নিজেকে জ্ঞানীরূপে প্রকাশ এবং বিখ্যাত হবার কৌশল
লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৯ অক্টোবর, ২০১৩, ০১:৪৫:২৯ রাত
নিজেকে জ্ঞানীরূপে প্রকাশ এবং বিখ্যাত হবার কৌশল
**
কে না চায় নিজের নাম বিখ্যাতদের তালিকায় দেখতে!
আর সেটা যদি হয় "বিখ্যাত জ্ঞানী গবেষক"দের তালিকায়- তবে তো আর কথাই নেই!!
বাংলাদেশে এমন মানুষের সংখ্যা মোটেও কম নয় যাঁরা এটার জন্য প্রাণান্ত পরিশ্রম করে থাকেন!
এমন কি উদ্ভূতুড়ে গবেষণার ততোধিক ভূতুড়ে ফলাফল উপস্থাপন করেন! এতে বিশেষ(অ)জ্ঞ হবার পথও খুব দ্রুতই উন্মুক্ত ও প্রশস্থ হয়!!
এসব নিয়ে (কু)যুক্তি আর বি(দ্বিষ্ট)তর্কেও নামেন কোমর বেঁধে!
সহজভাবে যখন আশানুরূপ ফল হয়না তখন মোক্ষম উপাদান "ইসলাম"কে এসবের সাথে জুড়ে নেয়া!
[তাছাড়া এর আন্তর্জাতিক বাজার আছেনা!! ভালই বিকোয়!!]
এভাবে কিছুদূর এগুনোর পর তাতেও যেন আর কাজ তেমনভাবে হয়না!
উপায় কী ? ? উপায় কী ? ? উপায় কী ? ?
হ্যাঁ, পাওয়া গেছে- এবার আর মিস নেই!!
মওদুদী আর জামায়াতে ইসলামীকে জুড়ে দেয়া!
আর এর সাথে যদি "ওয়াহাবী"ও জুড়ে দেয়া যায়- এক্কেবারে ব্রান্ড হয়ে যায়!!
মুহাম্মদ বিন ওয়াহাব আর ওয়াহাব নজদী যে আলাদা মানুষ, একেবারে বিপরীত কামের- সেটা আর ক'জনে জানে!! নামে নামে মিল আছে যখন, একটাকে আরেকটা বলে চালিয়ে দিতেও অসুবিধে কী..
ক'জনে আর এতো খবর রাখে!
এবার আর পায় কে!!
মওদুদী আর জামায়াত নিয়ে আচ্ছা করে কিছু কলাম লিখে কিছু উদ্ভূতুড়ে গবেষণার ততোধিক ভূতুড়ে ফলাফল মনের মাধুরী মিশিয়ে পরিবেশন করলেই মওদুদী আর জামায়াতের ভক্তরা পঙ্গপালের মত ছুটে আসবে!!
বর্তমান দুনিয়া জুড়ে নাকি ওরাই সবচেয়ে বেশী ছড়িয়ে ছিটিয়ে আছে!
সুতরাং বিশ্বজোড়া নাম করতে হলে ওদের গায়ে ঠেলা-ঘুষি মারাই যুগোপযোগী হাতিয়ার!!
যদি আপনার সাবজেক্টের সাথে না মিলে- সাবজেক্ট চেঞ্জ করে ফেলুন- অসুবিধা নেই!! কর্মকারের জন্য পদার্থ বা রসায়ন, ভূগোল বা পরিবেশবিদ্যা- সবটাই কমন! নো চিন্তা!!
দেখছেন না- যার যখন বাজারে কাটতির দরকার- মাওদুদী আর জামায়াত বটিকা ঝটিকাবেগেই এস্তেমাল করেন!!
এই যেমন কদিন আগে মওদুদীপূত্র বাংলাদেশে দর্শণ দিয়ে গেলেন!! সেতো আর শুধু শুধু নয়!!
ইদানিং আরো কেউ কেউ বিখ্যাত হবার কসরত করছেন এবং ওয়াহাবী-মওদুদী ও জামায়াত নিয়ে বি-শা-ল পান্ডিত্য উপস্থাপন করে চলেছেন!!!
বাহ বাহ!! এগিয়ে চলুন... এই না হলে গবেষণা !!
[গো+এষণা]গবেষণার শুরুটা তো হোক, বাকিটা পরে দেখা যাবে!
আমরা সাথে যেতে না পারলেও হাততালি দিতে কার্পণ্য করবনা-
আর বিখ্যাত হতেও খুব বেশী সময় লাগবেনা!!
কারণ আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেনা যে -
বিখ্যাত হবার কাজে "ওয়াহাবী-মওদুদী ও জামায়াত বটিকা" ব্যর্থ হয়েছে!!
অতএব, আর দেরী কেন??
যারা বিখ্যাত হতে চান- আজই নেমে পড়ুন!!
বিনামূল্যের উপদেশ!! বিফলে মূল্য ফেরত!!
***********
"আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোন পথপ্রদর্শক নেই"
বিষয়: বিবিধ
১৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন