আগামি কাল মধ্যপ্রাচ্যে ঈদ আপনাদের সবাইকে ঈদ মোবারক!!

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৭ আগস্ট, ২০১৩, ১০:৪১:১০ রাত



ঈদের দিন যত নিকটে আসছিল মন ততো খারাপ হচ্ছিল, কারন বিদেশ বাড়িতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া ঈদ,খারাপ লাগারই কথা, কিন্তু দেখতে দেখতে ঈদের দিণ চলে আসলো আগামি কাল ঈদ, আমাদের এখানে (দোহা,কাতার) আগামি কাল ঈদ ।

তাইত একা একা বসে কাজী নজরুল ইসলামের গানটা শুনছেলিম। আপনাদের সাথে ও শেয়ার করলাম।

ও মন রমজানের ঐ রোজার শেষে

এল খুশীর ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে

শোন আসমানি তাকিদ।।

তোর সোনাদানা বালাখানা

সব রাহে লিল্লাহ

দে জাকাত মুর্দা মুসলিমের আজ

ভাঙ্গাইতে নিঁদ।।

তুই পড়বি ঈদের নামাজ বে মন

সেই সে ঈদগাহে

যে ময়দানে সব গাজী মুসলিম

হয়েছে শহীদ।।

আজ ভুলে গিয়ে দোস্ত- দুশমন

হাত মিলাও হাতে,

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল

ইসলামে মুরিদ।।

যারা জীবন ভরে রাখছে রোজা

নিত- উপবাশী

সেই গরীব এতিম মিসকিনে দে

যা কিছু মফিদ।।

ঢাল হৃদয়ের তোর তশতরীতে

শিরণী তৌহিদের,

তোর দাওত কবুল করবেন হজরত,

হয় মনে উমীদ।।

তোরে মারল ছুঁড়ে জীবন জুড়ে

ইঁট পাথর যারা

সেই পাথর দিয়ে তোল রে গ'ড়ে

প্রেমেরি মসজিদ।।

দেশে কিংবা প্রাবসে, যে যেখানেই আছেন সবার ঈদ হোক আনন্দময় ।

বিষয়: বিবিধ

৩৬৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File