আর বাকি মাত্র একদিন কম এক সপ্তাহ ...গন্তব্য ২৫ অক্টোবরঃ
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৯ অক্টোবর, ২০১৩, ০২:৫৬:৩০ রাত
যতই দিন গড়াচ্ছে ততই উৎসুক মনে প্রশ্ন বেড়েই চলেছে,কি হতে যাচ্ছে ২৫ অক্টোবর!! অথবা আদৌ কিছু কি হবে?কোন প্রতিরোধ কি গড়ে তুলতে পারবে জামাআত-বিএনপি! সবাই বিএনপি আগে এবং পরে জামাআত লিখলেও আমি জামাআতকে আগে(জামাআত-বিএনপি) লিখলাম কারণ হল জামাআতের টিকে থাকার উপরই বিএনপির অস্তিত্ব নির্ভর করে বলে বিশেষজ্ঞরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।কোন কোন বিশেষজ্ঞ বিএনপিকে অপদার্থের দল হিসেবে উল্লেখ করে যা করার জামাআত শিবিরকেই করতে হবে বলে মন্তব্য করেছেন।অবশ্যই এসব সম্বোধনের নির্দিষ্ট কারণ আছে।গত পাঁচ বছরে বিএনপি'র অবস্থান এসব কথার খোরাক জুগিয়েছে।এসব কথা উল্লেখ করার মাধ্যমে বিএনপিকে ছোট করা আমার কোন উদ্দেশ্য নয়।আমার উদ্দেশ্য হল বিএনপি'র বোধোদয়ের উদ্রেক ঘটানো।কারণ,বিএনপি'র বোধোদয়ের উপরই নির্ভর করছে জাতির আগামির দিনগুলো।
কারণ,আমরা চাইনা আরেকটা ২৮ অক্টোবর অথবা আরেকটি ৫ মে'র পুনরাবৃত্তি ।আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষ শান্তিতে বসবাস করুক এবং সিমান্তসহ দেশের ভিতরকার কোন স্থানে অকারণে আর একটি প্রাণও না ঝরুক।।
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন