উপজেলা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বলছি

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:১২:২৩ সকাল

উপজেলা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বলবো নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়তে যাবেন না । নিজেরা নিজেরা লড়াই করা মানে আওয়ামীলীগকে পাশ করতে সহযোগিতা করা ।হয়তো দলকে বুঝিয়ে ম্যানেজ করুন নতুবা দলের সিদ্ধান্ত মেনে নিন। যদি আওয়ামীলীগ থেকে টাকা খেয়ে এমনটি করে থাকেন তাহলে দয়া করে দল থেকে নিজ উদ্দোগে পদত্যাগ করে তারপর নির্বাচনে দাঁড়ান ।

বিষয়: রাজনীতি

৮৮৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182363
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:০৬
তহুরা লিখেছেন :
182375
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১২
হতভাগা লিখেছেন : বিএনপি বিভীষনে ভরা ।

আওয়ামী লীগের কোন প্রেসিডিয়াম সদস্যকেও যদি বসিয়ে রেখে রনিকে মন্ত্রী বানানো হয় তবুও তারা দলের গিবত গায় না বা ত্যাগ করে না ।

তোফায়েল , আমু , রাজ্জাক , সুরন্জিত I.M.F. এর আমলে ফর্মুলা দিলেও নেত্রী তাদেরকে Forgive করেছিলেন, Forget তবে হন নি । ফলে তাদেরকে মন্ত্রীত্বহীন অবস্থায় থাকতে হয়েছিল অনেক সময় ধরে গত টার্মে ।

কিন্তু তারা দলের ক্ষতি হয় এমন কিছু করেন নি । ফলশ্রুতিতে এখন তাদের বেশীর ভাগই মন্ত্রীত্ব উপভোগ করছেন ।

বিএনপির সমর্থকরা পিছলা মনের । আর আওয়ামী লীগের সমর্থকেরা দলের জন্য ডাই-হার্ড মনের ।

একজন বিএনপি ও একজন আওয়ামী লীগের সমর্থকের মধ্যে যখন বাক বিতন্ডা চলে তখন দূর থেকেই বোঝা যায় কে কোন দলের সমর্থক ।

আওয়ামী লীগের সমর্থকেরা তাদের দলের নেতার খারাপ কাজকেও ভাল বলে প্রমাণ করে ছাড়ে ।

এটাই তফাত বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ।
০২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫০
137449
আবদুল কাদের হেলাল লিখেছেন : মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
182388
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৩
সজল আহমেদ লিখেছেন : হু
182457
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪০
বাংলার দামাল সন্তান লিখেছেন : বলে লাভ কি, চোরে না শুনে ধর্মের কাহীনি
182690
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File