তারেক রহমানের বক্তব্যে মানুষ ভাববে বিএনপিও লীগের মতই ধর্মনিরপেক্ষ।

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০২:০৯:০৪ দুপুর

তারেক রহমানের বক্তব্যই যদি বিএনপির বক্তব্য হয়,তাহলে বিএনপির উপর ইসলামী দল গুলোর আস্থা কমে যাবে। বিএনপিকে মানুষ ডানপন্থী হিসেবেই জানে।কিন্তু তারেক রহমানের বক্তব্যে মানুষ ভাববে বিএনপিও লীগের মতই ধর্মনিরপেক্ষ। ইসলামী দল সাথে থাকলে যদি তারেক রহমান বিব্রতবোধ করেন তাহলে তাদেরকে বের করে দিলেই হয়।তারা তাদের করনীয় ঠিক করবে। কিন্তু জোটে রেখে এসব কথা বললে জোটে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। আন্দোলনে জোয়ার না এসে ভাটা পড়বে। আর তা হবে আওয়ামী জোটের জন্যে পোয়া বারো।

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262315
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২০
কাহাফ লিখেছেন : থাবড়ানো দরকার তাহলে কিছুটা ঠিক হবে ব্যাটা তারেক। বাপের নামে চলছে আবার বড় বড় কথা......।
262326
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
জেদ্দাবাসী লিখেছেন : ইসলামী দলকে নিয়ে তারেক সাহেব বিব্রতবোধ করেন,তার উক্তিতেই প্রমান হলো।
মানুষ ধাক্কা খেলে পাক্কা হয়,তারেক সাহেব এত বড় ধাক্কা খেয়েও দিন দিন কাঁছা হয়ে যাচ্ছে মনে হয়। তার উক্তি প্রমান দিল, দুর্নিতিকে পশ্রয় দেওয়া এই মানুষটা থেকে বেশি কিছু আশা করা ইসলামপন্তিদের উচিত নয়।
ধন্যবাদ
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
206222
তেল মালিশ লিখেছেন : ভাই দেশের মানুষ বুঝলেও আপনাগো হুজুরেরা মোটেও বুঝতে চায়না............
262337
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
নূর আল আমিন লিখেছেন : মুন্সী বাপের ঘরে কিছু কুলাঙ্গার জন্মায় যারা রাস্তা ঘাটে পায়খানা করে বাপকে গালী শোনায় তারেক তার ব্যাতিক্রম না
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
206221
তেল মালিশ লিখেছেন : ভাইয়ের কি মেজাজ টা গড়ম আছে!!!!
262340
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
তেল মালিশ লিখেছেন : ছোট্ট বেলা গান শুনে ছিলাম ‍‌'নৌকা আর ধানের শীষ,দুই সাপের একই বিষ। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিশ, বোকামী ছাড়া এতো কিছুই না........... ওরা যে একই পাখি দুই ডানা।
262346
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৭
হতভাগা লিখেছেন : ইসলামী দলগুলো বাংলাদেশের রাজনীতিতে খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে নি কখনও । বেশ কিছু ইসলামী দল বাংলাদেশে থাকলেও তাদের আসন ২-৩ টার বেশী আসে না সংসদে , জোটে থাকলে জামায়াত কেবল বেশ কিছু সংখ্যক আসন পায় ।

এর কারণ , মুসলমানদের মত এসব ইসলামি দলগুলোও বহুধাবিভক্ত । কেউ কাউকে মানে না , সবাই এখানে নিজেকেই ঠিক বলে মনে করে । যদি সবাই এক কাতারে আসতে পারতো তাহলে এরাই সরকার গঠন করার মত সংখ্যা গরিষ্ঠতা অনেক আগেই পেত । কারণ বাংলাদেশের ৯০% মানুষই তো মুসলমান । তাদের ধর্ম তথা দ্বীন অনুযায়ী যদি কোন সরকার দেশ রপিচালনা করতে পারে তাতে তো তারা খুশি হয়েই ভোট দেবে এদেরকে ।

আগে এসব দলকে এক কাতারে আসতে হবে । তাহলে বড় দল গুলো এদেরকে সমীহ করে চলবে ।
262359
০৬ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৪
আহমদ মুসা লিখেছেন : জনাব তারেক রহমানের কথা শুনে মনে হচ্চে তিনি এখনো পর্যন্ত রাজনীতিতে পরীপক্ষ হয়ে উঠেনি।
262404
০৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
নূর আল আমিন লিখেছেন : তেল
মালিশ
লিখেছেন :
ভাইয়ের
কি মেজাজ
টা গড়ম আছে!!!!. . . . . . . . .না ভাইজান গরম না একদম নবরত্ন তেলের মতো ঠাণ্ডা
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৬
206266
তেল মালিশ লিখেছেন : তয় চেইতা গেলেন কেন? চেইতা গেলেন তো হাইরা গেলেন। ওগো মাঝায় ঠান্ডা মাথায় কেরসিন তেল............করে যা.............ন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File