সমাজে নামাজী লোকের সংখ্যা কম বলেই কি বে নামাজীদেরকে মাসজিদ কমিটিতে রাখতে হয়েছে

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ০৬ এপ্রিল, ২০১৪, ০৬:২৩:১৫ সকাল

মাসজিদ আল্লাহ্‌র ঘর। এখানে এলাকার মুসলিমগণ নামাজ পড়েন। প্রত্যেক মাসজিদেই কমিটি থাকে। এই মাসজিদ কমিটিতে থেকেও যিনি নামাজ পড়েন না তাকে কপাল পড়া ছাড়া আর কি বলা যেতে পারে। সমাজে নামাজি লোকের সংখ্যা কম বলেই কি বে নামাজীদেরকে কমিটিতে রাখতে হয়েছে। যারা মালিকের কথা মানে না তাদেরকে মালিকের ঘরের পাহারাদার বানানো অযৌক্তিক। নামাজের মাধ্যমে মুসলিম সমাজকে দৈনিক পাচ বার মনে করিয়ে দেয়া হয় তারা স্বাধীন নয়,বরং তারা হলো বিশাল আকাশ ও জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিসের যিনি মালিক তার ছোট্র কর্মচারী মাত্র । দৈনিক পাঁচ বার নামাজে হাজির হয়ে তাকে প্রমান করতে হয় সে মালিকের একনিষ্ট কর্মচারী। তাকে আরো প্রমান করতে হয় কিভাবে যথা সময়ে যথাযথ নিয়মে মালিকের সকল নিয়ম-কানুন মেনে চলার জন্যে নিজেকে প্রস্তুত রাখতে হয়।

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203162
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:১২
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
203194
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেনামাজিদের সমাজের প্রভাবশালি বানালে এই ঘটনাতো ঘটবেই। তারা মসজিদকে ব্যবহার করে তাদের ধর্ম ব্যবসার জন্য।
203329
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File