ঈদ - ভিক্ষা নয় দিতে ওদের অধিকার।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২২ জুলাই, ২০১৪, ০৭:৪০:৫২ সন্ধ্যা
আর ক’দিন পরেই পবিত্র ঈদুর ফিতর। আমরা সবাই ঈদের আনন্দে ব্যস্ত। ঈদকে নিয়ে কতই প্রস্তুতি। যেন প্রতিযোগিতায় নেমেছি কে কত নতুন জামা কিনতে পারব। বড়দের তুলনায় ছোট শিশুদের মাঝেই ঈদের আনন্দ বেশি। নতুন জামা ছাড়া ঈদই যেন চিন্তা করতে পারে না শিশুরা।
অন্যদিকে দরিদ্র-অসহায় শিশুদের জুটছে না একটি জামাও। অন্যান্য শিশুদের মত তাদের মনে ঈদের আনন্দ নেই। একটি জামার অভাবে এই কোমলমতি শিশুদের মন খারাপ থাকে পবিত্র ঈদের দিনে। একটু চেষ্টা আর আন্তরিকতা নিয়ে এগোলেই শিশুদের মুখে হাঁসি ফুটানো যায় একটি জামার বিনিময়ে।
আমরা সবাই যানি ঈদ মানে খুশি আনন্দ, হ্যাঁ ঈদ মানেই আনন্দ, ফুর্তি। শুধু আনন্দ নয়, মহা উৎসব। কিন্ত একবার ভেবেছি কি, ঈদ মানেই শুধু নিজের আনন্দ নয়। পাশের মানুষ, পাশের মানুষগুলোকেও আনন্দে রাখা। খুব বেশিদূর যেতে হবে না।
আপনার গ্রামের বাড়ী থেকে নিয়ে জতদূর মন যাবে ।দেখতে পাবেন শাক-সবজি বেঁচে যে বুড়ী মহিলাটি, মহিলাটির ছোট ছোট শিশুদের নিয়ে কেমন আছ। তার খোঁজ নিলেই জানতে পারবেন কিছু মানুষ হয়তো আপনাদের মত এত আনন্দ নিয়ে দূরে থাক, শিশুটার জন্য নুন্যতম নতুন একটা জামাও হয়তো কিনতে পারবে না।
মার্কেটে গেলেই দেখতে পাবেন, মার্কেটগুলো গিজ গিজ করছে কাষ্টমারের ভিড়ে। তাদের যেন চাহিদার শেষ নেই। অনেকে ১-২ টি জামা দিয়ে সন্তুষ্ট নয়। তাদের দরকার আরো ৪-৫ টি নতুন জামা। প্রিয় শিশু সন্তানের জন্য সেন্ডেল, প্যান্ট, শার্ট, ত্রি-পিচ, প্রসাধনি ছাড়াও কত কিছুই না কিনছে। এখন আবার নতুন যোগ হয়েছে পাখি ত্রি-পিচ। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় জাকাতের টাকায় শিশুদের বাবা-মায়ের জন্য শাড়ি, লুঙ্গির ব্যবস্থা থাকলেও শিশুদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি।
তাই বলব, ভুখা পেটে যে শিশুটি প্লেটহাতে ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে আছে আপনার দুয়ারে। তাদের সামনে আপনি কি করে বিলাসী বেশে ঈদ উৎসব করবেন?
অনেক যত্নকরে সেজেগুজে নানান রূপে আপনার বাচ্ছাদের পাসে বসবেন।
একবার কি ভেবে দেখবেনওদের পাশে বসবেন?
আনন্দ উপভোগ করার অধিকার ওদেরও আছে।
আমরা কি পারি না ওদেরকে নিয়ে ভাবতে?
আনন্দময় একটি ঈদ উপহার দিতে?
ভিক্ষা নয় দিতে ওদের অধিকার।
যেন ওরাও পারে সকলের সাথে ঐক্যবদ্ধভাবে ঈদ উৎসবে সাড়া দিতে।
ঈদ মোবারক
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে এবং বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি।
বিষয়: বিবিধ
২৫৯৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তলা থেকে নিচের ফুটপাতে পড়ে থাকা শিশু আর মানুষ গুলোকে পিপড়ের মতই মনে করে। তাদের প্রতি আমার এই আবেদন।
আপনার সুন্দর মন্তব্যের জন্য লাল গোলাফের শুভেচ্ছা,এবং অগ্রিম ঈদ মুবারক।
ভাই সাহেব , এদেরকে দেখার জন্য আমরা নেতা চুজ করে দিয়েছি ।
আর আমার যেটুকু সম্বব এক জনকে পারলে এক জনকৈ দিব।
অগ্রিম ঈদ মুবারক আপনাকে।
রোযার শেষদিকে আর ঈদের আগে আগে যতদূর সম্ভব দান-খয়রাত করা উচিত! এর বরকত অন্যরকম - তবে দেখতে হবে - তা যেন কিছুতেই রিয়া (লোক-দেখানো/প্রদর্শনেচ্ছা) হয়ে না পড়ে!
আপনাকেও অগ্রিম ঈদ মুবারক..........
আপনাকেও অগ্রিম ঈদ মুবারক
আপনাকে অগ্রিম ঈদ মুবারক।
তাও বড়দের জন্য জাকাতের(!) শাড়ি-লুঙ্গি থাকলেও শিশুদের জন্য থাকে না কিছু।
মন্তব্য করতে লগইন করুন