যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সঙ্গেই থাকবে
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৫৪:৫২ রাত
কে আপনার কাছে আদর্শ মানুষ ?
আপনি কাকে ফলো করেন ?
আপনি কাকে সবচেয়ে বেশী ভালোবাসেন ?
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), নাকি কোন কবি, সাহিত্যিক, নৃত্য শিল্পী, সিনেমার নায়ক, নায়িকা, আপনার দল ও মতের অনুসারী নেতা নেত্রি অথবা কোন পীর, বুজুর্গ কিমবা কোন নির্দিষ্ট মাযহাব এর ইমাম কে ?
এই হাদিসটি পড়ুন-
আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বললঃ ইয়া রাসূল্লাল্লাহ, কিয়ামত সংঘটিত হবে কবে ?
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাত সম্পাদন করে বললেনঃ কিয়ামত সংঘটিত হবার ব্যপারে প্রশ্নকারী কোথায় ?
লোকটি বললঃ হে আল্লাহর রাসূল, আমি।
তিনি বললেনঃ কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ ?
লোকটি বললঃ ইয়া রাসূলাল্লাহ, খুব বেশী সালাত বা সাওম নিয়ে এর জন্য আমি প্রস্তুত হতে পারি নাই তবে, আমি আল্লাহ্ ও তাঁর রাসূল কে ভালোবাসি।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সঙ্গেই থাকবে। আর তুমিও তার সঙ্গেই থাকবে যাকে তুমি ভালোবাস।
আনাস (রা) বলেন, এই কথা শুনে মুসলিমদের যে আনন্দ হয়েছিল এর পর আর কোন বিষয়ে মুসলিমদেরকে এত আনন্দিত হতে আমি দেখিনি।
[তিরমিযী, ২৩৮৮]
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন