বাংলা আমার মাতৃভাষা

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:১৩:০০ রাত



বাংলা আমার জন্মভূমি

বাংলা আমার মাতৃভাষা

ভাষার জন্য শহীদ হলেন

ওরা হলোঃ কারা?



তারা সালাম,বরকত

রফিক,জাব্বার,শফিক

ওরা ছিল বাংলার জীবন

বাংলা ভাষার প্রেমিক!!

বাংলা আমার প্রানের স্পন্দন

বাংলা আমার স্বাধীনতা

বাংলা আমার মা জননীর

স্ম্রতি বিজড়িত ভাষা!!

বাংলা ভাষায় কথা বলে জেলে তাতী কুলি,

সব ভাষার চেয়ে খাটি বাংলা মায়ের বুলি

বীর শহীদেরা রক্ত দিয়ে করছে ভাষা স্বাধিন

এই বাংলা তাদের কথা ভূলবেনা কোন দিন!!

বাংলা আমার,আমি বাংলার,বাংলা আমার ভাষা

এই ভাষাতে মাকে ডেকে মিটাই মনের আশা।

আজকে মোরা শপথ নিব বাংলা ভাষার তরে

রাখব হেথায় ভাষার মান মোদের জীবন ভরে!!

বিষয়: বিবিধ

১৬৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File