আল্লাহর কাছে বিচার চান?
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২০ অক্টোবর, ২০১৪, ০২:১৫:৩৮ দুপুর
আল্লাহর কাছে বিচার চান?
দেশ দরদী আম্মাজান
আল্লাহর কাছে বিচার চান?
বর্গীরা খায় দেশটা লুটে
কষ্টে মরে বিবেকবান
ধানের শীষে সব যে চিটা
নাইকো দানা- টের কি পান?
আম-জনতার নেননা খবর-
ঘর হারিয়ে বুক ভাসান,
নিজের ঘরে মুরোদ নাই
জাতির কাছে দরদ চান!
বুজরুকি তো শেষের পথে
বাজছে ঘরে ভাংগার গান
এসব ছাড়ুন, ক্ষান্ত হন-
মসলা মেখে পান চিবান
কবর খোঁড়া শেষ হলো প্রায়-
তওবা করে হন মুসলমান!!
ছাত্রদল নিয়ে বিব্রত খালেদা
মারপিট আর ধাক্কাধাক্কিতে সমাপ্ত হলো যুক্তরাষ্ট্র বিএনপির ঐক্য প্রক্রিয়া
ছাত্রদলের কমিটি গঠনের নেপথ্যে ৫০ কোটি টাকার বাণিজ্য
দিনভর তুলকালাম রাতে সমঝোতার চেষ্টা
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ৫১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছড়া অনেক সুন্দর হয়েছে পড়ে অনেক মজা পেয়েছি ।তবে ইমু একটু বেশী হয়েছে ।
আপনি ফাস্টু-
আমি তো পূরোটাই ইমো দিয়ে ভরে দিতে চেয়েছিলাম
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ইনশাআল্লাহ আগামী ঈদের পর তীব্র আন্দলোন হবে।
আপনাকেও অনেক ধন্য-
নাহ, থাক
আবু সাইফ থেকে আবু বাদ দেয়ার অপরাধে
আপনার সতেরবছর ফাঁসি
কী, মন ভার হলো??
ঠিকাছে- এবারের মত ক্ষমা করা হলো,
তাই বাকিটুকুও দিয়ে দিলাম- বাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
কষ্টে মরে বিবেকবান
ধানের শীষে সব যে চিটা
মাশাআল্লাহ - চমতকার পরিবেশনা।
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অ(তি)সাধারণ - বানানে ভুল হলো নাকি!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
বর্গীরা ও খেয়ে যাচ্ছে
ভালো হবার সম্ভাবনাও সুদূর পরাহত
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মাশা আল্লাহ! বেশ লিখেছেন।
অনেক ভালো লেগেছে।
জাজাকাল্লাহু খাইর।
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
উনারা আসলে একটা অদৃশ্য পাকচক্রে বাঁধা পড়ে গেছেন , চাইলেও আর সত্য সঠিক পথে ফেরা তাদের জন্য এখন আর অত সহজ নয় , তবে আল্লাহ চাইলে কি না হয় ! .... অসংখ্য শুভেচ্ছা ।
যথার্থ বলেছেন, সহমত
কিন্তু বান্দা না চাইলে আল্লাহতায়ালা জোর করে চাপিয়ে দিবেন- এমন তো নয়!
বিএনপি কি চায় যে তারা মুসলমানদের পক্ষে না হোক- অন্ততঃ নৈতিকতার পথে চলবে??
নাকি ম্যাডাম-ই চান?
তাঁর পূত্রধনের কথা আর নাইবা বলি!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
কিন্তু ঐ কদবেল তো ফাটেনা!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ছন্দে ছন্দে ইমো কবিতা দারুন লাগলো
মসলা মেখে পান চিবান
একটা পোস্ট দিন ভাইয়া, কিভাবে ছন্দ মিলিয়ে কবিতা লিখা যায় পপি গাইড তথা আবু সাইফ ভাইয়া গাইড!
নিচে দেখেন-
শেখের পোলা আমার চেয়ে অন্নেক ভালো পারেন
তাঁর শিষ্যত্ব নেন
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
কম হলে যায় হল্লাতে।
হল্লা করে জিততে চায়।
জাতির মুখে চুন লাগায়৷
এ বানিজ্য বন্ধ হোক,
শান্তি পাবে দেশের লোক৷
ওহ্ ! দারুণস!!
ওস্তাদ চিনতে ভুল করিনি-
আবারো প্রমানিত হলো
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ম্যাসেজ ও পরামর্শ সহ
বক্তব্যের প্রকাশ
আলহামদুলিল্লাহ - অনেক ভাল লাগলো
কিন্তু ওদের তো চোখ-কান-অন্তর সবই তালাবদ্ধ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অসাধারন ছড়া .... জেনো তালের বড়া
খাবেন? নাকি বেঁধে দেবো?
চাইলে আবার রেঁধে দেবো
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আরও দিলে লাগতো দারুন বেশ।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
কষ্টে মরে বিবেকবান
ধানের শীষে সব যে চিটা
নাইকো দানা- টের কি পান?
বাস্তবতার আলোকে অসাধারণ পরিবেশনা।
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
জাজাকাল্লাহু খাইর।
ছয় সপ্তাহ সুযোগের সংকটে ছিলাম
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ
ছয় সপ্তাহ সুযোগের সংকটে ছিলাম
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ
ছয় সপ্তাহ সুযোগের সংকটে ছিলাম
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ
ছয় সপ্তাহ সুযোগের সংকটে ছিলাম
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ
ছয় সপ্তাহ সুযোগের সংকটে ছিলাম
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ
ছয় সপ্তাহ সুযোগের সংকটে ছিলাম
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন