যারা নিরপরাধ নেতৃবৃন্দকে হত্যা করতে চায় তাদেরকে মালিকের কথা মনে করিয়ে দিতে চাই
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ২৪ জুন, ২০১৪, ০৫:০১:৪৭ সকাল
28 - যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত কর, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না। কেননা, আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। 29 - আমি চাই যে, আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও। অতঃপর তুমি দোযখীদের অন্তর্ভূক্ত হয়ে যাও। এটাই অত্যাচারীদের শাস্তি। 30 - অতঃপর তার অন্তর তাকে ভ্রাতৃহত্যায় উদুদ্ধ করল। অনন্তর সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। 31 - আল্লাহ এক কাক প্রেরণ করলেন। সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে, আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করবে। সে বললঃ আফসোস, আমি কি এ কাকের সমতুল্যও হতে পারলাম না যে, আপন ভ্রাতার মৃতদেহ আবৃত করি। অতঃপর সে অনুতাপ করতে লাগল। 32 - এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবাপৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক
পৃথিবীতে সীমাতিক্রম করে।( সূরা আল মায়েদাহ: ২৮ --৩২)
)
বিষয়: বিবিধ
১০২৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১) ৭১-এর পর থেকে তাঁর নামে কোথাও কোনো মামলা হয়নি!
২) অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করলেন!
৩) শিক্ষকতা করলেন রাইফেলস স্কুলেও
৪) ঢাবিতে নির্বিঘ্নে পড়াশোনা করলেন
৫) সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত নেতা হলেন
৬) কোনো সাক্ষী একেবারে তাঁকেই স্পষ্টভাবে সনাক্ত করেননি
৭) কোনো অপরাধই ঠিক তাঁকে নির্দিষ্ট করে প্রমাণিত হয়নি
৮) তবুও নিন্ম আদালত অন্যায়ভাবে যাবজ্জীবন দিলো
৯) নাস্তিক-মাতাল-ব্যভিচারীদের নৃত্য-নেতৃত্বে ফাঁসির দাবি হতে থাকলো
১০) শেখ হাসিনার মন পড়ে থাকতে থাকলো সেই নাচে-গানে
১১) হুজুগী সংসদে শুধু আবেগ দিয়ে আইন পাশ করা হলো
১২) সেই আইন রেকর্ড ভঙ্গ করে ভূতপূর্ব রায়ের ওপর কার্যকর করা হলো
১৩) সম্পূর্ণ অন্যায়ভাবে তথাকথিত আপীল বিভাগ ফাঁসির আদেশ দিলো
১৪) জাতিসংঘসহ দেশ-বিদেশ থেকে ফাঁসি না দেয়ার অনুরোধ হলো
১৫) একজন অতি সাধারণ নিরপরাধ অত্যন্ত সৎ মানুষকে হত্যা করা হলো
এ অন্যায় কিছুতেই মেনে নেয়া যায় না, মানবতাসম্পন্নরা মেনে নিতে পারেন না! এর বিচার হবেই হবে, ইনশাল্লাহ! নতুন প্রজন্মই এর বিচার চাইবে, খুব অল্পদিনের মধ্যেই! ততদিনে এই নৃশংস-কুচক্রী অপরাধীরা কবরে চলে গেলেও...!!!
মন্তব্য করতে লগইন করুন