তারেক রহমানের বক্তব্যে মানুষ ভাববে বিএনপিও লীগের মতই ধর্মনিরপেক্ষ।
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০২:০৯:০৪ দুপুর
তারেক রহমানের বক্তব্যই যদি বিএনপির বক্তব্য হয়,তাহলে বিএনপির উপর ইসলামী দল গুলোর আস্থা কমে যাবে। বিএনপিকে মানুষ ডানপন্থী হিসেবেই জানে।কিন্তু তারেক রহমানের বক্তব্যে মানুষ ভাববে বিএনপিও লীগের মতই ধর্মনিরপেক্ষ। ইসলামী দল সাথে থাকলে যদি তারেক রহমান বিব্রতবোধ করেন তাহলে তাদেরকে বের করে দিলেই হয়।তারা তাদের করনীয় ঠিক করবে। কিন্তু জোটে রেখে এসব কথা বললে জোটে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। আন্দোলনে জোয়ার না এসে ভাটা পড়বে। আর তা হবে আওয়ামী জোটের জন্যে পোয়া বারো।
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ ধাক্কা খেলে পাক্কা হয়,তারেক সাহেব এত বড় ধাক্কা খেয়েও দিন দিন কাঁছা হয়ে যাচ্ছে মনে হয়। তার উক্তি প্রমান দিল, দুর্নিতিকে পশ্রয় দেওয়া এই মানুষটা থেকে বেশি কিছু আশা করা ইসলামপন্তিদের উচিত নয়।
ধন্যবাদ
এর কারণ , মুসলমানদের মত এসব ইসলামি দলগুলোও বহুধাবিভক্ত । কেউ কাউকে মানে না , সবাই এখানে নিজেকেই ঠিক বলে মনে করে । যদি সবাই এক কাতারে আসতে পারতো তাহলে এরাই সরকার গঠন করার মত সংখ্যা গরিষ্ঠতা অনেক আগেই পেত । কারণ বাংলাদেশের ৯০% মানুষই তো মুসলমান । তাদের ধর্ম তথা দ্বীন অনুযায়ী যদি কোন সরকার দেশ রপিচালনা করতে পারে তাতে তো তারা খুশি হয়েই ভোট দেবে এদেরকে ।
আগে এসব দলকে এক কাতারে আসতে হবে । তাহলে বড় দল গুলো এদেরকে সমীহ করে চলবে ।
মালিশ
লিখেছেন :
ভাইয়ের
কি মেজাজ
টা গড়ম আছে!!!!. . . . . . . . .না ভাইজান গরম না একদম নবরত্ন তেলের মতো ঠাণ্ডা
মন্তব্য করতে লগইন করুন