বাহ্! কী সুন্দর! বেতের তৈরি চেয়ার, টেবিল, আলমারিগুলো । ছবি ব্লগ।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৩ জুন, ২০১৩, ০৫:২০:১১ বিকাল
বেত গাছ
বেতের ফল।
অনেকের কাছে খুব অপরিচিত হলেও দেশের গ্রাম অঞ্চলের মানুষের কাছে এটা খুব পরিচিত একটা ফল। পাকলে খেতে খুব ভালো লাগে। আর কাঁচা খেতে একটু কসা স্বাদ। এই ফলের গাছের সাথে আমরা সবাই কম বেশী পরিচিত। নাম বেত গাছ, বেতের ফার্নিচার সবার ঘরেই আছে মনে হয়। আর মাস্টার/হুজুরের বেতের বেতের বাড়ি খায় নাই দেশে এমন মানুষ (যদি পড়ালেখা করে) খুজে পাওয়া দুস্কর।
আমাদের আঞ্চলিক ভাষায় অনেকে বলে "বেতুইন"।
বাহ্! কী সুন্দর! একদম অন্য রকম। আসবাব যদি নজরকাড়া হয়, তা হলে একটু যত্ন নিয়ে ঘরখানা গোছালেই কেল্লাফতে। ভালো আসবাব বলতে একসময় কাঠের আসবাবকেই বোঝানো হতো। এখন দৃশ্য কিছুটা বদলে গেছে। একটু ভিন্ন কিছুর আশায় বিকল্প উপকরণের তৈরি আসবাবের চাহিদা বাড়ছে। এ তালিকায় বেত, বাঁশ, হোগলাপাতার তৈরি চেয়ার, টেবিল, আলমারিগুলো এগিয়ে আছে। দেখতে সুন্দর, আধুনিক ও বৈচিত্র্যময়।
বিষয়: বিবিধ
৪৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন