আত্মার পথ ও হেদায়াত -একটি ভিডিও

লিখেছেন লিখেছেন এম_আহমদ ১৯ অক্টোবর, ২০১৩, ১২:৫৯:৩৪ রাত

আজকে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এটি একজন আমেরিকান মহিলার ইসলাম গ্রহণ সম্পর্কে। ভিডিওটি দেখে বার বার যে কথাটি মনে হবে তা হল আল্লাহর হেদায়াত এক বিস্ময়কর বিষয়। কোথা থেকে কোথায় গিয়ে মানুষের জীবন অন্য ধারায় বইতে শুরু করে, তার কোনো নিশ্চয়তা নেই। জীবন যেন এক ঝর্ণা-ধারা। উপর থেকে জলবিন্দু কোন্‌ শিলায় গড়িয়ে পড়ে আর সেখান থেকে কোন দিকে মোড় নেয় –তা কে বলতে পারে?

আত্মার হেদায়াত আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছে তাঁর পথে টেনে আনেন। আর যাকে ইচ্ছে বিপথে চালিয়ে রাখেন, অজুহাত খাড়া করে দেন, নানান যুক্তি ও নানান বাহানা তৈরি করেন, আর তাতে সে আকটা পড়ে যায়।

তিনি সার্বভৌম, যা ইচ্ছে তাই করেন।


বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File