আসুন দেখি মহানবী সা. মন্দ কথা সম্পর্কে কী বলেন ?

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৭:১২ বিকাল



১. মুমিন সে নয় ,যে উপহাস করে অভিশাপ দেয় , অশ্লীল ভাষায় কথা বলে এবং যে বাচাল। (তিরমিযি )

২. কোনো কটুভাষী জান্নাতে প্রবেশ করবেনা। (আবুদ দাউদ )

৩. মুসলমান গালি দেয়া ফাসেকী। (বুখারি ও মুসলিম )

৪. মুসলমান ভাইকে হেয় করাই পাপী হবার জন্যে যথেষ্ট। ( সহীহ মুসলিম )

৫. তোমরা অনুমান করে কথা বলোনা । কারণ অনুমান হচ্ছে জঘন্যতম মিথ্যা কথা। ( বুখারি ও মুসলিম )

৬. মুসলমান মুসলমানের ভাই । সে তার ভাইকে অপমানিত করেনা। (মুসলিম )

৭. তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করোনা। (তিরমিযি )

৮. মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া কবীরা গুনাহ্‌ ।( বুখারি ও মুসলিম )

৯. যার মধ্যে চারটি স্বভাব আছে সে মুনাফিক : আমানত রাখলে খিয়ানত করে ,কথা বললে মিথ্যা বলে ,অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং বিবাদ লাগলে গালাগালা করে। ( সহীহ বুখারি )

বিষয়: বিবিধ

১৩৮০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171513
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
সিটিজি৪বিডি লিখেছেন : অনেক ধন্যবাদ--আরো শনুতে চাই।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৪
126120
আবু তাহের মিয়াজী লিখেছেন : জামাল ভাই আপনাকে ও অনেক ধন্যবাদ ----- আরো শুনার আসা পোষোন করার জন্য।
171520
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৪
আফরোজা হাসান লিখেছেন : ভীষণ ভালো লাগলো। জাযাকাল্লাহু খাইরান।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
126121
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকে আমার ব্লগ বাড়ীতে পেয়ে ভীষন খুশি। জাযাকাল্লাহু খাইরান--------Good Luck Good Luck
171522
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : অনেক ভালো লাগলো জনাব।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৯
126123
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকে ভালো লাগাতে পেরে আমি ও ভীষন খুশি।Good Luck
171526
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৯
126124
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকে ও মুবারকবাদ।আপনাকে আমার ব্লগ বাড়ীতে পেয়ে ভীষন খুশি। জাযাকাল্লাহু খাইরান--------Good Luck Good Luck
171545
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
ফেরারী মন লিখেছেন : ভালো লাগল। অনেক জ্ঞান অর্জন করলাম।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪০
126125
আবু তাহের মিয়াজী লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান--------Good Luck Good Luck
171568
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
সান বাংলা লিখেছেন : অনেক ধন্যবাদ Good Luck ভালো লাগলো Thumbs Up
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪১
126126
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনি কেমন আছেন এস বির ভাই। জাযাকাল্লাহু খাইরান--------Good Luck Good Luck
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৩
126401
সান বাংলা লিখেছেন : আল হামদুলিল্লাহ্ । ভালো আছি ভাই।আপনি কেমন আছেন?
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৩
126522
আবু তাহের মিয়াজী লিখেছেন : আল হামদুলিল্লাহ্ । ভালো আছি ভাইজান। অনেক দিন ফেবুতে ও দেখা জায়নাই তাই!
171587
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
126127
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার ভালো লাগায় -----Good Luck Good Luck Good Luck Good Luck
171624
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : জাযাকাল্লাহ Praying
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
126128
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার জন্য ও জাযাকাল্লাহু খাইরান--------Good Luck Good Luck
171764
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৭
আমি চাঁদপুরি লিখেছেন : ভালো লাগলো। জাযাকাল্লাহু খাইরান।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
126129
আবু তাহের মিয়াজী লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান--------Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File