Rose Roseদু"জনকেই সমান দেখাবে।- বিয়ে- Rose Rose

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৮:৪৫ দুপুর



কয়েকদিন বসেছিলাম বিয়ের গল্প লিখতে । খালি ব্যর্থ মনে হল। কিভাবে লিখব খুঁজে পাইনা। তার পরও 'দু'কলম এক প্রবাসীকে নিয়ে লিখা। এক প্রবাসী সকালে ঘুম থেকে উঠে এসে বরাবরের মতই বন্ধু/সহকর্মীদের সাথে কুশল বিনিময় করে ডিউটিতে যোগদান । খানিক পরেই চা নাস্তা সেরে যখন ব্যাস্ত সময় পার হচ্ছিল এমন সময় মুনিব ভাই এসে হাজির, হাতে চিঠি নিয়ে। চিঠিটা হাতে নিয়ে দেখে প্রবাসীর মায়ের লেখা । সবার সামনেই খুলে পড়ে নিলো । চিঠিতে লেখা ছিল, ওকে দেশে যেতে হবে। যাবার সময় স্বর্ণ অলংকার নিয়ে যেতে হবে। ওকে নাকি বিয়ের পীড়িতে বসতে হবে। ।

যা'হোক, চিঠি পেয়ে দুশ্চিন্তার ঝড় বইতে শুরু করলো প্রবাসীর । কারন কনে দেখা, বিয়ের জাকজমক অনুষ্ঠান, বিয়ের কেনাকাটার জন্য হাতে র্পযাপ্ত টাকা নেই। রাত জেগে চার রাকাত নামাজ পড়ে সিদ্বান্তে পৌছলো , ওর মাকে বলবে এখন গরম কাল। দেশে কারেন্ট থাকেনা এ বলে আরো পাঁচ "ছ" মাস পরে আসবে দেশে। ওর মাকে রাজী করানো গেল। আর ভাবতে শুরু করলো শীতের দিনে গেলে ভালো হবে। শীতের দিনে বিয়ের অনুষ্ঠানটা করলে মনের মধ্যে অন্য রকম আমেজ তৈরি হবে। আর তাছাড়া শীতকালে শশুর বাড়ীর ভারী খাবার খেতে স্বাচ্ছন্দ্যবোধ করা যাবে মনের মত।

তার মাকে বলে দিলো মা আমার জন্য এমন পাত্রী দেখবেন, যার মধ্যে পাবেন আমাদের পরিবারের সবার মনের মতো, সবাইকে আপন করে নিতে পারবে। মা আমি এক জন দ্বীনদার জীবন স্বাথীকে পেতে চাই। প্রবাসীর অনুমতি পেয়ে তার বাবার ছোখে ঘুম নেই, শুরু হল কনে দেখা। ঘরের বড় ছেলেকে বিয়ে করাবে। আসতে থাকলো ঘটক চাচারা । অনেক যায়গায় দেখা - দেখি হচ্ছে । প্রবাসী জানিয়ে দিলো আপনারা দেখে শুনে ৪/৫ যায়গায় সিলেক্ট করে রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপুর্ণ হলো মা গিয়ে দেখবেন অবশ্যই মা'র পছন্দ হতে হবে।

প্রবাসী২০০৫ সালে দেশে চলে আসলো । নতুন সংসার শুরু করবে বলে এ স্বপ্ন নিয়ে। কয়েক জায়গায় কনে দেখা হলো, কোথাও পছন্দ হয়না। একদিন এক ঘটক তার বাবাকে নিয়ে গেল অন্য একখানে। ওখান থেকে আসার পর প্রবাসীর আম্মু জিজ্ঞেস করল ওখানে পছন্দ হয়েছে কিনা? প্রবাসীর বাবা বললো সকবিছুই ভালো লেগেছে তবে পাত্রি লম্বা ! প্রবাসীর মা উত্তরে বলল সমস্যা কোথায় সবই যদি পছন্দ হলো, বিয়ের পর বউকে বলব রাস্তার নিচে দিয়ে হাটতে, আর আমার ছেলেকে বলব রাস্তা দিয়ে হাটতে ।দু"জনকেই সমান দেখাবে । এ কথাটি সারাজীবন মনে থাকবে।

এবার প্রবাসীর বিয়ে ঠিক । বিয়ে নাকি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়ে জীবনে একবারই নাকি হয়। আর এই বিশেষ অনুষ্ঠানটিকে ধুমধাম করে পালন করতে চায় সবাই! বিয়ে নিয়ে নাকি দুই পরিবারই আত্মীয়-বন্ধু, শুভাকাঙ্ক্ষী সবাই উন্মুখ হয়ে থাকেন নবদম্পতিকে শুভকামনা জানাতে। কিন্তু সবাই কি এমনিতেই চলে আসবে, তাদেরতো দাওয়াত পাঠাতে হবে।তাই প্রবাসীর ছোট ভাইদের দৌড়ঝাপ শুরু । কেহ র্কাড ছাপাবে আর কেহ র্কাড নিয়ে যাবে। যাতে বিয়ের দিন আত্মীয় সজনদের মধ্যে কেউ যেন বাদ না পড়ে।

প্রবাসী কাদা মাটি ঘেরা গ্রামের হওয়ার সুবাদে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করতে হয়নি। ঘরের সামনের আংগীনাতেই ডেকরেটরের স্টেজেই গায়ে হলুদ হয়েছে। ছোট ছোট ছেলে-মেয়েরা গিত কৌতুক হই হুল্লুড়, চিৎকার , অনেক মজার অনুষ্ঠান চলছে। আর প্রবাসীর হাতে মেহেদীতে স্বপ্নে বিভোর হয়ে বলছে আজ আকাশ ভরা তারার মেলা ঊষার কোলে আলোর উজ্বালা । আহা! কি অপরূপা জীবন।

বিয়ের দিন সবাই হাজির, বরকে সুন্দর করে সাজিয়ে দিতে হই হুল্লুড় চলছে। কেহএসে কানে কানে পিষ পিষ করে কি যেনো বলছিলো। এরা সবাই প্রবাসীর কাছের বন্ধু। সাজ-গোজ শেষ । এবার প্রবাসীর মাকে বলা হলো মুকুট পরিয়ে দিতে। তার মা মুকুট পরিয়ে খুশিতে অস্রু সিক্ত হয়ে পড়লো।পরে প্রবাসীর মা-বাবা দোয়া করে দিলেন। চলে গেলেন বিয়ের পীড়িতে বসতে।

প্রবাসীদের ওখানে কিছু রেওয়াজ আছে : যেমন-বরের ভাবী ও অন্য যুবতী মেয়েরা বরকে সমস্ত শরীরে হলুদ মাখিয়ে গোসল করিয়ে দেওয়া ,বর ও কনেকে হলুদ বা গোসল করতে নিয়ে যাওয়ার সময় মাথার উপর বড় চাদর এর চার কোনা চার জনের ধরা , বিবাহ করতে যাওয়ার সময় বরকে পিড়িতে বসিয়ে বা দাড় করিয়ে দুধ-ভাত খাওয়ান ।প্রবাসী আগেই বলে দেয়ার কারনে এই নির্লজ্জ কাজ গুলি থেকে আল্লাহ ওকে রক্ষা করেছেন ।



এভাবে চলেগেলো প্রবাসীর বিয়ের প্রায় ৯ বছর।এখন তার ঘরে আল্লাহ দুটি ছেলে সন্তান দান করেন। সকলে তাদের জন্য দোআ করবেন।

বিষয়: বিয়ের গল্প

৪০১২ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175009
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৬
মোবারক লিখেছেন : আমারও লেখার ইচ্ছা ছিল ,কিন্তু সময়ের অভাবে আর লিখা হল না, খুভ সুন্দর হয়েছে , পড়ে ভালো লাগলো।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
128320
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমারও লেখার ইচ্ছা ছিল ,কিন্তু সময়ের অভাবে আর লিখা হল না,মোবারক ভাই লিখেপেলুন।Love Struck Love Struck Love Struck প্রথম মন্তব্য করার জন্য ধন্যবাদ।

175010
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৮
মোঃজুলফিকার আলী লিখেছেন : বিয়ের গল্পটি পড়ে তো ভালই লাগলো। ধন্যবাদ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
128325
আবু তাহের মিয়াজী লিখেছেন : মোঃজুলফিকার আলী ভাই, ভাই আপনার ভাল লেগেছে শুনে আমার ও ভাল লাগল। Good Luck Good Luck
175019
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই এত মজার বিয়ে আমি কি আরেকটা করতে পারবো। হা বা না আস্তে করে বলবেন, আপনার ভাবি শুনতে পেলে খবর আছে।
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৬
128531
আব্দুল গাফফার লিখেছেন : হা হা হা
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪০
128534
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি কিন্তু ভাবিকে বলে দেব
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৪
128546
আবু তাহের মিয়াজী লিখেছেন : পেরিস ভই , আস্তে কোন কার্বার নাই! দেখছেন, অবিবাহিতরা কি ভাবে ঝাপিয়ে পড়েছে। আমরা যাহারা একটা করছি তানিয়ে থাকা ভালো। আর ভাবি শুনলে আপনার তো নেই, সাথে আমার ও ক্ষমানেই।Tongue Tongue <:-P <:-P
175042
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৩
শিশির ভেজা ভোর লিখেছেন : বিয়ে করবো ভাই সামনে। পড়ে তো মনের ভিতর রোমান্টিকতা শুরু হয়ে গেলো। কবে সেই দিন যে আসবে। Love Struck Love Struck Love Struck
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৯
128547
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনি এখনো বিয়ে করেন নাই আর দেরি নয় । ঘটকদের সাথেযোগাযোগ করার পরই দেখবেন ছোট খাট একটা সুন্দরী ঘরনি ঘরে ঘুর ঘুর করছে, মনের পতাকা বিনা বাতাসে পত পত করে উড়ছে, তখন আপনার দেখা পায় কে? আমরা হারিকেন দিয়ে ও আপনাকে খুঝে পায়া মুশকিল হবে বলে ব্লগার দের ধারনা!Tongue Tongue Good Luck Good Luck
175052
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫০
128548
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ।Good Luck
175095
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫০
সিটিজি৪বিডি লিখেছেন : তাদেরকে চেনা চেনা লাগতাসে কেন মিয়াজী ভাই?
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২২
128555
আবু তাহের মিয়াজী লিখেছেন : জামাল ভাই, চেনা চেনা লাগলে নিরব থাকা ভালো। আর আমরা সভাই মিলে আপনাকে একটা দায়িত্য দিয়েছিলাম অবিবাহিত, লোকমান ,
মু-নূরনবী ভাইদের জন্য বউ ঠিক করার কথাছিলো। তার খবর কি,,,,,,,,,,,,,,,,,,,Tongue Tongue Tongue Tongue Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪১
128630
সিটিজি৪বিডি লিখেছেন : ভাই ওদেরকে নিয়ে বিরাট টেনশনে আছি। মনে হয় বিয়েই করবে না।
175120
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
লেখা এবং বিয়া দুইটাই।
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২২
128556
আবু তাহের মিয়াজী লিখেছেন : লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।Good Luck Good Luck
175194
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : সিটিজি৪বিডি লিখেছেন : তাদেরকে চেনা চেনা লাগতাসে কেন মিয়াজী ভাই? Tongue Smug
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৬
128557
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপুনি,জামাল ভাইয়ের কথা শুনবেন না। আর আপনাকে অনেক অনেক শুকরিয়া লেখাটি পড়ার জন্য।Good Luck Praying
175250
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : জামাল ভাই আর ফাতিমা মারিয়াম আপু বলেছেন....আমি কি কমু? তই কইতে পারি, আগে ছাত্রদের নাকি বিয়ে নিয়ে খুব আগ্রহ থাকতো কিন্তু এখন দেখতেছি প্রবাসীদের বিয়ে নিয়ে খুব বেশি আগ্রহ...বিয়ে করা খারাপ না!
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৮
128558
আবু তাহের মিয়াজী লিখেছেন : সিরাজ ভাই আপনার বিয়ের খবর কি? দায়াত দিলেই দেখবেন বান্দা হাজির। Good Luck Happy>-
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৩
128632
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ২০২০সাল! অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম! আসবেন কিন্তু...
১০
175297
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩১
আব্দুল গাফফার লিখেছেন : সত্যিই অনেক সুন্দর গল্প লেখেছেন , আর জামাল ভাই মারিয়াম আপা কি যেন বলছেন হাছানি মিয়াজী ভাই ?
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩১
128559
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার কি ধারনা গাফফার ভাই? Tongue Tongue Love Struck Love Struck
১১
175298
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সুন্দর গল্প ,ভালো লেগেছে তয় আমার ইচ্ছে জেগেছে ,,,,,,,, করতে
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩৭
128562
আবু তাহের মিয়াজী লিখেছেন : শাহীন ভাই, আপনার ইচ্ছা জেগেছে শুনে ভালো লাগলো।Good Luck আর শুনেন কানে কানে কেহ যাতে না শুনে! শুভ কাজটা সেরেনিন।Tongue Tongue Love Struck Love Struck
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
128639
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : শাহীন বদ্দা তোমারে কিন্তু আমি আগেই কইয়া দিতাছি-...লইয়া কুশিয়ারাই ঘুরতে যায়য়ো না...ঝড় উঠতে পারে...
১০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৬
128787
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মিয়াজী ভাই ৩ বছর পর
১০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৬
128788
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কুশিয়ারা আমার বন্ধু সমস্যা নেই
১২
175956
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৭
শেখের পোলা লিখেছেন : এত ভাল ভাল বিয়ের গল্প যদি বিয়ের আগে পড়তাম তবে অন্য ভাবে বিয়ে করতাম৷ হায়! তা আর হলনা৷
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪৮
129674
আবু তাহের মিয়াজী লিখেছেন : হায়! হায় ভাইজান, আমার এটাকে গল্প বল্লে আর গল্পকে কি বলবেন। আমি নামে মাত্র অংসগ্রহন করেছি। যেন হাতুড়ি নাখেতে হয়।
ধন্যবাদ আপনাকে আমার বাড়ী আসায়।Good Luck Love Struck
১৩
176062
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:১৭
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫১
129678
আবু তাহের মিয়াজী লিখেছেন : কেনো ডাকছেন ওখানে। হাতুড়ি দিবেন নাকিTongue Tongue Broken Heart
জ্বি গিয়েছি ।
অনেক অনেক শুকরিয়া আপনাকে মূল্যবান পোস্টি করার জন্য।
১৪
178929
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৬
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : পড়ে ভালো লাগলো। তবে বরটি কি খুব খাদক ছিল? নইলে শীতকালে বিয়ে....
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪৭
132200
আবু তাহের মিয়াজী লিখেছেন : বরের জন্য না সাথের মেহমান এবং সাথীদের কথা চিন্তা করে শীতকালের আয়জন।Happy আপুজ্বি আপনাকে মুবারকাদ।Good Luck Good Luck
১৫
179846
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
আলোর আভা লিখেছেন : বিয়ে জীবনে মানুষ একবারই করে আমি মনে সেটা এমন ভাবেই করা উচিত যেন জিবনে স্বরনীয় হয়ে থাকে তবে যাই করা হোক শরীয়ার ভিতরে থেকে ।অনেক ভাল লাগল ।
ধন্যবাদ ভাইজান।
১৬
220949
১৩ মে ২০১৪ সকাল ১১:১৫
আজব মানুষ লিখেছেন : শেষে এমন এক্কান ফডু দিলেন,আহা, কলিজা জুড়ায় গেল Big Grin
১৭
240630
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩১
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০১ জুলাই ২০১৪ রাত ০৮:০৩
186799
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনি এত অন্দকারে কিভাবে আসলেন। পোষ্ট লিখলাম০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৮:৪৫ দুপুরে। আর মন্তব্য আজকে।
আচ্ছা এবার বলেন কেমন আছেণ।
আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। ভালো থাকবেন অবিরত সেই কামনাই করি রবের দরবারে। Praying Praying Praying Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File