Rose Roseজ্ঞানীদের কথাঃRose Rose

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০১ জুলাই, ২০১৩, ০৬:১৮:৫৩ সন্ধ্যা



১) যে রাজপ্রাসাদ কাঁদায়, তাতে বাস করার চেয়ে কুড়েঘরে শান্তিতে বসবাস করা অনেক উত্তম

২) তুমি মানুষের সাথে সে রকম আচরণ করবে, যেমন আচরণ তুমি মানুষের কাছ থেকে কামনা করে থাক।

৩) কম খাওয়ার মধ্যেই রয়েছে শরীরের সুস্থতা এবং অপরাধ থেকে দূরে থাকার মধ্যেই রয়েছে অন্তরের সুস্থতা।

৪) তুমি যদি চাও কেউ তোমাকে অন্যায় দোষারোপ না করুক, তাহলে তুমি অপরকে অন্যায় দোষারোপ করা থেকে বিরত থাকো।

৫) যে কোন কাজ করে না, তার কখনও ভুল হয় না।

৬) যার কথার মধ্যে কোন কল্যাণ নেই, তার চুপ থাকার মধ্যেই কল্যাণ।

৭) তোমার জুতা দু’টি যদি ছেড়া থাকে, তাতে তুমি ধৈর্য ধরো। কেননা কতক মানুষের তো পা নেই।

৮) তোমার চোখ যদি কারো দোষ দেখতে চায়, তবে তুমি তাকে বলো মানুষেরও চোখ আছে।

৯) যে জাতির চরিত্র নষ্ট হয়ে যায, সে জাতির জন্য তুমি রোদন করতে পারো।

১০) যুবক ভুল করলে তার ভুল সংশোধন করার সময় থাকে, কিন্তু বৃদ্ধ ভুল করলে তার সংশোধনের সময় থাকে না।

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File