কুরআন,হাদীসের বই পানিতে ফেলে কুরআনের মালিককে পরাস্ত করা যাবে না।

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৩:২৪:০৮ রাত



কুরআন,হাদীসের বই পানিতে ফেলে কুরআনের মালিককে পরাস্ত করা যাবে না। নিজেরাই পানিতে চুবানি খাবে ফেরাউনের মত। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলাধীন নান্দিয়াপাড়া ইসলামী পাঠাগার ভাংচুর করে কুরআন, হাদীসের বই গুলো ওরা পানিতে ফেলে দেয়। তাও বিজয়ের মাসে। অনেকে অনেক ভাবে বিজয় দিবসকে উদযাপন করেছে, আর এই অমানুষেরা কুরআন হাদীসের ঘর ভাংচুর করে, বইগুলো পানিতে ফেলে বিজয় দিবসকে উদযাপন করেছে!!! যারা এ জঘন্য কাজটি করেছে তারা কি মুসলমানের উত্তরসূরী না হয়ে ফেরাউন -নমরুদদের উত্তরসূরী হতে চায়?????? কি হয়েছিলো ওদের(ফেরাউন-নমরুদদের) শেষ পরিনতি?

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295631
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৩৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : উনি ফেরাউন, নুমরুদের উপর এত বাহাদুরী দেখিয়েছেন! তো ওনার বাহাদুরী/চাপাবাজী এখন চুপসে গেল কেন। নাকি সবই কাল্পনিক? তাইতো, ব্লগে/ব্লগে এত বিলাপ করেও আল্লার কোরাণ রেহাই পায় না।
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৫
239171
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : সমগ্র পৃথিবীর সকল কোরআন পুড়ে ফেললেও কুরআন রয়ে যাবে লাখো হাফেজের হৃদয়ে।
আর এটাই আল্লাহর কুদরত!
মুক্তি, বলেন তো দেখি সমগ্র দুনিয়ায় কয়জন বাইবেলের হাফেজ আছে? কয়জন গিতার হাফেজ আছে?
কেবল সাত বছর বয়সেই সম্পূর্ণ কুরঅান মুখাস্ত করেছে এমন শতশত শিশু আছে এই দুনিয়ায়। দেট ইজ মিরাকল অব মিরাকল!
কি? ব্যাপারটা খুব সহজ ভেবেছেন?
ঠিক আছে ৬,৬৬৬ টি আয়াতের মধ্যে ৫০ টি আয়াত মুখাস্ত করে দেখুন.....কয়দিন লাগে। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাকে!!
২০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫৩
239324
মনসুর আহামেদ লিখেছেন : @মুক্তিযুদ্ধের কন্যারায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
295636
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:১৭
sarkar লিখেছেন : আল্লাহর কোরআন একমাত্র আসমানী কিতাব।যেটাকে আল্লাহ নিজে রহ্মা করবে। করতে ছেন।যার মধ্যে এখন ও কেউ এডিট করতে পারে নাই।পারবে ও না।
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
239411
আবদুল কাদের হেলাল লিখেছেন : এরা যাদের উত্তরসূরী হওয়ার জন্যে প্রতিযোগিতা করছে তাদের পরিনতি কি হয়েছিলো সে ইতিহাস কি এদের জানা নাই?
295650
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪২
আঃ হাকিম চাকলাদার লিখেছেন : তারা নিজেদের জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা করল।
295668
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২০
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : সমগ্র পৃথিবীর সকল কোরআন পুড়ে ফেললেও কুরআন রয়ে যাবে লাখো হাফেজের হৃদয়ে।
আর এটাই আল্লাহর কুদরত!
মুক্তি, বলেন তো দেখি সমগ্র দুনিয়ায় কয়জন বাইবেলের হাফেজ আছে? কয়জন গিতার হাফেজ আছে?
কেবল সাত বছর বয়সেই সম্পূর্ণ কুরঅান মুখাস্ত করেছে এমন শতশত শিশু আছে এই দুনিয়ায়। দেট ইজ মিরাকল অব মিরাকল!
কি? ব্যাপারটা খুব সহজ ভেবেছেন?
ঠিক আছে ৬,৬৬৬ টি আয়াতের মধ্যে ৫০ টি আয়াত মুখাস্ত করে দেখুন.....কয়দিন লাগে। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাকে!!
295684
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওরা নিজেরা অন্ধকারে থাকে তাই সবাইকে অন্ধকারে রাখতে চায়। মানুষ যদি পড়ে তো তার অন্ধকার কেটে যাবে। তাই তাদের এই চেষ্টা।
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
239410
আবদুল কাদের হেলাল লিখেছেন : এরা যাদের উত্তরসূরী হওয়ার জন্যে প্রতিযোগিতা করছে তাদের পরিনতি কি হয়েছিলো সে ইতিহাস কি এদের জানা নাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File