে ও শেয়ার করলাম।

ও মন রমজানের ঐ রোজার শেষে

এল খুশীর ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে

শোন আসমানি তাকিদ।।

তোর সোনাদানা বালাখানা

সব রাহে লিল্লাহ

দে জাকাত মুর্দা মুসলিমের আজ

ভাঙ্গাইতে নিঁদ।।

তুই পড়বি ঈদের নামাজ বে মন

সেই সে ঈদগাহে

যে ময়দানে সব গাজী মুসলিম

হয়েছে শহীদ।।

আজ ভুলে গিয়ে দোস্ত- দুশমন

হাত মিলাও হাতে,

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল

ইসলামে মুরিদ।।

যারা জীবন ভরে রাখছে রোজা

নিত- উপবাশী

সেই গরীব এতিম মিসকিনে দে

যা কিছু মফিদ।।

ঢাল হৃদয়ের তোর তশতরীতে

শিরণী তৌহিদের,

তোর দাওত কবুল করবেন হজরত,

হয় মনে উমীদ।।

তোরে মারল ছুঁড়ে জীবন জুড়ে

ইঁট পাথর যারা

সেই পাথর দিয়ে তোল রে গ'ড়ে

প্রেমেরি মসজিদ।।

দেশে কিংবা প্রাবসে, যে যেখানেই আছেন সবার ঈদ হোক আনন্দময় ।

ঈদের গান

বিষয়: বিবিধ

২৮০১ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248874
২৭ জুলাই ২০১৪ রাত ১০:১৫
সিটিজি৪বিডি লিখেছেন : Eid mubarak
২৭ জুলাই ২০১৪ রাত ১০:১৬
193395
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকে ও ঈদ মোবারক। Mohammed Jamal Uddin ভাই।
248876
২৭ জুলাই ২০১৪ রাত ১০:১৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : ঈদ মোবারক।
এবার আমিও আপনার মতো একা একা ঈদ করবো...
২৭ জুলাই ২০১৪ রাত ১০:২২
193397
আবু তাহের মিয়াজী লিখেছেন : এবার বুঝবেন একা ঈদ কেমন রাগে ভাইজান।Good Luck
ঈদ বয়ে আনুক আপনার জীবনে সুখ শান্তি প্রীতি আর ভালবাসা। আপনার জন্য শুভ কামনা।
248877
২৭ জুলাই ২০১৪ রাত ১০:২৬
ফখরুল লিখেছেন : ঈদ মোবারক।
Big Hug
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৩২
193400
আবু তাহের মিয়াজী লিখেছেন :
248879
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঈদ মোবারক Big Hug Big Hug Rose Rose
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৩৪
193401
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসেন আসেন বুকে আসেন ....... প্রবাসের ঈদ মোবারক টা হয়ে জাক।
ঈদ বয়ে আনুক আপনার জীবনে সুখ শান্তি প্রীতি আর ভালবাসা। আপনার জন্য শুভ কামনা।
248882
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঈদ মুবারক!!!
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৪০
193403
আবু তাহের মিয়াজী লিখেছেন :

সেমাই রান্না করব চলে আসেন।
আসেন আসেন বুকে আসেন ....... প্রবাসের ঈদ মোবারক টা হয়ে জাক।
ঈদ বয়ে আনুক আপনার জীবনে সুখ শান্তি প্রীতি আর ভালবাসা। আপনার জন্য শুভ কামনা।
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৪৪
193406
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মালেয়শিয়ার এয়ার লাইন্স ছাড়া টিকেট পাওয়া যাচ্ছেনা। উচিত হবে আসা???????
248883
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৩৫
সুশীল লিখেছেন : ভালো লাগলোঈদ মুবারক!!!
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৪০
193404
আবু তাহের মিয়াজী লিখেছেন :

সেমাই রান্না করব চলে আসেন।
আসেন আসেন বুকে আসেন ....... প্রবাসের ঈদ মোবারক টা হয়ে জাক।
ঈদ বয়ে আনুক আপনার জীবনে সুখ শান্তি প্রীতি আর ভালবাসা। আপনার জন্য শুভ কামনা।
248888
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৪৮
হামজা লিখেছেন :

রবিবার দিনগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার সারা পৃথিবীতে ঈদ হবে ইনশাআল্লাহ। রবিবার দিনগত সন্ধ্যায় চাঁদ না দেখা গেলে সোমবার ৩০ রোজা পূর্ণ করে মঙ্গলবার ঈদ হবে ইনশাআল্লাহ। ঢাকায় ঈদের জামাত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর সামনে সামারাই কনভেনশন সেন্টারে অনু্ঠিত হবে ইনশাআল্লাহ।

তারিখঃ

০১/১০/১৪৩৫ হিজরী (- -/০৭/২০১৪)

সময়ঃ

সকাল ৭:৩০ (প্রথম জামাত)

সকাল ৮:৪৫ (দ্বিতীয় জামাত)

স্থানঃ

সামারাই কনভেনশন সেন্টার

২৩/জি/৭, পান্থপথ, ঢাকা-১২০৫

(বসুন্ধরা সিটি মার্কেটের বিপরীত পাশে)

তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম…


২৮ জুলাই ২০১৪ রাত ০৪:৫৭
193438
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক । এই খুশির ঈদের দিনে আমার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন,হৃদয় নিংড়ানো ভালবাসা, প্রাণঢালা শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আর শুভ কামনা রইল।

আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দ। এই খুশির ঈদের দিনে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ও দীর্ঘ জীবন দান করুক-আমীন
248889
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৫০
হামজা লিখেছেন :


রবিবার দিনগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার সারা পৃথিবীতে ঈদ হবে ইনশাআল্লাহ। রবিবার দিনগত সন্ধ্যায় চাঁদ না দেখা গেলে সোমবার ৩০ রোজা পূর্ণ করে মঙ্গলবার ঈদ হবে ইনশাআল্লাহ। ঢাকায় ঈদের জামাত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর সামনে সামারাই কনভেনশন সেন্টারে অনু্ঠিত হবে ইনশাআল্লাহ।

তারিখঃ

০১/১০/১৪৩৫ হিজরী (- -/০৭/২০১৪)

সময়ঃ

সকাল ৭:৩০ (প্রথম জামাত)

সকাল ৮:৪৫ (দ্বিতীয় জামাত)

স্থানঃ

সামারাই কনভেনশন সেন্টার

২৩/জি/৭, পান্থপথ, ঢাকা-১২০৫

(বসুন্ধরা সিটি মার্কেটের বিপরীত পাশে)

তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম…
248892
২৭ জুলাই ২০১৪ রাত ১১:০৬
মিজানুর রহমান ১ লিখেছেন : ঈদ মোবারক
১০
248903
২৭ জুলাই ২০১৪ রাত ১১:৩৭
সন্ধাতারা লিখেছেন : Eid Mubarak Bee Bee Bee
১১
248912
২৮ জুলাই ২০১৪ রাত ১২:০৯
হামজা লিখেছেন :

আলহামদুলিল্লাহ শাওয়াল মাসের চাঁদ দেখা খবর নিশ্চিত করা গেছে। সোমবার (জুলাই ২৮, ২০১৪) সারা পৃথিবীতে ঈদুল ফিতর। তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম…

ঢাকায় ঈদের জামাত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর সামনে সামারাই কনভেনশন সেন্টারে অনু্ঠিত হবে ইনশাআল্লাহ।

তারিখঃ

০১/১০/১৪৩৫ হিজরী (২৮/০৭/২০১৪) সোমবার

সময়ঃ

সকাল ৭:৩০ (প্রথম জামাত)

সকাল ৮:৪৫ (দ্বিতীয় জামাত)

স্থানঃ

সামারাই কনভেনশন সেন্টার

২৩/জি/৭, পান্থপথ, ঢাকা-১২০৫

(বসুন্ধরা সিটি মার্কেটের বিপরীত পাশে)

তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম…
১২
249013
২৮ জুলাই ২০১৪ সকাল ১১:২৫
আওণ রাহ'বার লিখেছেন :


ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
সব্বাইকে ঈদ মুবারক।
আপনার বাড়িতে আমার ঈদের দাওয়াত রইলো।
আমার ঈদ বোনাস যেনো ঠিকঠিক পাই হামমম এটা যেনো মনে থাকে।
২৮ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৭
193469
আবু তাহের মিয়াজী লিখেছেন :
আপনকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক । এই খুশির ঈদের দিনে আমার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন,হৃদয় নিংড়ানো ভালবাসা, প্রাণঢালা শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আর শুভ কামনা রইল।

আগামী দিন গুলো আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শুখ, শান্তি ও আনন্দ। এই খুশির ঈদের দিনে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ও দীর্ঘ জীবন দান করুক-আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File