এদের থেকে প্রশিক্ষণ নিয়ে মসলমানের সন্তানেরা ধরেই নিয়েছে ঈদ মানে............

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১৫ অক্টোবর, ২০১৩, ০৮:২৮:৩৯ সকাল

ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ। এই আনন্দের মানে বেহায়াপনা আর উলংগপনা নয়। ঈদকে সামনে রেখে পত্রিকা,মেগাজিন এবং টিভি চ্যানেলগুলোর আয়োজন দেখলে মনে হয়, দেশের মানুষকে তারা তিন দিন ব্যাপি,পাঁচ দিন ব্যাপি বেহায়াপনার প্রশিক্ষণ দিচ্ছে । যা কোনো ভাবেই ইসলাম সম্মত হতে পারে না । রমযান এবং কুরবানীর যে শিক্ষা সে আলোকে টিভি চ্যানেলগুলো একটি আয়োজনও করে না । এদের থেকে প্রশিক্ষণ নিয়ে মসলমানের সন্তানেরা ধরেই নিয়েছে ঈদ মানে প্রেমিক-প্রেমিকা পার্কে ঘুরতে যাওয়া, একে অপরকে ঈদ কার্ড দেয়া, ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ছবি দেখতে যাওয়া ইত্যাদি এগুলোই ঈদ। আসলেই কি তাই ? এভাবে চলতে থাকার কারনে নতুন প্রজন্মের একটি অংশ দাড়ি,টুপি এবং বোরখা দেখলে উপহাস করে । মুসলিম হয়েও ইসলামকে নিয়ে কটাক্ষ করে আলেমদেরকে অপমান করে । সচেতন মুসলিম সমাজের কি কিছুই করনীয় নেই? আমরা কি কোনো নারায়ণের রাজ্যে জিজিয়া কর দিয়ে বাস করছি নাকি ৯০% মসলমানের দেশে বাস করছি ? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি।

বিষয়: বিবিধ

১৮৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File