আপনি সপরিবারে তাদের সাথে মিশে যান।
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১০ ডিসেম্বর, ২০১৪, ০২:৫৩:০১ রাত
সবাই ভালো লোক তালাশ করে, তার আদরের সন্তান ভাল হোক প্রত্যাশা করে, ব্যবসা করবে আমানতদার লোক তালাশ করে। সেলসম্যান আমানতদার না হওয়ায় সারাক্ষণ চিন্তায় অস্থির। পরিচিত লোকদের কাছে বলে আমাকে একজন ভালো লোক দিবেন। আল্লাহ তায়ালা ভালো মানুষ আসমান থেকে পাঠানোর নিয়ম করেন নাই, তৈরি করার নিয়ম করেছেন। আপনি যে ধরনের লোকদের হন্যে হয়ে খুঁজে ফিরছেন, সে ধরনের লোক তৈরি করার জন্যে আল্লাহ তায়ালা কর্মসূচী দিয়েছেন। এই কর্মসূচীর আলোকে যে কথা বলা হবে সে কথাকে আল্লাহ তায়ালা সবচেয়ে উত্তম কথা বলে সার্টিফাই করেছেন। যদি প্রশ্ন করা হয় এই ধরনের লোক তৈরি করতে আপনি দৈনিক কতক্ষণ সময় দেন, আপনার মেধা, যোগ্যতা, অর্থ কতটুকু বিলিয়েছেন। আপনার পরিবার-পরিজন,এবং অধিনস্তদের ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্যে যে পরিবেশ, সময়, সুযোগ করে দেয়া দরকার ছিল তা কি আপনি দিয়েছেন ? আপনি জেনে খুশি হবেন যে,আপনার আশে-পাশেই কিছু আল্লাহর গোলাম অনেক ঝক্কি-ঝামেলার ঠিক মাঝখান দিয়ে এই কাজ করে যাচ্ছে। আপনি সপরিবারে তাদের সাথে মিশে যান।সবচেয়ে ভালো কথাটি বলতে আপনি রাজি তো???
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন