কার অবদান?
লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ২০ অক্টোবর, ২০১৪, ০২:২৪:৫৯ দুপুর
কে বানিয়েছে চন্দ্র সূর্য্য
কে দিয়েছে তারাদের আলো
অপরূপ সৌন্দর্য্যের বাগান
বা রঙ্গীন ফুলের সমারোহ।
কোয়েল কুকিলের সুমধুর ডাক
বুলবুলিও যে শোনায় গান
ফুলের কলি প্রস্ফুটিত হতে
মোতির মতো করেছে বৃষ্টি দান।
মনমুগ্ধকর সবুজায়ন ক্ষেত
পর্বতের সে নির্ঝর জলপ্রপাত।
সাগর সমুদ্রে ঢেউ খেলানো তরঙ্গ
বিস্তৃত গাছ-গাছালি বন অরন্য।
থোকায় থোকায় ধরে আছে আঙ্গুর ফল
বিছিয়ে আছে সবুজ শাক-সব্জী গালিচার মত।
প্রজাপতিকে দিয়েছে ডানা রঙ্গীন
শিখিয়েছে তাকে উড়ান।
সবইতো আমার পরম করুনাময়ের দান
যিনি বিশ্ব প্রতিপালক রহীম রহমান।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বারাকাল্লাহ।
ভাব ও ভাষা খুব সুন্দর
তবে বানান এবং ছন্দ-মাত্রায় যত্ন নিতে হবে-
কিছু তাত্ত্বিক বিষয় জেনে নিলে সুবিধে হবে!
দোয়া করি..
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আশা করি সাথে থেকে ভুল শুধরিয়ে দিবেন ইনশাআল্লাহ।
বারাকাল্লাহু ফীক।
আমাদের সৃষ্টিকর্তার গুণগান গেয়েছেন, আপনাকে তিনি উত্তম জাজা দান করুন-আমীন।
দোআয় আমীন।
আল্লাহ আপনাকেও জাযায়ে খাইর দান করুন।
বিস্তৃত গাছ-গাছালি বন অরন্য।
যিনি বিশ্ব প্রতিপালক রহীম রহমান।
চেষ্টাটা ভাল। লেগে থাকুন। অনেক দোয়া রইল।
মন্তব্য করতে লগইন করুন